![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
অনেক দিন পরে আজকে আমার বোনের সাথে কথা বললাম।
"অনেক দিন পরে" কথাটা শুনে অবাক হলেও আসলেই অনেক দিন পরে কথা বললাম। প্রায় ১ মাস পরে কথা বললাম।
অবাক হলেও সত্যি... আমাদের দুজনের মধ্যে কথা অনেক কম হয়, তবে সারাদিন এসএমএস দেওয়া-নেওয়া হয়। আসলে আমরা দুজন ছোট থেকে অনেক কাছাকাছি থেকে বড় হয়েছি বলে আমরা দুজনকে অনেক ভালো বুঝতে পারি। আমি আমার শৈশবে ওর সাথে ছাড়া আমার সমবয়সী বা প্রায় সমবয়সী কারো সাথেই ভালো করে মেশার সুযোগ পাইনি, সেও পায়নি... এজন্যই মনে হয় আমাদের মধ্যে এই অদৃশ্য এই বন্ধন।
...সে যেমন আমাকে ভালো বুঝতে পারে, আমিও তেমনি তাকে অনেক ভালো বুঝতে পারি। আমাদের কথা না হলেও আমরা সব সময় একে অপরকে অনুভব করতে পারি।
এমন দেখা গেছে যে আমি ঢাকা থেকে প্রায় ২/৩ মাস পরে বাসা গেছি সকালে আর ওর সাথে আমার কথা হয়েছে সন্ধার সময়ে।
সেও বাসায় ছিল, তবুও কথা হয়নি।
আবার এমন দেখা গেছে যে কোন কারনে আমার অনেক বেশি মন খারাপ, তখন আমি ওকে ফোন করতাম, ফোনে কিছুই বলতাম না, শুধু একবার হ্যালো বলতাম, মুলত ওর কণ্ঠস্বর শোনার জন্যই ফোন দিতাম। হ্যালো সুনেই কেটে দিতাম কলটা। একটু পরে ওর কাছ থেকে একটা এসএমএস আসতো। অলৌকিক হলেও সত্যি যে সেই এসএমএস এ সেই কথাই লেখা থাক্ত যেটা আমার সেই সিচুয়েসন এ করা দরকার।
আমার বোনকে কখনো আমি বলি নাই যে আমি তাকে কতোটা ভালবাসি, কিন্তু সে জানে যে আমি তাকে কতোটা ভালবাসি, সেও আমাকে কখনো বলে নাই যে সে আমাকে ভালবাসে, কিন্তু আমি জানি যে সে আমাকে কতোটা ভালবাসে।
ওকে খুশি করতে আমাকে খুব বেশি কিছু করতে হয় না, কোথাও বেড়াতে গেলে টুকটাক ছোটোখাটো জিনিস ওর জন্য কিনলেই সে অনেক খুশি হয়...
আর সেও জানে আমাকে কিভাবে খুশি করতে হয়, বেশি কিছু না, আমার জন্য মাঝে মাঝে বই কিনে দেয় সে, এতেই আমি অনেক বেশি খুশি।
ওর পছন্দের সাথে আমার পছন্দের অনেক বেশি মিল, ও জানে আমি কোন ধরণের বই পড়ি, সেও ঠিক সেই ধরণের বই পড়তে পছন্দ করে।
আমাদের দুজনেরি পছন্দের খাবার একই... এজন্য বাসায় গেলে আম্মু যদি আমাদের পছন্দের খাবার রান্না করে তবে আমাদের দুজনের মধ্যে এখনও কাড়াকাড়ি লেগে যায়...
অবিশ্বাস্য হলেও সত্যি যে এতো বড় হবার পরেও এখনও আমরা মারামারি করি। :p
আর এটা নিয়ে আম্মুর কম অভিযোগ না... ^_^
আমার মানিব্যাগ এ ওর একটা ছবি আছে, আর এটা নিয়ে আমার বন্ধুদের কাছে কম কথা শুনতে হয়নি, মানিব্যাগ এ মেয়ের ছবি দেখে সকলেই মনে করে যে আমার গার্ল ফ্রেন্ডের ছবি, তাদের ভুলটা পরে ভাঙ্গাতে হয়...
