নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

যে দিন তোমরা আমার প্রশংসা শুনবে........(রিপোষ্ট)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:২৭

২০০৮ এর ২৯শে ডিসেম্বরের সংসদীয় নির্বাচনে মহাজোট তথা আলীগের মহা বিজয়ে ভারত ও তাদের গণ মাধ্যম প্রশংসায় পঞ্চমুখ;



Click This Link



দেখা যায় ১৯৭২ সাল হতে তথা স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের সাথে বৈরী তথা বিমাতা সুলভ আচরণ করে আসছে। ফারাক্কা সহ ৫৪ টি অভিন্ন নদীর ন্যায্য পানি প্রাপ্তি, বেরুবাড়ী, তালপট্টি, শান্তিবাহিনী, বঙ্গভুমি সহ বহু বিষয়ে ভারত সমস্যা ঝুলিয়ে রাখে এবং বাংলাদেশ কে দারুণ ভোগায়। আর তাদের বর্তমান খায়েশ হলো করিডোর এবং সেভেন সিষ্টার্সের জন্য চট্টগ্রাম বন্দর ব্যাবহারের সুযোগ লাভ । বরাবরের মত এবারও দেখা যায় ভারত ভীষণ খুশী যে শেখ হাসিনা ৩/৪ সংসদীয় আসন নিয়ে ক্ষমতায়। আর ভারতের এই খুশী বাংলাদেশের জন্য সেই ১৯৭২ সাল হতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। অর্থাৎ বাংলাদেশ ঠকেছে এবং ভারতই বেশী লাভবান হয়েছে। তাই সামনের পাচ বছর নিয়ে নানা শংকায় আছি। এ প্রসঙ্গে নিম্নের ইতিহাস স্মরণ করতে হয়।



ব্রিটিশ আমলে অবিভিক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক কে তার জুনিয়র নেতারা একবার প্রশ্ন করলেন যে কোলকাতার হিন্দু সাংবাদিকগণ ও তাদের পত্র পত্রিকা সমূহ সর্বদা আপনার বদনাম ও কুৎসা রটায় এবং সমালোচনা করে তো আপনি এর বিরুদ্ধে কিছু করতে পারেন না। তো জবাবে শেরে বাংলা ফজলুল হক বললেন যে দিন দেখবে তারা (কোলকাতার পত্র পত্রিকা) আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি তোমাদের (মুসলমানদের) ক্ষতি করছি।



মন্তব্য ২২ টি রেটিং +১১/-৫

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪

জুনজুন বলেছেন: ঠিক বলেছেন....।

২| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪

সোনার বাংলা বলেছেন:

ছিঃ ছিঃ আপনে এই ষব কি বলিতেছেন?

ভাদাকারদের পাচাটতে দিন তাতে বাদা দিবেন না।

আর বেরুবাড়ি, তালপট্টি, ফারাক্কা, সীমান্তে পশু পাখি( বাংলার মানুষ) কে হত্যা করছে এ রকম লেকা পোষ্ট করবে না!!!!!!!!!!!

কারন এরকম লেকা মগবাজার থেইকা ছাপা অয়।

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ, শেরে বাংলাও মগবাজরের সম্পত্তি বটে!

৩| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০

তুফান সানিয়া বলেছেন: হায়রে বাংলার জনগন। আজ দুঃখ হয় যখন দেখি ভারতের বিরুদ্ধে কেউ সত্য কথাটি বললেও তাকে খুবই তুচ্ছ ভাবে কাঠাল পাতা খাওয়ানো হয়।
একটি নির্মম সত্য হচ্ছে, আমি লক্ষ করেছি আলেম ওলামা মাদ্রাসাছাত্রদের বিরুদ্ধে এই ব্লগের সব বন্ধুরা যেন একজোট হয়েছে। কারণ হয়তো বিপথগামী জঙ্গীদের বিরুদ্ধে জাতির অবস্থানের কারণে। কিন্তু মোসাদ ও র খুব সুক্ষ ভাবেই কাজটি করেছে। আমাদের মস্তিস্ক থেকে ইসলাম ও ধর্মপ্রাণ মানুষদের প্রতি আমাদের নেতিবাচক মন তৈরী করতে সফল হয়েছে। আর এখন তারা সরাসরি যেসব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এখন তা আমরাই করছি। আমরাই আমাদের বিরুদ্ধে নেমেছি। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে।
দেশকে অনিশ্চিত অন্ধকারে ফেলে একশ্রেণীর মানুষ এখন নেমেছে ধর্মপ্রাণ মানুষের পিছনে। পিয়াল, কৌশিকদের মতো মুখোশধারী ইহুদীদের প্রেতাত্মা এখন এই ব্লগের মাধ্যমে আমাদের স্বাধীনতাপ্রিয় মানুষদের মগজ ধোলাইয়ে নেমেছে।
যে কথাটি বলছিলাম, ৫২র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তমদ্দুন মজলিশ। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নেই ইসলামপ্রিয় মানুষ তাদের কাফেলা এগিয়ে এসেছিল। আবার যদি প্রয়োজন হয় আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। তবে এখনকার লম্ফজম্ফকারী ব্লগারদের খুজে পাওয়া যাবে না।

