![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই বাংলা ভাষার জন্যে প্রাণ দিয়েছেন ভাষা শহীদেরা। অনের রক্তের দামে পাওয়া আমাদের এই বাংলা ভাষা।কিন্তু দিনে দিনে আমরা ভুলে যাচ্ছি আমাদের এই বাংলা ভাষার মর্যাদা। আমাদের আশেপাশেই অনেকে আছে যারা মনে করে বাংলা বলাটা লজ্জার ব্যাপার।ছেলেমেয়েদের ইংরেজী মিডিয়ামে পড়াশোনা করাতে খুব আগ্রহী তারা। নতুন প্রজন্মের মধ্যেই অনেকে আছে যারা সঠিক বাংলা জানে কিন্তু 'বাংলিশ' (!) এর প্রয়োগটা তাদের মধ্যে বেশী হয়। এর মাধ্যমে কি আসলেই তথাকথিত স্মার্টনেস প্রকাশ পায় ??যাই হোক, বাংলা ভাষা সম্পর্কে সঠিক ভাবে যেনেও যারা এইসব বাংলিশ স্টাইলে চলে, আমাদের প্রাণের মাতৃভাষা বাংলাকে অবমাননা করে তাদের উচিত ধরে ধরে পিটানো।
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
একজন আরমান বলেছেন:
হা হা।
অনেক ধন্যবাদ অবশেষে বাংলাতে লিখার জন্য।
আপনাকে বাংলাতে লিখতে দেখে ভাল লাগলো।
শুভ ব্লগিং।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
ফািরয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সহমত