নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

পানি না পেয়েও আমরা চোর আর প্রথম আলোর নতুন ভারতীয় বিমানবাহিনী প্রধানকে নিয়ে আনন্দ!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭



ভারতের বিমানবাহিনীর প্রধান হচ্ছেন এক বঙ্গসন্তান







Click This Link



কয়েকদিন আগে পোষ্ট দিয়েছিলাম যেখানে এই খবরটা ছিল;





বাংলাদেশ অবৈধভাবে তিস্তার পানি পাচ্ছে : মমতা



Click This Link



এটা স্রেফ ৫৪টি নদ-নদীর মধ্যে মাত্র একটি। অথচ তারা বিনামূল্যে করিডোর নিয়ে বসে আছে। বাংলাদেশ কি পেল না পেল এমনকি র্দূভোগ পোহাল তাতে ভারতীয়দের কোন চিন্তা নাই। তারপরেও আমাদের দেশের আলীগতো বটেই সমমনা সুশীল-বুদ্ধিজীবিরা ভারতের পশ্চিমবঙ্গ বলতে অজ্ঞান। এখন ভারতের বিমানবাহিনীর প্রধান হিসেবে পশ্চিমবঙ্গের অরুপ রাহা নির্বাচিত হলে মতিউর রহমানের প্রথম আলোর খুবই আহলাদে গদগদ। এই অরুপের পিতা বহু আগেই এই অঞ্চল ছেড়ে ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করছে। স্বভাবতই তার পুত্রও ভারতে জন্মে সেটাই তার দেশ ও মাতৃভূমি হিসেবে গণ্য করে। পূর্ব পুরুষের স্থান তার কাছে ভারত হতে বড় কিছু না। কিন্তু মতি মিয়ার প্রথম আলো এই খবরটাকে "বঙ্গসন্তান" হিসেবে চালিয়ে দিয়ে এমন ভাব দেখলা যে এই অরুপ যেন বাংলাদেশের কেউ। অথচ মতির প্রথম আলো মমতার বাংলাদেশের বিরুদ্ধে পানি চুরির অভিযোগের খবরটা প্রকাশ করল না। পানি যেখানে আমাদের জীবন-মরণ সমস্যা তাকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গেরকে কোন তীর মারল সেটাই মতির দৈনিকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর আগে প্রণব মূখার্জী ভারতের প্রেসিডেন্ট হলে তাকেও নিয়ে এমন উচ্ছসিত প্রশংসা যেন বাংলাদেশের কোন নাগরিকই ভারতের রাষ্ট্রপতি। এই সেই প্রণব বাবু যে ২০০৭ সালে সিডরে আক্রান্ত বাংলাদেশকে সস্তায় চাল রপ্তানীর প্রতিশ্রুতি দিয়েও তা দেয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে পর্বত সমান সমস্যা সেটাকে সমাধান করাতো দূর যেখানে প্রণবের কোন চেষ্টাই নাই তখন অরুপ রাহা একজন বড় আমলা হলে আমাদের কি? ভারত আমাদের সাথে স্বার্থপরতা, জুলুম ও মাস্তানী করবে আর আমাদের মতি গং সুশীলরা ভারতের জয়গান করবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

সামু মামু বলেছেন: মতি তো মতি X(
জয়ে বাংলা |-)

ট্যাগে ভারত, মতি, আলু যোগ কইরেন

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

ঢাকাবাসী বলেছেন: সহমত।

৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: এয়ার মার্শাল অরূপ রাহা'র জন্য রইলো অনেক শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৩

খেয়া ঘাট বলেছেন: এই সেই প্রণব বাবু যে ২০০৭ সালে সিডরে আক্রান্ত বাংলাদেশকে সস্তায় চাল রপ্তানীর প্রতিশ্রুতি দিয়েও তা দেয়নি।- প্রণবের জন্য রইলো শুধুই ঘ্বণা।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সব রসুনের একই গোড়া! এই বিশেষ ভারতীয় বাঙালীরা চরম স্বার্থপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.