নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
২০০৯এর ২৫শে ফেব্রুয়ারীর পিলখানা বিদ্রোহের পূর্বে আওয়ামীলীগ নেতা তোরাব আলী ও তার পুত্র যুবলীগের নেতা লেদার লিটন লিফলেটের মাধ্যমে বিডিআর জাওয়ানদের ক্ষেপিয়ে তুলে। বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পিলখানার পশ্চিম পার্শ্বের এলাকায় লিটন বিদ্রোহকারী বিডিআরদের পক্ষে মিছিল করে জনসমর্থন আদায়ের চেষ্টাও করে এই লেদার লিটন। তার বিরুদ্ধে সেনা হত্যার নায়কদের পালিয়ে যেতে সাহায্য করা এবং পিলখানা হতে মারাত্নক অস্ত্র লুটেরও অভিযোগ আছে। বিশেষ করে বিদ্রোহে বিডিআরের খোয়া যাওয়া অস্ত্র সে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তুলে দেওয়ার রিপোর্ট আছে;
২০০৯এর ২৫শে ফেব্রুয়ারীর পিলখানা বিদ্রোহের পূর্বে আওয়ামীলীগ নেতা তোরাব আলী ও তার পুত্র যুবলীগের নেতা লেদার লিটন লিফলেটের মাধ্যমে বিডিআর জাওয়ানদের ক্ষেপিয়ে তুলে। বিডিআর বিদ্রোহ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পিলখানার পশ্চিম পার্শ্বের এলাকায় লিটন বিদ্রোহকারী বিডিআরদের পক্ষে মিছিল করে জনসমর্থন আদায়ের চেষ্টাও করে এই লেদার লিটন। তার বিরুদ্ধে সেনা হত্যার নায়কদের পালিয়ে যেতে সাহায্য করা এবং পিলখানা হতে মারাত্নক অস্ত্র লুটেরও অভিযোগ আছে। বিশেষ করে বিদ্রোহে বিডিআরের খোয়া যাওয়া অস্ত্র সে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তুলে দেওয়ার রিপোর্ট আছে;
পিলখানা থেকে খোয়া যাওয়া ১০ অস্ত্র শাহাদাত বাহিনীর হাতে
দৈনিক সমকাল ৩রা অক্টোবর ২০০৯
বিডিআর বিদ্রোহ ব্যার্থ হওয়ার পর তার পিতা তোরাব আলী গ্রেফতার হলেও লেদার লিটন পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম হতে RAB গ্রেফতার করে। কিন্তু হাসিনা সরকারের প্রভাবশালীদের হস্তক্ষেপে লিটন জেল থেকে ছাড়া পায় এবং এর পর দেশ থেকে পালিয়ে যায়। ২০০৯এর বিডিআর বিদ্রোহে জড়িত এক গুরুত্বপূর্ণ ব্যাক্তি কিভাবে গ্রেফতার হয়েও এত সহজে ছাড়া পায় এবং দেশে থেকে চম্পট দেয় যার উত্তর আজও অজ্ঞাত!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
লিটিনের ভুমিকা তেমন ছিলনা, ছিল লিটনের বাপের, আম্লিগ নেতা তোরাবআলি স্থানীয় অনেকের মত বিদ্রোহিদের সহায়তা করেছিল, যে কারনে প্রথমদিন সকল মিডিয়া বিদ্রোহীদের সমর্থন করছিল
আমার ৩ বছর আগের দুটি লেখা পড়ুন, অনেক প্রশ্নের জবাব পাবেন।
কি ঘটেছিল সেদিন দরবার হলে.?
উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব
হয়নি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কেউ যদি পুলিশের অস্ত্র চুরি করে বেচে সেটা গুরুতর অপরাধ। আর লিটন বিডিআর বিদ্রোহের সহযোগী এবং অস্ত্র লুট করে রাষ্ট্রদোহের কাজ করছে। কিন্তু যেহেতু আপনের বিবেকটা আওয়ামী-বাকশালীদের কাছে বন্ধক দেওয়া তাই লিটনের দোষটাকে খাট করে দেখেন। যদি জড়িত বিডিআর সদস্যরা রাষ্ট্রদ্রোহী হয় তাইলে লিটনও একই দোষে দোষী। এমনি এমনি তাকে সরকার ছেড়ে দেয়নি। তাই বলছিলাম আপনার এই রুপকথা কিন্ডারগার্টেনের শিশুদেরকে শোনান।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০
নীল আকাশ ২০১৪ বলেছেন: লিটনকে মুক্ত না করলে যে ব্যাক্তি গুষ্টিসুদ্ধ ফেঁসে যেত, তার নির্দেশে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০
ঢাকাবাসী বলেছেন: রহস্য অনেক আছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৮
সচেতনহ্যাপী বলেছেন: আজকের এই দিনিতে কেউ কেউ সপক্ষে কথা বলার চেষ্টা করছেন,কিন্তু তা আবেগ নির্ভর,যুক্তিহীন।। তাই পাল্টা প্রশ্নের জবাবে বিলীন হয়ে যাওয়া!!
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৭
ভিটামিন সি বলেছেন: বঙ্গমাতা হেনরি দ্যা গ্রেট অব বঙ্গজ ডেমোক্রেসি এর সৌজন্যে।