নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

আলহামদুলিল্লাহ! হাসিনা ও তার BAL রেজিম ক্ষমতাচ্যুত! এবার সামরিক, বিচার, প্রশাসন সংস্কারের পর্ব!

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৯



প্রথমেই মহান আল্লাহতালার কাছে শুকরিয়া করি যে ছাত্র ও জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোট ডাকাত ও ভারতীয় তাবেদার হাসিনার BAL রেজিমকে উৎখাতের জন্য! ৫ই আগষ্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন। তবে এটা প্রাথমিক সাফল্য। এখনও দেশে নিরপেক্ষ ও সুষ্ঠ ভোটের আগে অনেক গুলি ধাপ অতিক্রম করতে হবে। সেগুলি নিম্নে আলোচিত হইল!

(১) সামরিক ও গোয়েন্দা বিভাগ: শেখ হাসিনা গং পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশের সেনা ও গোয়েন্দা বিভাগে ভারতীয় "র"র এর এজেন্ট এবং দালালে ভরা। এটা শুরু হইছে ১/১১, ২০০৭ হতে এবং ২০০৯এ সাজানো বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ সেনা অফিসারদেরকে হত্যা করে। মঈন ইউ. আর্মি প্রেরণ করতে চাইলেও শেখ হাসিনা পিলখানায় যেতে বাধা দেয়। সে তার বন্ধু প্রণব মুখার্জীকে দিয়ে ভারতীয় বিমান বাহিনীকে দিয়ে ভয়ও দেখায়;

https://www.hindustantimes.com/delhi/iaf-on-stand-by-ready-to-help-bangladesh/story-APlOKNxML0MIG9qiQRR0dP.html

এরপরেই সেনাদের ভয় দেখিয়ে সমানে সেনাবাহিনীতে ভারতীয় "র"র এজেন্টে পরিপূর্ণ হয়। এবার এদের বিরুদ্ধে শক্ত শুদ্ধি অভিযান চালাতে হবে। মঈন ইউর মত আর যেন কোন জেনারেল ভারতের জন্য তাবেদারী না করতে পারে সেটা ঠিক করতে হবে।

(২) বিচার বিভাগ: সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে যেভাবে অপমান করে টেনে হিচড়ে পদত্যাগে বাধ্য করা হয় তাতেই বুঝা যায় দেশের বিচার বিভাগ ছিল হাসিনার ক্রীতদাস। বিচারপতি মানিক ও ইনায়েতুর রহিমদের মত হাসিনার সাজানো লোকদেরকে বিচার বিভাগ হতে সরাতে হবে।

(৩) প্রশাসন: পুলিশ, বিজিবি, RAB ও সিভিল সার্ভিসেও প্রচুর ভারতীয় "র"র এজেন্ট আছে। এদেরকেও ধীরে ধীরে সনাক্ত করে সরাতে হবে। নতুবা তারা প্রশাসনে স্যাবোটাজ ঘটাবে।

(৪) ব্যাংকিং সেক্টর: বিভিন্ন আর্থিক সেক্টর যেমন বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকেও ভারতীয় চর আছে। যখন বিবিতে হ্যাক হয় তখন ভারতীয় বিশেষজ্ঞরা এসে আভ্যন্তরীন এই বিশাল অর্থের আত্নসাৎ ধামাচাপা দেয়!

(৫) বিবিধ: আইটি, বিদ্যুৎ, গ্যাস, পরমাণু বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি যত গুরুত্বপূর্ণ সেক্টরগুলিকেও ভারতীয় কুপ্রভাবমূক্ত করতে হবে!

দেশে একটা নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের পথ সুগম করে জনগণই ঠিক করবে দেশের নতুন বা পুরাতন সংবিধানের সংস্কার সহ কোন পথে চলবে। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি। ভারত বা অন্যকোন বিদেশী রাষ্ট্রের কাছে নিজেদের মর্যাদা ও স্বার্থ বিকিয়ে গোপন চুক্তির চির অবসান হউক। দেশের মর্যাদা ও ন্যায্য লাভ নিশ্চিত করেই তবেই বিদেশী কোন রাষ্ট্রের সাথে চুক্তি হবে। দেশের সংসদে খোলা আলোচন, বিশেষজ্ঞদের মতামত এবং প্রয়োজনে জনগণের গণভোট নিয়ে বিদেশী ও দেশীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর বিরোধীতাকারীরা ফ্যাসিষ্ট ও বিদেশীদের দালাল তথা জাতির শত্রু!

ইনকিলাব জিন্দাবাদ! বাংলাদেশ জিন্দাবাদ!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

কামাল১৮ বলেছেন: শিবিরের ছাত্র নেতাদের বিচার হবে সবার আগে।গোধাটা মরে বেচে গেছে।নুরু ও তার সাঙ্গপাঙ্গরা অনেকেই জেলে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেটা গণধিকৃত হাসিনা ও তার BAL দলকে জনপ্রিয় করে সুষ্ঠ ভোটে ক্ষমতায় নিয়ে জামায়াত-শিবিরের চৌদ্দগুষ্ঠির বিচার কইরেন। বর্তমানে ২০০৯র পিলখানা বিদ্রোহে, ২০১৬তে হলি আর্টিজান ও বাংলাদেশের বিভিন্ন স্থানে চীনা নাগরিকদের হত্যায় জড়িত ভারতীয় "র"র এজেন্টগণ ও দেশে তাদের দালালদের খুজে বের করে বিচার হবে। পরে অন্য যার যেমন দোষ সেই বিচারে শাস্তি হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু ভারতীয় দালালকে রুখাই বড় চ্যালেঞ্জ। ইনকিলাব জিন্দাবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.