![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত
দয়াকরে পুরো লেখাটি পড়ে অবশ্যই মন্তব্য করবেন।
গত কয়েকদিন যাবত ইন্ডিয়ান একটি টিভি চ্যানেলে এ্যাড দেখলাম, মা ধনলক্ষ্যী গনেষ মুর্তি সাথে ২৪ ক্যােরট খাটি সোনা যা গলায় বা হাতে রাখলে সকল সমস্যা নাকি নিমিষেই সমাধান হয়ে যাবে, যেমন
১.যার বিয়ে হয় না তার বিয়ে হবে।
২. সকল প্রকার অভাব দুর হবে।
৩. সকল প্রকার রোগ থেকে মুক্ত হবে
৪. যার চাকুরি নাই তার চাকুরী হবে।
৫. স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে।
৬. মামলায় জয়ি হবে।
৭. ক্ষেতের ফসল বৃদ্ধি হবে।
৮. খাওয়ার রুচি বাড়বে।
৯. যাদের বিয়ে হয় না তাদের বিয়ে হবে।
১০. মনের মানুষকে বশ করা যাবে।
১১. যাদের সন্তান হয়না তাদের সন্তান হবে।
১২. পড়া লেখা না করলেও পাশ করা যাবে
১৩. ঘরে বসে থাকলেও টাকা আসবে।
১৪. স্বামীকে তালাক দেওয়া যাবে।
১৫. রাতে ভাল ঘুম হবে।
১৬. চোর ধরা যাবে।
এক কথায় যাবতীয় সমস্যার একমাত্র সমাধান গণেশ মূর্তি ও তাবিজ!
এবার আসি আসল কথায়:
ইদানিং বাংলাদেশী চ্যানেলে একই রকম এ্যাড দেখা যাচ্ছে...শুধু পরিবর্তন হচ্ছে গনেশ মুর্তির পরিবর্তে লা-ইলাহা ইল্লাহ এবং মা ধনলক্ষীর পরিবর্তে আল্লাহ্। এখন তাবিজ ব্যবসায়ীদের কাছে আমার প্রশ্ন? যদি এসব করলে সব সমস্যার সমাধান পাওয়া যেত তাহলে সারা বিশ্বের মানুষের নিরাপত্তার জন্য পুলিশের কি দরকার মানুষের রোগের জন্য ডাক্তার কি দরকার? টাকার জন্য এত কলকারখানার কি দরকার? বিচারের জন্য বিচারকের কি দরকার? যদি পড়া লেখা না করেও পাস করা যায় স্কুল কলেজে যাওয়ার কি দরকার? সবশেষে একটি কথা বলতে চাই মুসলমানের পরিচয় কি ঘরে বসে আল্লাহ জিকির করা আর তাবিজ বিক্রি করা, যদি এটিই হয়ে থাকে তাহলে কোরআন হাদিসের রেফারেন্সসহ জবাব দিবেন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৮
বাংলার দামাল সন্তান বলেছেন: তাবিজ হচ্ছে এক প্রকার ভন্ডামী
২| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৬
নতুন বলেছেন: মূখতা থাকলে কুসংস্কারের আবাদ ভাল হয়।
৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৪
বাংলার জামিনদার বলেছেন: আর কারো সমস্যা না যাক, যারা এই ধান্দাটা তৈরী করছে তাদের সমস্যা থাকবেনা এটা নিশ্চিত।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৯
জুলহাস খান বলেছেন: তাবিজ ইসলামে নিষিদ্ধ। ধন্যবাদ।