![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো রাতটা এতটা বিমর্ষ হতো না
যদি তুমি আর আমি মুখোমুখি বসে
চুমুক দিতাম ধূমায়িত কফির কাপে,
হয়তো পিনপতন নিরবতাটা এত ভুতূড়ে হতো না
যদি তোমার কাঁধে মাথা রেখে
গুনগুনিয়ে উঠতাম রবিঠাকুরের কোন সুর।
অলসতায় ছড়ানো চাঁদের আলোটাও
এতটা ফিকে হতো না হয়তো
যদি দুষ্টুমির বিজলী ঝলকে উঠত
তোমার কামুক চোখে,
চারদিক আলোড়িত বাতাসটাও
হয়তো বৃথাই বয়ে যেত না
যদি, কিছু তার বাঁধা পেত
আমায় ছুঁয়ে থাকা তোমার
নীল জামদানীর আঁচলে।
এর সবই হয়তো পূর্ণতার আনন্দে
পাখা ছড়াতো সীমাহীন শূন্যে,
কবিতা হয়ে ডুকরে উঠত না
ডায়রীর সাদা পাতায়, নিঃসঙ্গতায়,
শুধু তোমার জন্যে।
যদি থাকতে তুমি পাশে
যদি থাকতে মিশে আমার অনুক্ষণে,
থাকতে আমার দৃষ্টি, শ্রবণ,
রঙ ছড়ানো তিক্ত সুখের অশ্রু বিসর্জনে।
©somewhere in net ltd.