নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

আগে নিজেদের ইন্টারনেটের চাহিদা পুরণ না রপ্তানী?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০




২০০৯ সালে যখন দেশ ছাড়ি তখন আমরা কেউ যদি সেকেন্ড ৩২ হতে ৬৪ কিলোবাইটস/সেকেন্ড ইন্টারনেটের স্পীড পেতাম তো নিজেদের ভাগ্যবান মনে করতাম। ঐ সময় গড়পড়তায় নেট ব্যাবহারকারীরা ১৬ কেবিপিএস পেত। তবুও ডিজিটাল বাংলাদেশ বলে ক্ষমতায় আসা হাসিনার সরকারের শ্লোগানে ভেবেছিলাম যে ২০১০ সালে এই স্পীড অন্ততপক্ষে ৬৪ কেবিপিএস হবে। কিন্তু ২০১১ সালে এসে দেখি এই অবস্থা;




http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/28988445

উপরে ব্লগার গ্রীণলাভার ভাই সম্ভবত ঢাকায় থাকেন। আর অন্যদিকে ঢাকার বাইরে অবস্থা আরো করুণ ছিল ঐ সময়। নিম্নের কমেন্ট লক্ষ্যণীয় যেখানে ব্লগার তুহিন ভাই যশোরে থাকেন (২০১২ সাল);



http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29361098

তারপরেও আজকে তিন বছর পর এই ২০১৫তে বেশ খোজ নিয়ে দেখলাম স্পীড অনেক বাড়ছে। এটা শুনে ভালই লাগল। ঢাকায় বেশ কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম মাসে ৭০০ হতে ১০০০ টাকার মধ্যে নিম্নে ৩০০ কিলোবাইটস হতে ১ মেগাবাইটস স্পীড পায়। এটা অবশ্যই অনেক উন্নতি। তবে ঢাকার বাইরে কি খবর সেটা জানা আমার জন্য একটু দুস্কর। কিন্তু কয়েকদিন আগে নিম্নের এই খবরটা দেখে মনটা চুপসে গেল;

ব্রডব্যান্ড রফতানিতে বেশি নজর সরকারের

http://www.amadershomoys.com/newsite/2015/09/22/403116.htm

এই রিপোর্টে দেখা যায় আমাদের একমাত্র সাবমেরিন ক্যাবলের ২০০ গিগাবাইটস/সেঃ ডেটা আদান প্রদান ক্ষমতার মাত্র ৩২ জিবিপিএস ব্যাবহৃত হচ্ছে। এখন বর্তমানে দেশের মাত্র ৯.৬% জনগণ ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যাবহার করে। এটা অত্যন্ত অপ্রতুল। যদি নিজ দেশের আগ্রহী ও সামর্থ্যবান সবাই ইন্টারনেট ব্যাবহার না করতে পারে তবে কেন সরকার রপ্তানীর জন্য এত উদগ্রীব? সিংহভাগ মানুষকে সর্বক্ষণিক ইন্টারনেট ব্যাবহার হতে বঞ্চিত রেখে কিভাবে ডিজিটাল বাংলাদেশ সম্ভব?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি নিজ দেশের আগ্রহী ও সামর্থ্যবান সবাই ইন্টারনেট ব্যাবহার না করতে পারে তবে কেন সরকার রপ্তানীর জন্য এত উদগ্রীব? সিংহভাগ মানুষকে সর্বক্ষণিক ইন্টারনেট ব্যাবহার হতে বঞ্চিত রেখে কিভাবে ডিজিটাল বাংলাদেশ সম্ভব?

বার্নিং কুশ্চেন?

উত্তর দেবে কে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পাব্লিকরে যেমনে চালায় সেভাবেই তো চলে ;)

ধন্যবাদ ভাই।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

খালিদ আলম বলেছেন: এ তো ভারত থেকে চাল আমদানি করে দেশের কৃষককে পথে বসিয়ে শ্রীলংকায় চাল রপ্তানী করার মতোই

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সরকারের স্ববিরোধীতার শেষ কোথায়? এটাই বুঝলাম না।

ধন্যবাদ ভাই।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

থিওরি বলেছেন: আমি মফস্বল হতে সাত কিলোমিটার দূরে থাকি। ওখানে ৩০-৫০ স্পিড পায়। ছাদে গেলে রাতে ৩জিও পায়। তখন 200র উপরে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

ঢাকাবাসী বলেছেন: কৃষক বা ইন্টারনেট ব্যাবহারকারীরা গোল্লায় যাক আমার কমিশন বানিজ্য চালু থাকুক। মালপানি জিন্দাবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে কতইবা অর্থ পাবে? বরং দেশের মানুষ নেট ব্যাবহার করলে আই.এস.পির লাভ সহ অনেকের চাকুরীর সংস্থান হবে। বিদেশে ডেটা এন্ট্রি, অাউট সোসিং, সফটওয়্যার রপ্তানী সহ বহুবিধ বাড়লে জাতীয় লাভের অংক এই ব্যান্ডউইধ রপ্তানীর চেয়েও বেশী হবে।

ধন্যবাদ ভাই।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

হানিফঢাকা বলেছেন: আমার অভিজ্ঞতাঃ
২০০১-২০০৫ঃ স্পিড ৩-৪ কিলবাইট/সেঃ , সিস্টেম ঃ ডায়াল আপ, টাকা ২০০০/ মাস আনলিমিটেড (অথবা ০.৫ টাকা/সেঃ)
২০০৬-২০০৯ঃ স্পিড ১২৮ কিলবাইট/সেঃ, সিস্টেম ঃ রেডিও লিঙ্ক ডেডিকেটেড, টাকাঃ ফ্রি (এইটা ব্যতিক্রম, কারন অফিসের লাইন)
২০১০-২০১৪ঃ স্পিড ৩০০-৩২০ (আনলিমিটেড ৩০ জিবি) কিলবাইট/সেঃ, সিস্টেম ঃ ওইয়ামক্স টাকা ২৪৭৫ টাকা/মাস
২০১৫+ঃ স্পিড ৫০০-৬০০ কিলবাইট/সেঃ, আনলিমিটেড, সিস্টেমঃ ব্রডব্যন্ড, টাকা ২০০০/মাস

আপনি বলেছেন" ঢাকায় বেশ কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম মাসে ৭০০ হতে ১০০০ টাকার মধ্যে নিম্নে ৩০০ কিলোবাইটস হতে ১ মেগাবাইটস স্পীড পায়। "
১০০০ টাকায় কিভাবে ১ মেগাবাইটস স্পীড সম্ভব? কোন এলাকায় একটু জানাবেন কি? 1MBPS or 1mbps?

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হানিফ ভাই দিলেনতো লজ্জায় ফেলে! :P

আসলে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে ২/১ জন পরিচিত লোককে জিজ্ঞাসা করে এই সমন্ধে তথ্য দিছি। বিদেশে থেকে আরো মানুষের সাথে আলাপ করে কিছু বলা একটু দুস্কর। সে যাই হৌক এখনও ব্রডব্যান্ডের মূল্য বেশীই আছে। আপনার তথ্য শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.