নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার দামাল সন্তান

বাংলার দামাল সন্তান

তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত

বাংলার দামাল সন্তান › বিস্তারিত পোস্টঃ

বউয়ের (স্ত্রীর) জ্বালা!

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:০০

স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যাওবার জন্য আপনার কাছে অনুমতি চাইলো।
আপনি যদি অনুমতি না দেন, আপনার স্ত্রী বলবে, "আমাকেতো তুমি চাকরাণী পাইছো? সারা জীবন সংসারের কাজকর্ম করেই যাচ্ছি।
একদিনের জন্য আমার বাবার বাড়ি যেতে চাইলাম, তাও অনুমতি দিলেনা পাইছো টা কি তুমি?" আর অনুমতি চাওয়া মাত্রই, আপনি যদি হাসিমুখে অনুমতি দিয়ে দেন, বউ বলবে, " ও… আমি চলে গেলে, তুমি খুব খুশি। তাই না? এমন একটা ভাব করছো যে, আমি বাপের বাড়ি গেলেই তুমি বাঁচো!"
বউকে নিয়ে কোথাও যদি বেড়াতে না যান, বউ বলবে, "আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমারও তো ইচ্ছা হয়, মাঝে মাঝে বেড়াতে যাই, কোথাও থেকে ঘুরে আসি!" আর আপনি যদি নিজে থেকেই বউকে নিয়ে বেড়াতে যাবার কথা বলেন, বউ বলবে, "তুমি ভাবছো, আমি কিছু বুঝি না? পার্কে, বিচে বেড়াতে গেলেই তো ওইখানে সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবে। এজন্যই বেড়াতে যাবার জন্য এত পাগল হইছো!" স্ত্রী খুব সুন্দর করে সাজগোজ করলো।
আপনি যদি কোন মন্তব্য না করেন, স্ত্রী বলবে, "আমার দিকে তোমার কোন নজরই নেই! আমার বয়স কি খুব বেশি হয়ে গেছে?" স্ত্রীর সাজগোজ দেখে যদি বলেন, " ওয়াও! তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে! আকাশের পরীরাও তোমাকে দেখলে লজ্জা পাবে! আমার কি সৌভাগ্য!"
স্ত্রী বলবে, "হয়েছে, আর বেশি বাতাস দিতে হবে না! বেশি বাতাস দিলে ফুটো হয়ে যাবে। সারা মাস খোঁজ খবর নাই। এখন আসছে বাতাস দিতে!" বউ সারাদিন ধরে স্টার জলসা, আর জি বাংলা দেখছে। তাতো গভীর রাতে ঘুমের মধ্যে বোঝে না সে বোঝে না বলে চিৎকার দিয়ে উঠে! সকাল বেলা আপনি খবর দেখাবেন এমন সময় বলবে এই দাাঁড়াও রিমোটটা একটু দাওতো, কিরণমালা দেখবো। আপনি হাসিমুখে বললেন, "ভালো, ভালো, দেখতে থাকো আর ঘুমোতে থাকো। আমি গেলাম কোথাও থেকে ঘুরে আসি।" "তুমি আমাকে নিয়ে ফাজলামী করছো, তোমার কাছে আমার কি কোন মূল্য নাই? এ্রই নাও রিমোট না। আর কোন দিন টিভির সামনে আসবো না!" আর আপনি যদি বউকে বলেন, "দাও তো, বাংলা নাটকা একটু দেখি" বউ বলবে, "২৪ঘন্টা তোমার সংসারের কাজ করি (মনে রাখবেন সংসার কিন্তু আপনার!)। এখন একটু রিমোটটা হাতে নিয়েছি! তাও তোমার সহ্য হচ্ছে না।"

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা...

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৯

বাংলার দামাল সন্তান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

২| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৯

অগ্নিবীণা! বলেছেন: বউয়ের কথা বর্ননা করলে?নাকি কোনো পেত্নির কথা বললেন???
আমি বাথরুম থেকে আসি.।,

৩| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪

কানাই স্যার বলেছেন: আগেই তো কইছিলাম বিয়া কইরেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.