নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার রাবণের ভাবনা....

আমি মুক্তমনা....চিন্তা করি বেশি.....মানুষের কষ্টে দুঃখ পাই বেশি....কিন্তু কিছুই করতে পারি না...আমি শুধু পড়াতে পারি...তাই আমি পড়াই ....

বাংলার রাবণ

আমি দশ মাথায় করি দশ চিন্তা....শুধুই চিন্তা....

বাংলার রাবণ › বিস্তারিত পোস্টঃ

আমার স্কুল জীবনের বন্ধুর জীবন বাচাতে সাহায্য করুন....

২৮ শে মে, ২০১৫ রাত ১:১৫

আমার স্কুলের বন্ধু ইব্রাহিম খলিল সোহাগ, গত ৮ মে ২০১৫ তারিখ ম্যাসিভ স্ট্রোক করে। তার স্ত্রী তাকে তৎক্ষণাৎ স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করে। ম্যাসিভ এই স্ট্রোকের কারণে মস্তিষ্কের ভিতরে মারাত্মক রক্তক্ষরণ হয় সোহাগের। এ কারণে সে এখন পর্যন্ত অচেতন অবস্থায় রয়েছে।
স্কয়ার হাসপাতালে চিকিৎসার খরচ পোষাতে না পেরে গত ১৯ মে তাকে লালমাটিয়ার সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে বাধ্য হয় তার স্ত্রী। ততদিনে স্কয়ার হাসপাতালের বিল হয়ে যায় ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা। এই টাকা তার একমাত্র বোন কষ্ট করে যোগাড় করে পরিশোধ করে। কিন্তু ১৯মে থেকে ২৪ মে পর্যন্ত আইসিইউতে রাখার পর এখন সিটি হাসপাতালের খরচও পোষাতে পারছে না সোহাগের পরিবার। তাই সোহাগকে নরমাল বেড-এ ট্রান্সফার করতে হয়। সোহাগের স্ত্রী ও তাদের ছোট্ট ছেলে আলিফকে সাহায্য করার মত আর কেউ অবশিষ্ট নেই, আজ তাই আমার এই বন্ধুর হয়ে সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি। টাকার অভাবে আজ আমাদের এই বন্ধু মুমূর্ষু অবস্থায় সিটি হাসপাতালের ৭০১সি নাম্বার বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে। আমার এই বন্ধুর জন্য আমি হাত পাতছি আমার চারপাশের সবার কাছে। সোহাগ সুস্থ হয়ে ফিরে যাক তার ছোট্ট ছেলে আলিফ আর তার পরিবারের কাছে।

এই মুহূর্তে ন্যূনতম ২০০০০০ (দুই লক্ষ) টাকা দরকার সোহাগের চিকিৎসার জন্য। ওকে খুব দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করতে হবে যথার্থ চিকিৎসার জন্য। এ জন্য আজকে পর্যন্ত সিটি হাসপাতালের বকেয়া বিল ১৪০০০০ টাকা পরিশোধ করতে হবে। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ২৫ দিনের খরচ আরও ৫০০০০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে স্থানান্তর করার জন্য। এই সামান্য পরিমাণ টাকা কি আমার চারপাশের মানুষ মিলে যোগাড় করতে পারবে না?

সোহাগকে সাহায্য পাঠাবার ঠিকানাঃ
Account Name: Taslima Akhter Mim
Account Number: 17115175847
Dutch Bangla Bank Limited (Satmasjid Road Branch)
bKash একাউন্ট নাম্বার - 01715600322

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.