নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
গত বছর প্রায়ই আব্বা জিজ্ঞাসা করতেন "বাবা তোমার ইউকেতে পারমানেন্ট রেসিডেন্সী হবে তো"। কারণ ২০১৫র ডিসেম্বরেই ছিল পাচ বছর রেসিডেন্সীর মেয়াদ শেষ। এরপর Indefinite Leave To Remain (ILR) তথা Permanent Residency PR আবেদনের পালা। কিন্তু এর আবেদনের কয়েক মাস আগেই আল্লাহ আমার আব্বাকে তার কাছে নিয়ে গেলেন। সে যাই হৌক এই বছর ২০১৬র এপ্রিলে আমার PR আবেদন মঞ্জুর হয়। এতে আম্মা সহ পরিবার এবং আত্নীয়রা অনেক খুশী হন। তারা সবাই বলেন বিশেষ করে আম্মা কেদে কেদে বলেন "আজকে তোর আব্বা বেচে থাকলে অনেক খুশী হইতেন"। ইচ্ছা ছিল ২০১৭তে বৃটিশ সিটেজেনশীপ তথা পাসপোর্ট হলে কয়েক সপ্তাহ বাংলাদেশে থেকে ঘুরে আসব। কিন্তু হয়ত এই PR পাওয়া পর্যন্তই আল্লাহ আমার আম্মাকে বাচায়া রাখছিলেন। এই রোজা ঈদের কয়েকদিন পর আল্লাহ আমার আম্মাকে তার কাছে নিয়ে গেলেন। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই বছর দেশে আসা সম্ভব না। র্দূভাগ্য আমার। বিদেশে অর্জনের জন্য এভাবে পিতামাতাকে হারাতে হবে সেটা বুঝতে পারিনি। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তাই এখন বিষন্নতায় ভুগি। যদিও আল্লাহ আমাকে ভালই রাখছেন, আলহামদুলিল্লাহ! বিদেশে আসলে শুধু অর্থ, শ্রম ব্যায় না পিতামাতা, পরিবার ও স্বজনদের থেকেও বিচ্ছিন্ন হতে হয়। যদিও ফোনে, ইন্টারনেটে যোগাযোগ ছিল কিন্তু কাছে থাকার মূল্যর কোন তুলনাই হয় না। প্রতি বছর ঈদে, নববর্ষে মোবাইরে এসএমএস আসত পিতামাতার পক্ষ হতে প্রায় অর্ধযূগ। এখন আর কেউ এসএমএসতো করবেই না আর বলবেও না "বাবা খাওয়াদাওয়া ঠিকমত করা সহ নিজের যত্ন রাখিস"। যাই হৌক এখন মরহুম ও মরহুমাদের জন্য দোয়া করে যাব "রাব্বির হাম হুমা কামা রাব্বয়ানি ছাগীরা" যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখবেন। সেই সাথে আপনাদের দোয়া ও শুভ কামনার জন্য অনুরোধ রইল!
৩১ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৬
মনিরা সুলতানা বলেছেন:
আল্লাহ উনাদের বেহশত নসীব করুন।
০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৪:১২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যাযাক আল্লাহ খায়ের!
৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রবাসীদের এটাই সবচেয়ে বড় কষ্ট। সুখ যখন ধরা দেয় তখন সেই সুখ উপভোগ করার মত অনেককেই আর পাওয়া যায় না...
০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৪:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।
৪| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১
চিন্তিত নিরন্তর বলেছেন: কাছে থাকলেও কেউ কাউকে বাচাতে পারত না। সময় থেমে থাকেনা। আপনি সময় কাজে লাগাচছেন । বাবা মায়ের কথা সব সময় মনে রাখবেন।
শুভকামনা রইল।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনার অভিমত ও শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ফিল করছি আপনার কষ্ট। আল্লাহ আপনার পিতামাতাকে বেহেস্ত নসিব করুন।
৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যাযাক আল্লাহ খায়ের!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৯
হেমকান্ত বলেছেন: সৃষ্টিকর্তা আপনার পিতামাতাকে শান্তিতে রাখুন এই কামনাই করি।