নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born to EXPRESS, not to IMPRESS.

হাসিবুল ইসলাম বাপ্পী

A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.

হাসিবুল ইসলাম বাপ্পী › বিস্তারিত পোস্টঃ

ইহুদীদের কাছে মহাপুরুষ একনিমিষে হন পাষণ্ড

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আবদুল্লাহ ইবনে সালাম মদিনার

ইহুদী সমাজের প্রধানতম

পণ্ডিত। তিনি সেখানকার

ইহুদী সমাজের অসীম ভক্তি শ্রদ্ধার

পাত্র। তিনিও

উদগ্রীবভাবে মহানবীর

প্রতিক্ষা করছিলেন।

মহানবী মদিনায়

পৌছলে তিনি তাঁর

সাথে দেখা করতে গেলেন।

মহানবী তখন কয়েকজন

সাহাবীকে উপদেশ দিচ্ছিলেন।

তিনি বলছিলেন,

“সকলকে শান্তি ও প্রেমপূর্ণ

সম্বোধন কর। সকলে খেতে দাও

এবং নির্জন নিস্তব্ধ নিশীথে যখন

সমস্ত লোক ঘুমিয়ে থাকে তখন

নামাযে লিপ্ত হও।”

আবদুল্লাহ ইবনে সালাম বলেছেন,

“নবীর মুখ দেখেই আমার মন

যেন বলে উঠল, এ কোন ভণ্ড ও

মিথ্যাবাদীর মুখ নয়।”

পরে আবদুল্লাহ মহানবীর

সাথে একান্তে সাক্ষাৎ করলেন।

ধর্মতত্ত্ব সংক্রান্ত কয়েকটি জটিল

প্রশ্ন উত্থাপন করতঃ তার

মীমাংসা করে দিতে বললেন।

মহানবী সংক্ষেপে কয়েকটা কথায়

সে প্রশ্নগুলোর এমন সুন্দর ও

সন্তোষজনক সমাধান করে দিলেন

যে, আব্দুল্লাহর যুগ-যুগান্তের

জটিল যুক্তিতর্ক ও কুটিল

দার্শনিকতা জর্জরিত

হৃদয়ে অভিনব

প্রশান্তির উদ্রেগ হলো।

ভক্তিতে তাঁর

অন্তরতা নুয়ে পড়লো।

তারপর তাওরাতে বর্ণিত লক্ষণের

সাথে মহানবীকে মিলিয়েও

নিলেন তিনি। অতঃপর নিজের

গোত্র, নিজের

জাতি ইহুদী সমাজ- কারও

অপেক্ষা না করে তিনি ঘোষণা করলেন,

‘আল্লাহ ছাড়া কোনও

ইলাহ নেই, মুহাম্মাদ(সা) তাঁর

রাসুল।’

ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ

ইবনে সালাম মহানবীর

কাছে নিবেদন করলেন,

‘ইহুদিরা আমাকে তাদের প্রধান

পণ্ডিত

ও সমাজপতি বলে বিশ্বাস

করে থাকে। আমার

পিতা সম্বন্ধেও

তাদের এ বিশ্বাস ছিল। আমার

ইসলাম গ্রহণের কথা প্রকাশ

না করে ইহুদীদের ডেকে আমার

কথা জিজ্ঞাসা করুন।’

মহানবী ইহুদীদের ডাকলেন।

ডেকে তাদের ইসলামের দাওয়াত

দিলেন। কিন্তু তারা তা গ্রহণ

করলো না। তখন মহানবী তাদের

আবদুল্লাহ ইবনে সালাম

সম্পর্কে জিজ্ঞাসা করলেন।

তারা এক

বাক্যে বলল, “তিনি মহাপুরুষের

বংশধর, নিজেও মহাপুরুষ

এবং তিনি মহাপণ্ডিতের বংশধর,

নিজেও একজন মহাপণ্ডিত।

তিনি আমাদের সর্দার পুত্র

সর্দার।”

মহানবী তখন তাদের বললেন,

“আচ্ছা, আবদুল্লাহ

যদি আমাকে সত্য

নবী বলে স্বীকার করেন

এবং তিনি ইসলাম গ্রহণ করে।”

ইহুদিরা বলে উঠল, “সর্বনাশ,

তা কি কখনও সম্ভব?”

তখন নবীর আহবানে আবদুল্লাহ

আড়াল থেকে বের হলেন

এবং সকলকে উদ্দেশ্য করে বললেন,

“তোমরা সকলেই জেনেছ যে,

ইনি আল্লাহর সত্য রাসুল,

তাঁকে স্বীকার

করো মুক্তি পাবে।”

আবদুল্লাহর এই কথা শুনে এক

মুহূর্তে ইহুদীদের সুর পাল্টে গেল।

তারা বলল, “আমরা প্রথমে ঠিক

কথা বলিনি, আবদুল্লাহ একজন

পাষণ্ড পাঁজি, ভয়ানক পাষণ্ড সে।

তার চৌদ্দ পুরুষও পাষণ্ড,

ইত্যাদি।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.