নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহড়ের বাড়ী ভাড়া বৃদ্ধির লাগাম কিভাবে টেনে ধরা যায়?

৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৪৯




সেই ২০০০ সালের কথা। একদিন এলাকায় আমার আব্বা কিছু কেনা কাটার জন্য বের হলে আশে পাশের কয়েকজন বাড়ীওয়ালারা উনাকে ঘিরে ধরেন। তারা বলে "আংকেল আপনে যদি আপনের রুমে/ফ্ল্যাটের ভাড়া কম নেন তাইলেতো আমাদের ভাড়াটিয়ারা চলে যাবে"। ঘটনা হইল আমরা একটা কামরার ভাড়া নিতাম ৮০০ টাকা/মাস যা একই স্কয়ার ফিটের সেই বাড়ীওয়ালাদের রুম প্রতি ভাড়া নিত মাসে ২০০০ টাকা। তখন তাদের চাপে পড়ে আব্বাও বললেন ঠিক আছে তিনি ভাড়া বৃদ্ধি করবেন তবে সেটা ১৫০০ টাকার মধ্যে কারণ একলাফে এটা ২০০০ টাকা করা সম্ভব না। এভাবেই এটা ২০১৮তে এসে হইছে প্রায় ৬০০০টাকা মাসে ইলেকট্রিক ও পানির বিল আলাদা। এই রকমই পুরো ঢাকা শহড়েই ভাড়া বৃদ্ধি পাইছে ৪-৬ গুণ। অথচ সেই ২০০০ সাল হতে বর্তমানে কারো বেতনই ৩গুণ হয় নাই। তার উপর ইলেকট্রিক বিল বাড়ছে। বেশীর ভাগ গার্মেন্টসে কর্মরত ছাড়াও দোকান, অফিস, খেটে খাওয়া মানুষই এই সব রুমের ভাড়াটিয়া। ঐ দিকে পরিবার নিয়ে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও আরো বেশী বিপাকে। কারণ এত ভাড়া দিয়ে তাদের মাস চলাটাই দায়। ভোক্তা স্বার্থ সংরক্ষণ তথা ক্যাবের সভাপতি গোলাম রহমানের মতে ঢাকা শহড়ে বাসা ভাড়া বৃদ্ধি পেয়ে এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে;

২৫ বছরে বাড়িভাড়া বেড়েছে ৪ থেকে ৭ গুণ

http://www.prothomalo.com/bangladesh/article/1497006

এই সমস্ত রিপোর্ট দেখে খুবই শংকিত হই।

বৃটেনে আসছি ৮ বছরের উপর। কি সরকারী কাউন্সিল কি প্রাইভেট কোথাও এই ৮ বছরে তেমন বাসা বাড়ীর ভাড়া বৃদ্ধি পায় নাই। আমি যে কাউন্সিলের ফ্ল্যাটে থাকি তার ভাড়া অপরিবর্তিত আছে। যদিও এখানে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল কিছুটা বাড়ছে তাতে বাড়ীওয়ালাদের বাসা ভাড়া বৃদ্ধির অজুহাতের উপায় নাই। প্রথম আলোর রিপোর্টে দেখলাম বাসা ভাড়া বৃদ্ধি যেন লাগামহীন না হয় তার জন্য আইন আছে। কিন্তু আফসোস যে এই বিষয়ে কোন প্রয়োগই নাই।

এর জন্যই প্রশ্ন কিভাবে এই বাসা ভাড়ার বৃদ্ধির অযৌকিত্তক হার রোধ করা যায়?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: টাকা শহরের কয় জন বাড়িওয়ালা সরকারকে ট্যাক্সস দেয়? দেয় না। তাদের টাকার পাহাড়। কোন নীতিমালা নেই। সরকারকে এই ব্যাপারে এগিয়ে আসা উচিত।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত ভাই।

ধন্যবাদ!

