নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার দামাল সন্তান

বাংলার দামাল সন্তান

তিনটি জিনিস কখনো কারো জন্য বসে থাকে না- ১) সময় ২) সুযোগ ৩) সমুদ্র স্রোত

বাংলার দামাল সন্তান › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ব্রাজিলের পচা গম গুলো কাজে লাগাতে পারে...

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২


গম বাবার আগমনঃ গম বাবা কামরুলী ওরফে গমপুরীর দরবার খোলা হবে।গম বাবা শুধু গম খায় আর সব রোগের জন্য গম পড়া দেয়। মানুষ লাইন ধরবে গম পড়া নিতে।
রুপচর্চায় গমঃ টিভিতে বিজ্ঞাপন হবে "এসে গেছে টিব্বত গমের তেল, চুল হবে আরো মজবুত এবং কহিনূর গম ক্রিমে ত্বক হবে আরো ফর্সা" ।টাক্লা মার্কা দেখে ক্রয় করুন >আপুরা কিনবেই।
গম খাওয়ার প্রতিযোগিতাঃ সবচেয়ে বেশি গম খেলে সঙ্গীকে নিয়ে ফ্রীতে ব্রাজিল থেকে ঘুরে আসার অফার করা হবে।
গম নিয়ে বাংলা ছবিঃ জনগণকে গমমুখী করতে "গম খাবি কিনা বল" নামের ছবিতে দেখা যাবে অনন্ত জলিল গম খেলেই শরীরে শক্তি বাড়ছে, তাই আন্তর্জাতিক গম চক্রের গুন্ডারা তার সাথে ফাইট করে পারবে না। থাকবে গমসং সহ আরো অনেক চমক।
ঈদের নাটক গমখোরঃ এই নাটকে গমখোর মোশারফ করিমের ডায়ালগ হবে "কেউ আমারে গম খাওয়াইয়া মাইরালা।" নায়িকা গম খাওয়া দেখেই তার প্রেমে পড়বে ।
গমের সাথে সেলফীঃ গম পার্টিতে গমের সাথে সেলফী মানে গমফী তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবচেয়ে বেশি লাইক পেলেই সরকার উপহার দিবে ।
গমপ্রাইজঃ প্রিয়জন কে সব সময় সারপ্রাইজ দিয়েছেন, এবার ঈদে দিন গমপ্রাইজ ।গিপ্ট দিন গমের তেল, গম ক্রিম অথবা এক প্যাকেট গম ।
ইমোশনে হিট দিয়েঃ সারাদেশে প্রচার করা হবে ব্রাজিলের সমর্থকরা ব্রাজিলের গম না খেলে তারা সমর্থক নামের কলঙ্ক । গম না খেয়ে যাবে কই !!
পাঠ্য বইয়ে গম অধ্যায়ঃ দ্রুত সকল ক্লাসের পাঠ্য বইয়ে যুক্ত করা হবে গম অধ্যায় । গমের পুষ্টি গুনাগুন সম্পর্কে আলোচনা সহ লিখা থাকবে গম কখনো পচে না ।আরো থাকবে গম রচনা ।
গম রেসিপিঃ মহিলা গম বিশেষজ্ঞরা আবিষ্কার করবে গমের নানা রেসিপি | যেমন- গমের স্যুপ ,গম ভূনা, গম ভাজা, গম পোড়া বা গম গ্রীল, গমের শরবত, এবং গম ভর্তা সহ আরো আইটেম ।
এভাবেই দেখবেন আমরা সবাই একদিন গমখোর হয়ে যাব । ভাত খেয়েছেন কিনা জানতে না চেয়ে বলবে "দুপুরের গম খেয়েছেন? ভাবী গমটা রান্না করে আসি... !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭

ভ্যাম্পায়ার রনি বলেছেন: গমের সাথে সেলফীঃ গম পার্টিতে গমের সাথে সেলফী মানে গমফী তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবচেয়ে বেশি লাইক পেলেই সরকার উপহার দিবে
হা হা হা :-P :-P

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

বাংলার দামাল সন্তান বলেছেন: ঠিকই ধরেছেন, ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.