নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার দামাল সন্তান

বাংলার দামাল সন্তান

তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত

বাংলার দামাল সন্তান › বিস্তারিত পোস্টঃ

বাবা তুমি পৃথিবীর সেরা বাবা!

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪০


রাত এখন দ্বীপ্রহর , বাইরে ঘুটঘুটে অন্ধকার ৷ হয়ত কেউ জেগে নেই ৷ ঘুম নেই শুধু আমার দুটি ভেজা চোখে ৷ রাত জাগা পাখির মতো জেগে আছি ৷ “ বাবা" বাবা খুব মনে পড়ছে তোমায় ৷ তুমি এতো স্বার্থপর কেন হলে, তোমার এই আদরের ছেলেকে একা ফেলে কেন তুমি পরপারে চলে গেলে ? তুমি কি জানতেনা তোমাকে খুব ভালবাসতাম বাবা ৷ জীবনের এই কঠিনতম ক্ষনে এসে মনে হচ্ছে তোমার কোলে মরন হওয়াই ছিল উত্তম ৷ তোমার কোলে মরন যে ছিল স্বর্গীয় সুখের মতো ৷ "বাবা“ আমি সব সময় তোমার কথা ভেবে চোখের অশ্রু ঝরে, বাবা, তুমি কি দেখতে পাও তোমার ছেলের উপর বয়ে যাওয়া কষ্টের তীব্র স্রোত গুলো? আমি যে আর পারছিনা এত কষ্ট সইতে ৷ তুমি বিশ্বাস করো "বাবা" -
আমি খুব অনুভব করছি তোমায় ৷ তোমার মতো এত আপন যে আর কেউ হতে পারে না এটা ক্ষনে ক্ষনে উপলব্দি করতেছি ৷ তোমার মতো কেউ হতে পারেনা কেন বাবা, কেন তোমার মতো কেউ ভালবাসতে পারেনা ????? ! “ বাবা“ তোমার জীবদ্বশায় অনেক কষ্ট করেছ তুমি, তোমার অনেক চাহিদাই আমরা পূরন করতে পারিনাই, তবু তুমি রাগ করোনি, হাসি মুখেই মেনে নিয়েছ ৷ কখনও বুঝতে দাওনি তোমার ভিতরের লুকানো কষ্ট গুলো ৷ তবু তুমি আমাদের জন্য দোয়া করেছ ৷ দেরিতে হলেও আজ আমি অনুতপ্ত, অনুশোচিত ৷ ক্ষমা করো বাবা, ক্ষমা করো বাবা৷ "বাবা", বিশ্বাস করো - পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন থাকে তখন নিরবে, নিবৃতে অনেক কান্না করি, এক ফোটা এক ফোটা করে বুকের ভিতর জমাট বাধা বরফ গুলো যখন কষ্টের তাপদাহে লাভার মতো চোখ দিয়ে বেরিয়ে আসে তখন খুব ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে বুকের ভিতরের সমস্ত কষ্ট গুলো চোখের জলের সাথে বের করে দেই, কিন্তু পারিনা।কিভাবে পারি বলো ,তুমি তো এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে নেই। বাবা, দোয়া করি আল্লাহ্যে যেন তোমাকে জান্নাত বাসী করেন, আমিন .......আর আমিও যনো সমস্ত দু:খ, কষ্ট ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে পারি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৬

কাবিল বলেছেন: দোয়া করি আল্লাহ্ যেন জান্নাত বাসী করেন, আপনার বাবাকে।

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বাংলার দামাল সন্তান বলেছেন: মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

২| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: বাবা তুমি কি শুনতে পাও তোমার ছেলেদের আকুতি ?

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

বাংলার দামাল সন্তান বলেছেন: আল্লাহ তুমি আমাদের সবার বাবাকে জান্নাতবাসী করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.