২| ৩১ শে মে, ২০১৮ ভোর ৬:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুবই ক‌ঠিন অবস্থা। কম যোগ্যতার বেসরকারী চাকু‌রি ক‌রে স্ত্রী সন্তান নি‌য়ে ঢাকায় থাকা অ‌নেক ক‌ঠিন।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আফসোস যে ঢাকা শহড়ের সিংহভাড় বাড়ীওয়ালারা সেটা বুঝতে চায় না।

ধন্যবাদ!

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: শুধু কি বাড়ি ভাড়া বাড়ে? আর কিছু বাড়ে না?
সব কিছুর দাম বাড়ে। শুধু বাড়ি ভাড়া বাড়লেই দোষ?

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই ঢাকা শহড়ের বেশীর ভাগ ভাড়াটিয়াই চাকরীজীবি। কাজেই তাদের বেতন যদি বছর বছর না বাড়ে তারা কোথা থেকে অতিরিক্ত বেশী অর্থটা দিবে?

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাড়ি ভাড়া এমন ভাবে বাড়ছে তাতে নিম্ন আয় ও মধ্যম আয়ের লোকজনের মরণ অবস্থা, কিন্তু দেখার কেউ নেই!!

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিষয়টা সত্যিই আশংকাজনক। ভাড়াটিয়ারাও মানুষ। তাদেরও একটু শান্তিতে বসবাস করার অধিকার আছে।

ধন্যবাদ!

৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: দাঁড়ান ব্রিটেনেই আসছি...
রাজীব নুর বলেছেন: শুধু কি বাড়ি ভাড়া বাড়ে? আর কিছু বাড়ে না?
সব কিছুর দাম বাড়ে। শুধু বাড়ি ভাড়া বাড়লেই দোষ?
একমত

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসেন ভাই। সেই সাথে ফ্রান্স, জার্মানিও ঘুরে যান। দেখেন কিভাবে দরিদ্র ও মধ্যবিত্তরা শান্তিতে ভাড়া বাসাবাড়ীতে থাকতাছে।

৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩১

মোগল সম্রাট বলেছেন: সরকার নির্দ্ধারিত রেটে বাড়ী ভাড়া আদায় করলে স্বল্প আয়ের মানুষদের এত কষ্ট হতো না। কিন্তু বাড়ী ভাড়া আইন কোন বাড়ীওয়ালা মানেন না এবং সরকারও আইন করে খালাশ। প্রয়োগের কোন উদ্যোগ নাই। ঢাকার প্রত্যেকটা এলাকায় বাড়িওয়ালারা বাড়ীভাড়ার নামে যুলুম চালিয়ে যাচ্ছেন ভাড়াটিয়ার উপর। অসহায় ভাড়াটিয়ারা জুলুমের শিকার হয় প্রতিদিন প্রতিক্ষন।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই সরকার শুধু ধনী, শিল্পপতির দিকটাই বেশী দেখে।

ধন্যবাদ!

৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩

টারজান০০০০৭ বলেছেন: ইহার সুরাহা হইতে পারে যদি সরকার নিজে ডেভলোপার হইয়া বিনা সুদে কিস্তিতে স্বল্প আয়ের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করিয়া দেয়। চাহিদা কমিয়া গেলে বাড়িওয়ালারা গাবতলীর হেল্পারগুলোর মতন ভাড়াটিয়াকে টানিয়া বাসায় তুলিতে চাহিবে !

আরেকটি সমাধান হইতে পারে ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ ! শিক্ষাপ্রতিষ্ঠান , অফিস, ইন্ডাস্ট্রি গুলো বাধ্যতামূলকভাবে ৬৪ জেলায় ছড়াইয়া দেওয়া ! কাজ ও শিক্ষার সুযোগ যদি জেলা / থানা পর্যায়ে ছড়াইয়া দেওয়া যায় এমনিতেই ঢাকায় বাড়ি খালি পড়িয়া থাকিবে ! ভাড়া বাড়া তো দূরের কথা !

