![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত
ইহজগতে যেকোন সন্তানের কাছে মা-বাবা সবছেয়ে বেশি সম্মানিত ব্যাক্তিত্ব। সন্তানের জন্য মা-বাবার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেহ হতে পারে না। কেননা, তাদের সাথে সন্তানের নাড়ীর ও জন্মের সম্পর্ক। মা-বাবার অকৃত্রিম স্নেহ মমতা ভালবাসার পরিবর্তে সন্তান পৃথিবীর মূখ দেখে।
আল্লাহর পরেই মা-বাবার স্থান।
মা-বাবার প্রতি কৃতজ্ঞতা, আদব, সম্মান, সদ্ব্যবহার ও আনুগত্য করা অবশ্য কর্তব্য।
মা-বাবার সাথে অসদাচরণ অন্যতম কবীরা গুনাহ।
মা-বাবার প্রতি অসদাচরেণের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয়।
মা-বাবার মনের কষ্ট ও বদদোয়া সন্তানের কষ্টের জন্য যথেষ্ঠ।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
মা-বাবার সাথে অসদাচরণের কঠিন ও মর্মন্ত্তদ শাস্তি।
©somewhere in net ltd.