নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

স্মরণীয় ইতিহাসঃ জেএমবি, আলীগ ও ভারত সবই এক সুত্রে গাথা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯



BDR chief's comment makes Hasina worried

Bdnews, Dhaka








Leader of the Opposition and Awami League (AL) President Sheikh Hasina expressed her deep concern over defence and security of the country following Bangladesh Rifles (BDR) Director General Maj Gen Jahangir Alam Chowdhry's comments.

"Has the government made Bangladesh a subservient state of India or sold the country to India? Indians can intrude into Bangladesh, carry out bomb blasts across the country and get a safe passage back?" she posed the questions.



Click This Link



জেএমবির সৃষ্টিকর্তা ভারতকেই আবার এর বিরুদ্ধে একশন নিতে মহাজোট সরকারের অনুরোধ পরিকল্পনা এবং ২০০৫ সালে বিডিআর প্রধানের বক্তব্যে হাসিনার গোস্বা হওয়া!



Click This Link



একেই বলে "সাপ হয়ে কাটা আর ওঝা হয়ে ঝাড়া"! :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ভারত মার্কিনীদের কনভিনস্ করার জন্যই জে.এম.বি নাটক তৈরী করে। মার্কিনীরা কনভিনস্‌ড্ হয়ও।

তারপর এক নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারপরের ইতিহাস সবারই জানা।

সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, ইলেকট্রনিক মিডিয়া, দূর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, কর্ম কমিশন সব কব্জা করে। এরপর .................. মার্কিন যুক্তরাষ্ট্রকে কলা দেখায়। বোকা বানায়। অথচ এই আমেরিকাই ভারতকে দু'এক বছর আগে বেসামরিক পারমানবিক প্রকল্পে পূর্ণ কারিগরী ও আর্থিক সহায়তা করে, যা' ভারতের জন্য অনেক অগ্রগতির কারণ হয়।

তারপর ইন্ডিয়া রাশিয়ার সাথে লাইন রাখে। শেষমেষ এই অঞ্চলে মার্কিন আঞ্চলিক আধিপত্য রোধের অজুহাত দেখিয়ে ও কিছু অর্থনৈতিক সুবিধের টোপ দিয়ে চীনকেও হাত করে। ভারতকে আর রুখে কে??? আওয়ামী লীগকে আর রুখে কে?

এ জন্যই বলা যায় যে এটি এখন আর হাসিনা খালেদার যুদ্ধ নয়। এ যুদ্ধ এখন ভারত-রাশিয়া-চীন-ইরান বনাম মার্কিন-ইউরোপ যুদ্ধ। যদিও ইসরেলের সাথে ভারতের গোপন কৌশলগত মিত্রতা রয়েছে। ধারণা করছি, এটি এখন দূর্বল হবে।


মোট কথা - জঙ্গী নাটক মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নেয়ার জন্যই।

ভারত সত্যি বড় বোকা বানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এর কোন তুলনা নেই। অয়ল ক্রেডিট গোঅছ টু ইন্ডিয়ান ডিপ্লোমেসি। ওয়াও ভারত মাতা! B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ মুন্না ভাই।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকে আবার সংসদে দাড়িয়ে তোফায়েল সাহেব বললেন পত্রিকা পড়ে তিনি নাকি জেনেছেন ওতে আইএসআই জড়িত!!!!!

আবার মতিয়া বললেন -কূটনিতিকরাই জঙ্গীদের মদদদাতা!!

এরা কি আত্মঘাতি?

আত্মহত্যা করলে নিজেরা করুক। পুরা দেশটাকে ডুবাতে চাইছে কেন???

সারা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন, শুধু দাদারা ছাড়া! শ্রম বাজারের বেহাল অবস্থা সবাই জানে! ডিপোর্ট হচ্ছে শুধু বাংলাদেশীরা সউদি, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে!!! তারপরও এরকম লাগাম ছাড়া একঘুয়েমির কি মানে??????

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার ক্ষোভ হইল কেন দেশের জনগণ ৭৫এর ১৫ই আগাষ্টে রুখে দাড়ায়নি। তার কথা হইল সে ষ্টীম রোলার চালাবে ও জনগণকে তা মেনে নিতে হবে।

ধন্যবাদ ভাই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

মদন বলেছেন: জয়বাংলা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কিছু প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন
কি ঘটেছিল সেদিন দরবার হলে? তিন পর্বে।
Part 1
Click This Link
part2
Click This Link
Part 3
Click This Link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই পোষ্ট টা কি পিলখানা বিদ্রোহের উপর? আপনে রুপ কথা ভাল লেখেন সেটা অন্ধ ও বিবেকহীন বালের সমর্থকদেরকেই শুনায়েন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: রাজনীতি এখন যেকোন উপায়ে ক্ষমতায় থাকা। ক্ষমতার জন্য যে কোন কিছু বিসর্জন দিতে কারো কোন আপত্তি নেই এবং বিসর্জনের বিষয়বস্তু অবশ্যই দেশ ও জনগণের সম্পদ ও স্বাধীনতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই জনগণ রুখে না দাড়াইলে ভবিষ্যতে সবাইকেই পস্তাইতে হবে। বিএনপি ও খালেদারে দিয়ে আর সহজে ভরসা করতে পারি না। এখন নতুন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের নেতৃত্ব দরকার। ঐ মজীনার কথায় উঠলে বসলে দিল্লীরই গোলামী করা।

ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.