![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
আমার পড়া সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবিতা।
যারা পড়েছেন তাদের কাছে অতি অবশ্যই ভালো লাগার কথা।
যারা পড়েননি তারা পড়ে দেখুন,ভালো লাগবে।
____________________________________________________________
তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল...
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি মার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা
কেমন যেন বিষাদ হবি।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি।
তুই কি একা আমার হবি?
তুই কি মার একান্ত এক দুঃখ হবি
____________________________________________________________
*লেখক হলেন আনিসুল হক
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা। লেখকের নাম পোস্টে দিলেন না কেন?
লেখক হলেন আনিসুল হকসুল হক
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: *লেখক হলেন আনিসুল হক
আমি মনে করেছি সকলেই জানেন। এজন্যই দেই নাই
৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: *লেখক হলেন আনিসুল হক
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমি মনে করেছি সকলেই জানেন। এজন্যই দেই নাই
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন রোমান্টিক
লেখকের নাম কি বাপ্পা
সুন্দর শুভকামনা