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৭

শেখ মিলন বলেছেন: ঠিকই বলছেন। একমত

৫| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৫

যাযাবর পাখি বলেছেন: গোলাম আযম(গোআ) আর তার চামিচ রা যেদিন দেশের স্বাধীনতা লইয়া গলা ফাটাইব সেদিন বুজবা তারা দেশের মানুষের সমূহ ক্ষতি করবে ( শেরেবাংলার উক্তিটি জামাত/ষিবিড় আর ছাগুদের জন্য প্রযোজ্য......).পাবলিক তো আর আপনাগো মত ছাগু না।কে দেশের শত্রু কে যুদ্ধাপরাধী ভাল করেই জানে।
আফসোস নিবার্চনে পরাজয়ের শোক এখনও ভুলতে পারেন নাই..তার উপর যুদ্ধাপরাধের বিচার -এত টেনশন লইয়া আপনাগো মাথা আওলাইয়া যাওয়াটাই স্বাভাবিক...

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত প্রেমে বিভোর হইলে অমন চিন্তা ভাবনাই হয়। ১২০০ মাইল হিন্দুস্থানের উপর দিয়া আর কোন কালেও বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগ দিতে পারবো না, এটা কিন্ডারগার্টেনের পোলাপানও বুঝে। আর হিন্দুস্থান ৩৭-৩৮ বছর ধইরা বাংলাদেশের ক্ষতি করতেছে হেইডা টের পান না। বাংলাদেশের ৯০% মানুষই হিন্দুস্থান কে এক বিন্দু বিশ্বাস করে না। আর যে হাসিনা কে কোলকাতায়, বাংলাদেশের মূখ্যমন্ত্রী বলার পরও সে এর প্রতিবাদ করে না তো আপনাদের মতন অন্ধ ভারত প্রেমিকদের কাছে ঘোলা পানিতে মাছ শিকার ছাড়া ভাল কিছু আশা প্রকৃত বাংলাদেশ প্রেমিকগণ করতে পারে না। চোরের মন পুলিশ পুলিশ।

৬| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩২

প্রগতিশীল বলেছেন:
ভারতের বিরুদ্ধে আপনি কথা বলেছেন।
আপনি রাজাকার।
আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি।
আপনি প্রতিক্রিয়াশীল।
আপনি যুদ্ধাপরাধী (বয়স যাই হোক)।
আপনার বিচার হওয়া উচিত বিশেষ ট্রাইবুন্যালে। আপনাকে সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত। আপনাকে কাঠাল পাতা খাওয়ানো উচিত। আপনার রাজনীতি বন্ধ করা উচিত। ভারতের বিপক্ষে ও বাংলাদেশের পক্ষে কথা বলার অপরাধে আপনাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া উচিত।


ভারত আমাদের সীমান্ত বাসীদের গুলি করে হত্যা করুক, পানি না দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাক, বাংলাদেশের জায়গা জোর করে দখল করে নিক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসিত বিদ্বেষ ছড়াক সর্বপরি ইসরাইলকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক আপনি কিংবা বাংলাদেশের কোন নাগরিকের অধিকার নেই ভারতের বিরুদ্ধে কিছু বলার। আপনাকে সবসময় অবশ্যই মনে রাখতে হবে ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষমতা ছিল না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, পতিতা লীগ, দালাল লীগ, চোর লীগ, ডাকাত লীগ, খুনী লীগ, মোদী লীগ, বাজপেয়ী লীগ, ইন্দিরা লীগ, সোনিয়া লীগ, হাসিনা লীগ, রাহুল লীগ, গাফফার চৌধুরী লীগ, জাফর ইকবাল লীগ, কবীর চৌধুরী লীগ, হাসান ইমাম লীগ, শাহরিয়ার কবীর লীগ, ইটিভি লীগ, প্রথম আলো লীগ, জনকন্ঠ লীগ, ডেইলি স্টার লীগ, সমকাল লীগ যতদিন বেচে থাকবে শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ভারতের সন্মান রক্ষা করা হবে।
ভারতের বিরুদ্ধে যেসব রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, যুদ্ধাপরাধী কথা বলবে তাদের শরীর থেকে মাংস কেটে নেয়া হবে। মাটিতে পুতে পাথর ছুড়ে তাদের হত্যা করা হবে।

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

৭| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ভারত,,,নিয়া কথা কইবেননা..............আপনার খবর অইয়া যাইবো।

তারা আমাগো খাওয়া পরাইয়া বাচাইয়া রাখসে,,,ভারতের বিরুদ্বে কইসেন তো রাজাকার হইয়া গেলেন.............।

আপনি বরং ভারত সোনাদের প্রশংসা কইরা একটা পোস্ট দিয়া দেখেন,,,,,,,,,,,,,প্লাসে প্লাসে সয়লাব হইয়া যাবেন