আরেকটি সমাধান হইতে পারে , দ্রুতগামী যোগাযোগ ব্যবস্থা তৈরী করা যেন ২০০ কিলোমিটার দূরে হইতেও লোকে অফিস /ব্যাবসা করিতে পারে, তাহা হইলে চাপ কমিয়া যাইবে। বাড়ি ভাড়া বাড়াইলে লোকে দূরে চলিয়া যাইবে , বাড়িওয়ালারা সাইজ হইয়া যাইবে !

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাল প্রস্তাব করছেন ভাই।

ধন্যবাদ!

৮| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

হাঙ্গামা বলেছেন: শিরোনামে লিখে দিনঃ
"উক্ত পোষ্ট বাড়িওয়ালাদের জন্য নহে, এড়িয়ে চলুন"

বাড়ি ভাড়া বাড়বে তবে একটু রয়ে সয়ে.......

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

সেটাই বছর বছর এভাবে বাড়ী ভাড়া বৃদ্ধির কোন যৌক্তিকতা দেখি না।

ধন্যবাদ।

৯| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

আমিন রবিন বলেছেন: দুই জনের দেখলাম খুব গায়ে লাগছে।।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

দোয়া করি যে অসহায় ভাড়াটিয়াদের জন্যও যেন তাদের মনটা সদয় হয়।

ধন্যবাদ!

১০| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রিফাত হোসেন বলেছেন: london এর কথা জানি না। আমি যে বাসায় আছি সে বাসার ভাড়া প্রতি বছর ২%-৩% হিসেবে বাড়ছে। বৃদ্ধির কারণ চিঠিতে উল্লেখ করেছে। কথা সত্য যে বাড়ি সংরক্ষণসহ ইত্যাদি ব্যাপারে খরচ বাড়ছে,আয়ও বাড়ছে।
আর একমাত্র electric or gas খরচ সরকার ভালভাবে লাগাম ধরে রেখেছে। গ্যাস অনেকটা রাশিয়ার উপরো নির্ভর করে যদিও।
যদি মনে হয় বাড়ি ভাড়া বেশি আদায় হচ্ছে। মামলা করতে পারবেন, অভিযোগ করতে পারবেন,আলাদা ভাড়াটে সংগঠন আছে। বাড়িওয়ালার চৌদ্দগোষ্ঠি উদ্ধার করা সম্ভব।

তবে বাংলাদেশের সব জায়গার অবস্থা এক না। আমাদের এলাকায় বাসা ভাড়া সস্তা কারণ পানি ও গ্যাস সংকট।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রিফাত ভাই, পার্থক্যটাই এখানে। যে অষ্ট্রিয়া ও ইইউভূক্ত দেশগুলোতে আইন কড়া।

ধন্যবাদ রিফাত ভাই!

১১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রবাসে ভালো বেতনে চাকুরি করি। অথচ দেশে ফিরতে পারি না বাড়ি ভাড়ার চিন্তায়! দেশে এসে হঠাৎ করে এত বেতনের চাকুরি পাওয়াও সম্ভব না (লিংক ছাড়া) যেখানে ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকতে পারব!

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই, আমি জানি না আপনি বর্তমানে কোন দেশে আছেন। যদি সম্ভব হয় সেখানেই সেটেল্ড হয়ে যান।

ধন্যবাদ!

১২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:০৪

নিশি মানব বলেছেন: আপনার মতে ঢাকা শহরে এক হাজার বর্গফুটের ভাড়া কেমন হওয়া উচিৎ? বা সরকার এই বর্গফুটের জন্য কত টাকা ভাড়া নির্ধারন করেছেন? এবং সেটা কবেকার আইন?

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আইনতো ঠিকই আছে। কিন্তু সরকার, প্রশাসন যদি ঠিকমত সহযোগীতা না করে তাইলে বাড়ীওয়ালাদের সাথে ভাড়ার রেট নিয়ে ভাড়াটিয়ারা কিভাবে চুক্তিপত্র করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.