নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

কচুভর্তা খেয়ে রোযা রাখেন লালমনিরহাটের জেন্না বেগম

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

রাস্তা-ঘাট, বনজঙ্গল আর ক্ষেত খামারে গজে উঠা কচু জেন্না বেগমের নিত্য দিনের খাবার হয়ে দাঁড়িয়েছে। তাই কচুভর্তা খেয়ে রোযা পালন করছেন লালমনিরহাটের এই জেন্না বেগম। অপর দিকে তার স্বামী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছে বলে জেন্না বেগম জানায়। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না সে।



জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজির চওড়া গ্রামের মরহুম আব্দুল খাঁনের পুত্র মোঃ নামদার খাঁন (৬৫) ছোট বেলা থেকেই নদী-নালা, খাল-বিল থেকে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। বড় করে তুলছেন ৭ ছেলে মেয়ে কে। এখন বয়সের ভারে নুয়ে পড়া নামদার খাঁন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করায় কেউ খোজ রাখছেনা তার।



নানা রোগে আক্রান্ত চিকিৎসা করার মতো নেই কোন উপায়। তার একমাত্র ছেলে ও ৬ মেয়ে সন্তান থাকলেও খোঁজ রাখে না কেউ।



নামদার খানের স্ত্রী মোছাঃ জেন্না বেগম (দোলনা) (৬০) সাংবাদিকদের জানান চিকিৎসার অভাবে তার স্বামী মৃত্যুর পদযাত্রী হয়ে পরছে কেউ খবর রাখে না। তাকে নিয়ে আমি মহাবিপাকে পড়েছি। অপরদিকে ঘরে কোন খাবার নেই রাস্তা-ঘাটের ধারে গজে উঠা কচু একমাত্র ভরসা। কচুপাতার ভর্তা খেয়ে রোযা আছেন বলে জানান। সে দুঃখ করে বলেন রিলিফ সিলিফ ভাগ্যে জোটেনা। কেউ তাদের খোঁজ খবর রাখে না।



এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেনঃ

জেন্না বেগম তার স্বামীর চিকিৎসার জন্য দেশের সুহৃদয়বান ব্যক্তিবর্গের আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন । সাহায্য পাঠানোর জন্য মোছাঃ জেন্না বেগম গ্রাম,কাজীরচওড়া, ইউনিয়ন,মহেন্দ্রনগর, উপজেলা, লালমনিরহাট সদর জেলা, লালমনিরহাট। এবং মোবাইল ০১৭১৯-০২৭৮০৬ তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ওদের রোজা রাখতে বলেছে কোন শালায়?
যাইহোক পড়ার আহবান জানাই
হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: তাদেরকে আল্লাহ রোজা রাখতে বলেছেন, কোন শালা বলেন নি।
আপনি যদি বুঝতেন যে তারা কেন রোজা রাখতেছে তবে এই কথা বলতে পারতেন না।

২| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

অসহায় নাগরিক বলেছেন: আহা রে... ভাই এসব দেখলে খুবই খারাপ লাগে

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আসলেই ভাইয়া। :(

৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভাইজান ওপরে আমার দেওয়া লিঙ্কের লেখাটা পাঠ করুন। বুঝতে পারবেন কেন এ কথা বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.