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই কাউয়া যখন কিছূ লুকায় তখন সে চোখ বন্ধ করে লুকায়, মনে করে যে কেউ হেউডা দেহে না। তাই কাউয়াও সময় সময় রাম ছাগলের মতন বেকুবের পরিচয় দেয়। ঠিক তেমনি অন্ধ আলীগ আর বিদেশে ভারতীয় হিন্দু বাঙালীরা সূনির্দিষ্ট বিষয়ে ভারতের সমালোচনা করলে রাম ছাগুর মতন আচরণ করে। ঠিক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মত যে "ভারত কম পানি দিলেও কোন প্রতিবাদ করা যাবে না"। তাই হিন্দুস্থানের চামচারা মাইনাস দিলেও বাংলাদেশের সিংহভাগ জনগণ আমার কথারেই সমর্থন করব। ২০০৮ যে ভারত-মার্কিন আততের নির্বাচন তা ভারতের আচরণেই প্রমাণ করে।

৮| ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১০

যাযাবর পাখি বলেছেন:

৯| ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪১

প্রগতিশীল বলেছেন:
যাযাবর পাখি নিজেকে ভারতের একনিষ্ঠ সেবক প্রমাণ করলেন। সবাই তাকে মারহাবা দিন।
তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
তিনি প্রগতিশীল
তিনি ভারত বিদ্বেষী বাংলাদেশ প্রমীদের নিধনে খরগহস্ত

১০| ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৭

ধীবর বলেছেন: @লেখক... এই সব ভারত প্রেমিকরা চোয়াল আর কলমবাজিতে যতই অভ্যস্থ হোক না কেন নৈতিক মনবল এদের শুণ্যের কোঠায়। তাই এদের গাল্গালি আর গলাবাজির কারণে থেমে থাকলে চলবেনা।

@যাযাবর পাখি নিজের খাবার আমাদের অর্থাৎ মানুষদের খেতে দিয়ে ঔদার্যের পরিচয় দিয়েছেন। সে জন্য তাকে ধন্যবাদের সাথে জানাতে হয় যে, আপনার খাবার আমাদের যোগ্য নয়।

দেশপ্রেমিকদের কাছে অনুরোধ, তারা যেন ভারতপ্রেমিক এই গুটি কয়েক দেশদ্রোহিদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের তীব্র প্রতিবাদ করেন।

১১| ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৬

সেলটিক সাগর বলেছেন:
নিচের অংশটার সোর্স?

.......................................

ব্রিটিশ আমলে অবিভিক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক কে তার জুনিয়র নেতারা একবার প্রশ্ন করলেন যে কোলকাতার হিন্দু সাংবাদিকগণ ও তাদের পত্র পত্রিকা সমূহ সর্বদা আপনার বদনাম ও কুৎসা রটায় এবং সমালোচনা করে তো আপনি এর বিরুদ্ধে কিছু করতে পারেন না। তো জবাবে শেরে বাংলা ফজলুল হক বললেন যে দিন দেখবে তারা (কোলকাতার পত্র পত্রিকা) আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি তোমাদের (মুসলমানদের) ক্ষতি করছি।

১৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইতিহাসের ব্ই ঘাটলেই পাবেন। কোলকাতার অনেক ধনী শ্রেণীর হিন্দুগণ ঢাবির প্রতিষ্ঠাতার বিরোধী ছিল।

১২| ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫০

দিগন্ত বলেছেন: ওপরের প্রশ্নটার উত্তর আমিও জানতে চাই।

১৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শেরে বাংলার উপর অনেক বই রচিত হয়েছে। দয়া করে সেগুলো পড়ে নেবেন।

১৩| ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৮

ন্যায় পথিক বলেছেন: সামুর হাগুদের দল আবার ঘোট পাকাচ্ছে। 'ছাগুছিপ' নামক ব্লগে 'অ্যানব্যান হাসিব' নামের এক ব্লগার সবার নাম লিস্ট করে ষড়য্ন্ত্র করছে। আপনার নামও আছে। দেখুন-View this link

এর প্রতিবাদে আমি পাল্টা ব্লগ দিলে সেখানেও তারা আক্র্রমন করে। তবে পেরে উঠেনি তারা। আমার ব্লগ:View this link

আজ সন্ধ্যা ৬-৭টায় আবার পোস্ট দিব। আপনার সাহায্য প্রয়োজন কমেন্ট সেকশন-এ। পারলে অন্যদেরও খবর দেন, আমিও দিচ্ছি।

১৪| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০২

তুফান সানিয়া বলেছেন: দুঃখজনক সত্য হল আমার মন্তব্য যখন আপনার পোষ্টে প্রকাশ পায় তখন
আমার প্রিয় ব্লগ কতৃপক্ষ আমাকে নোটিশ দিয়েছে আমার লেখা আর কখনো প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হবেনা।
এটা কোন ধরনের শাস্তি। ভারত কে ঘৃণা করার জন্য.........

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কি লিখেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.