![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
গনিতের নোবেল হিসেবে বিখ্যাত Fields Medal এর ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত একজন নারী গনিতবিদ Maryam Mirzakhani এই পদক পেয়েছেন। পরপর ৫২ জন পুরুষ এই পদক পাবার পর এই বছর আরো তিনজন পুরুষের সাথে মিলে ৫৬তম হিসেবে এই পদক অর্জন যে কতটা বিরল ঘটনা তা মনে হয় মিডিয়া বুঝতে পারেনি।
যাঁরা একটু চোখ-কান খুলে এক্টিভিজম করেন তারা অবশ্যই আমাল আলামুদ্দিন এর সাথে পরিচিত। আন্তর্জাতিক এই আইনজীবী উইকিলিকস এর প্রতিষ্টাতা জুলিয়ান এসাঞ্জ এবং ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টাইমোসেনকোর হয়ে আদালতে লড়াই করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। গাজায় ইসরাইলী আগ্রাসনের সময় যুদ্ধের নিয়ম লঙ্ঘিত হয়েছে কী না তা খতিয়ে দেখার জন্য জাতিসংঘ যে তিন সদস্যের কমিশন গঠন করেছে আলামুদ্দিন তার একজন। একজন ব্যক্তিত্ববান একটিভিস্ট হিসেবেই তিনি এই কমিশনের সদস্য হতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, "গাজায় যে বিপুল সংখক সাধারণ মানুষ হতাহত হয়েছে তার প্রেক্ষিতে যুদ্ধাপরাধ তদন্তের জন্য কমিশন গঠন করা প্রয়োজন"।
পশ্চিমা মিডিয়া এটাকে শিরোনাম করেছে, "George Clooney's British barrister fiancee turns down UN offer to help probe 'war crimes' by Israel and Hamas in Gaza"। সম্প্রতি আমাল আলামুদ্দিনের সাথে হলিউড অভিনেতা জর্জ ক্লুনির বাকদান সম্পন্য হয়েছিলো। জাতিসংঘের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় পশ্চিমা মিডিয়ার ক্ষোভ এতটাই নগ্নভাবে প্রকাশ পেয়েছে যে তারা আমাল আলামুদ্দিনের নামটিও লিখতে পারেনি; তাঁকে জর্জ ক্লুনির প্রেমিকা হিসেবে উপস্থাপন করেছে!
এরাই আবার আমাদের 'নারী স্বাধীনতা' শেখায়! এরাই আমাদের 'নারীবাদীতা' বিষয়ে জ্ঞান দেয়! এরাই আমাদেরকে 'নারীর ক্ষমতায়ন' নিয়ে লেকচার ঝাড়ে! 'নারীবাদীতা', 'নারী স্বাধীনতা' আর 'নারীর ক্ষমতায়ন' কী 'মারিয়ম মির্জাখানি' আর 'আমাল আলামুদ্দিন' এর নাম দেখে ফিল্টারে আটকে গেলো?
ফেসবুক থেকে।
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আসলেই রে ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
ফা হিম বলেছেন: দুনিয়ার নিয়ম এমনই ভাই।