নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার দামাল সন্তান

বাংলার দামাল সন্তান

তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত

বাংলার দামাল সন্তান › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন আপনার প্রিয় ফেসবুকের শর্টকাট কি।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:২৭


এখন যেন প্রায় সকলের কাছেই সবচেয়ে প্রিয় বিষয়। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় ফেসবুকে চোখ রাখা আবার ঘুমাতে যেতেও যেন সেই ফেসবুককে কাছে নিয়েই ঘুমাতে যাওয়া। তো তাই ফেসবুক ব্যবহারের সময় শর্টকাট পদ্ধতি জানা থাকলে, আরো দ্রুত ফেসবুক ব্যবহার করা যায়। আর এজন্যই জেনে নিন আপনার প্রিয় ফেসবুকের কিছু শর্টকাট কি।
গুগল ক্রোমের জন্য ফেসবুক শটকার্ট কি
Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Alt+?: সার্চ করার জন্য।
Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার জন্য।
Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Alt+7: প্রাইভেসি সেটিংস।
Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।
মজিলা ফায়ারফক্সের জন্য ফেসবুক শটকার্ট কি
Shift+Alt+M: নতুন মেসেজ লেখার জন্য।
Shift+Alt+?: সার্চ করার জন্য।
Shift+Alt+1: হোমপেজ বা নিউজফিড দেখার জন্য।
Shift+Alt+2: নিজের প্রোফাইল দেখার জন্য।
Shift+Alt+3: ফেন্ড রিকোয়েস্ট দেখার জন্য।
Shift+Alt+4: সব মেসেজ দেখার জন্য।
Shift+Alt+5: সব নোটিফিকেশন দেখার জন্য।
Shift+Alt+6: অ্যাকাউন্ট সেটিংস।
Shift+Alt+7: প্রাইভেসি সেটিংস।
Shift+Alt+8: ফেসবুকের অফিসিয়াল পেজ।
ফেসবুকের নিউজ ফিডের শর্টকাট
J: নিউজ ফিড স্ক্রল ডাউন
K: নিউজ ফিড স্ক্রল আপ
/: সার্চ বক্স
P: নতুন স্ট্যাসাস পোস্ট

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: B:-)

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৯

বাংলার দামাল সন্তান বলেছেন: ধন্যবাদ!

২| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৩

কাবিল বলেছেন: ভালো

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:০০

বাংলার দামাল সন্তান বলেছেন: ধন্যবাদ!

৩| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মেসেজ পারমানেন্ট ডিলিট কিভাবে করবো, জানালে উপকৃত হব।

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:০১

বাংলার দামাল সন্তান বলেছেন: ভাইয়া আমি যা জানি তা শেয়ার করেছি, আরো কিছু জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো।

৪| ২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সজিব্90 বলেছেন: Tab অথবা Android Mobile এর জন্য কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.