তার কোন ভার্চুয়াল ছবি আমার কাছে নেই
কেন জানি আজকে ওর কথা বলতে ইচ্ছে করলো, তাই বললাম।
আমার নামের সাথে মিল রেখে ওর নাম রাখা হয়েছে রিপ্পী। আমরা দুই ভাই-বোনঃ বাপ্পী আর রিপ্পী।
[সামুতে আমার ৫০তম পোস্ট টি] আমার এই বোনটিকে উৎসর্গ করে লিখলাম।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
নির্বাক প্রকৃতি বলেছেন: আপনার লেখা টা সুন্দর , তবে অপ্রিয় হলে ও সত্যি যে লেখার ধরন কিংবা বাস্তবতা আমাদের সাধারন মানুষদের চোখ কুচকে দেবে । দয়া করে মনে কিছু নেবেন না
"""" "আমি আমার শৈশবে ওর সাথে ছাড়া আমার সমবয়সী বা প্রায় সমবয়সী কারো সাথেই ভালো করে মেশার সুযোগ পাইনি, সেও পায়নি... এজন্যই মনে হয় আমাদের মধ্যে এই অদৃশ্য এই বন্ধন """""
উনি যদি আপনার আপন বোন হয়ে থাকে তবে বলব এই অদৃশ্য বন্ধন সকল ভাই, বোন , ভাই ভাই এর মধ্যে বিদ্যমান । একে রক্তের বন্ধন বলা হয়ে থাকে । এক অদৃশ্য পবিত্র বন্ধন ।
""আমি ওকে ফোন করতাম, ফোনে কিছুই বলতাম না, শুধু একবার হ্যালো বলতাম, মুলত ওর কণ্ঠস্বর শোনার জন্যই ফোন দিতাম। হ্যালো সুনেই কেটে দিতাম কলটা "" এই ব্যপারটা স্বাভাবিক ছেলে পেলে প্রেম করার শুরুতে করে থাকে । বোন যেহেতু কথা বললে সমস্যা কোথায় ?
""আমার বোনকে কখনো আমি বলি নাই যে আমি তাকে কতোটা ভালবাসি, কিন্তু সে জানে যে আমি তাকে কতোটা ভালবাসি, সেও আমাকে কখনো বলে নাই যে সে আমাকে ভালবাসে, কিন্তু আমি জানি যে সে আমাকে কতোটা ভালবাসে ""
ভালবাসলে তা বলতে হয় না এমনিতেই বোঝা হয় । আর ভাই বোনের মত এই পবিত্র সম্পরকে ভালবাসি ভালবাসি বলেও না মনে হয় মানুষ । এইসব ন্যাকামি খালি প্রেম প্যারীটিতেই চলে ।
বাঙ্গাল তো খালী খুত ধরতে চায় । তাই কিছু ধরলাম আরকি ।
আল্লাহ আমাদের সহায় হোন
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভালোই খুত ধরেছেন। এতো খুত না ধরলেও পারতেন। কারণ সে আমার আপন বোন।
১ আসলেই এ এক পবিত্র রক্তের বন্ধন, কোন সন্দেহ নেই।
২ আসলে আমি একটু অন্য রকমের, কথা বলতে পছন্দ করি না। এজন্য যখন খুব বেশি মন খারাপ থাকে তখন ছুপছাপ থাকতে পছন্দ করি।
বোন বলে কথা বলতে সমস্যা নেই, কিন্তু আমার এই সময় গুলতে কেন জানি আমার কথা বলতে ভালো লাগতো না, এজন্যই কথা বলতাম না। আর প্রেম ট্রেম করি না বলে জানি না যে এরকম করে প্রেম করে.।
৩ ভালবাসার কথা আসলেই বলতে হয় না, এটা একটা অনুভবের বিষয়।
শেষে আপনাকে বলতে চাই, এতো খুত না ধরলেও পারতেন।
এনিওয়ে। ধন্যবাদ মন্তব্বের জন্য।
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আমার সাথে আমার বড় বোনের সম্পর্কও খুব সুন্দর, আমাকে আপু নিজের ডায়রী বলে ডাকতো। আপনার কথাগুলো শুনে আপুর কথা মনে হয়ে গেলো। আপুর সাথে আড়াই বছর ধরে আমার দেখা নেই।আপনার অনুভূতিগুলো সুন্দর লাগলো। প্রথম ভালোলাগা রইলো।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আশা করি আপনার আপুর সাথে তাড়াতাড়ি দেখা হবে আপনার।
৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
শুভকামনা রইল আপনার এবং আপনার আপুর জন্য।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০
নানাভাই বলেছেন: আল্লাহর কাছে এই দোয়া করি, চীরদিনই যেন অটুট থাকে এই বন্ধন।