![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
ফিলিস্তিনের গাজায়
হামিদুর রহমান নামে এক
বাংলাদেশি শহীদ হয়েছেন।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ
করে তিনি শহীদ হয়েছেন
বলে জানিয়েছে তার পরিবারের
সদস্যরা। নিহত হামিদুর রহমান
জেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের
উত্তর মিরেরচর গ্রামের বাসিন্দা।
তার বাবার নাম আব্দুল হান্নান।
তার পারিবারিক সূত্র জানায়,
দীর্ঘদিন ধরে হামিদুর
সপরিবারে যুক্তরাজ্যের প্রস্টমাউথ
এলাকায় বসবাস করে আসছিলেন।
সেখান থেকে সরাসরি ১০ জনের
একটি দলের সঙ্গে ফিলিস্তিনের
গাজায় ইসরায়েলের
বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন তিনি।
প্রায় দুই মাস
আগে পরিবারকে না জানিয়ে গোপনে তিনি যুদ্ধে যান
বলে পরিবার সূত্রে নিশ্চিত
করেছে।
যুদ্ধকালে ঈদুল ফিতরের আগের দিন
তিনি মারা গেলে তার
সহকর্মীরা হামিদুরের
পরিবারকে টেলিফোনে তার মৃত্যু
সংবাদ জানান।
এ ব্যপারে হামিদুরের
চাচাতো ভাই মিজানুর রহমান
সুজেল বাংলানিউজকে বলেন,
গাজায় গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ
করে হামিদুর শহীদ হয়েছেন। তার
মৃত্যুর সংবাদ পেয়ে আমরা তার
কুলখানি সম্পন্ন করেছি।
সে (হামিদুর) ছোটবেলা থেকেই
অত্যান্ত ধর্মভিরু ছিল। গাজায়
ইসরায়েলি হামলা শুরু হবার পর
পরিবারকে না জানিয়ে গোপনে সে যুদ্ধে অংশ
নেন।
আমার খুব ইচ্ছে, আমিও যদি এই হামিদুর ভাইয়ের মত যেতে পারতাম...! আল্লাহ তাকে সহ সকল শহীদ দের জান্নাতবাসী করুক।
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আসলে আমাদের যদি সেরকম সুযোগ থাক্ত তবে আমরাও মনে হয় না পিছিয়ে থাকতাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮
মুদ্রা সংগ্রাহক বলেছেন: স্যালুট হামিদুর ভাইকে, আমাদের মত কাপুরুষদের মত কীবোর্ড এ ঝড় না তুলে সত্যিকারের পুরুষের মত কাজ করার জন্য। প্রার্থনা করি ওনার রক্তদান যেন বৃথা না যায়।