নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'অপরাজেয় অপ্রতীম\'

Saikat Palash

আপাদমস্তক পরাজিত এক স্বত্বা!!!

Saikat Palash › বিস্তারিত পোস্টঃ

Clash Of Clans খেলে দেউলিয়া হবো!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

জানো, টাইম মেশিন থাকলে অতীতে ফিরে যেতাম। জীবনে যে ভুলগুলো আছে, তা শুধরে আবার ফিরে আসতাম! একদম নতুন মানুষ হয়ে, পুরনো এই জগতে!

তাই বুঝি? ....... কিন্তু অতীতে গিয়ে তো মারাও যেতে পারো! চারিদিকে কত ফাঁদ; কে কোথায় আটকায়, বলা কি যায়!

তাইতো! টাইম মেশিন নিয়ে আগ্রহ ছিল। কিন্তু সত্যিই যদি এমন কিছু থেকে থাকে, তবে তা দিয়ে ভবিষ্যতে হয়তো যাওয়া সম্ভব হতে পারে, অতীতে না! অতীতে গিয়ে যদি মারা যাই, তবে আমার বর্তমানের কি হবে? .... আর যদি অতীতের সাপেক্ষেই চিন্তা করি তবে তো আমি ভবিষ্যতে জীবিত ছিলাম! অদ্ভুত!!!


কিছুক্ষনের জন্য সাবকনসাস মাইন্ডকে একদম অতীতে নিয়ে যাই। ... হাজার বছর আগের রাজ-রাজড়াদের আমলে চলে যাই। একটা ভুতুড়ে হাওয়া! রাজমহল, রাজা, রানী, যুবরাজ, সৈন্য, শত্রু!

সৈন্যদলের আবার বিভাজন আছে। তরবারি, তীর ধনুক, অশ্বারোহী, গজারোহী আরো কত কী! ...... সবাই ব্যস্ত নিজের রাজ্য বাঁচাতে এবং সাথে সাথে অপরের রাজ্য আক্রমন করে সব লুট করে নিতে।


কিছু মিলছে কি?....... রাজ-রাজড়াদের ওই আমলের আধুনিক সংস্করন 'Clash Of Clans'. মানুষের মনের একটা জায়গা আছে যা সবসময়ই জয়ী হতে চায়। তাইতো বারবার শূন্য থেকে উঠে দাঁড়াতে চায় মানুষ! যুদ্ধগুলো জিততে চায়।


...জীব মাত্রই সারভাইভ করতে চায়। আমাদের চেষ্টাগুলোও বেঁচে থাকবে, চিন্তাগুলোও; যুগ- যুগান্তরে। অতঃপর, পৃথিবীর মানুষ এক হাজার কোটি ছাড়াবে, এলিয়েনরাও পৃথিবী ধ্বংস করতে এগিয়ে আসবে, হাজারো প্রেমিক লাল গোলাপ নিয়ে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আত্মহত্যা করবে.... কিন্তু, বালক 'Clash Of Clans' খেলা বন্ধ করবে না! কতজনই তো দেউলিয়া করে দিল, এবার না হয় 'Clash of Clans' দ্বারাই হলাম!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

গেম চেঞ্জার বলেছেন: কথাগুলি যা বললে বাপু মানিয়েছিল তো ভালই । তারওপর গেম খেলা শুরু করলে যে চলছে না । গেম খেলে মানুষের সময়/অর্থ/মানসিক সবদিক থেকেই লস হয় যে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

Saikat Palash বলেছেন: খেলুন!!!! একটু না হয় দেউলিয়া হলেন ই! কি আসে যায়! :)

মন্তব্য করার জন্য ধন্যবাদ :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

এহসান সাবির বলেছেন: আমার লেভেল ১০১
একটা ব্রাজিলিয়ান ক্লানে আছি।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

Saikat Palash বলেছেন: অস্থির তো!!!!! কিন্তু, এতো দেশ থাকতে ব্রাজিলকে আপডেট কেন?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

এহসান সাবির বলেছেন: কারণ আমার ছোট বোন সারাদিন ট্যাব ঐ নিয়ে থাকে, সে সব করে আপডেট, লুট........ তো বাংলা ক্লান গুলোতে খুব সুন্দর সুন্দর গালি গালাজ হয়তো.. সো তো বাধ্য হয়ে ব্রাজিল..।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.