![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
কয়েক দিন থেকেই বিভিন্ন কারণে মন মেজাজ একেবারে চরম আকারে খারাপ হয়ে ছিল... আজকে সকালে ভার্সিটি গিয়া সেটা আরও একটু উস্কে যায়... কিছু ফ্রেন্ড এর আচরণে একটু অন্য রকম লাগে...
...বিকেলে কোন কাজ খুজে পাচ্ছিলাম না। আমার স্টুডেন্ট আনজির আহমেদ চৌধুরী সহ চলে গেলাম রবীন্দ্র সরোবর এ তাদের Mastul - মাস্তুল সংগঠন এর কাজ দেখার জন্য।
...গিয়েই মনে হল অনেক ভালো একটা কাজ করেছি এখানে এসে। দারুন কাজ করতেছে এই সংগঠনটা... সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য দারুন সব কাজ করে চলেছে তারা... কয়েক মিনিটের মাঝেই আমিও তাদের সাথে একাত্ম হয়ে উঠেছিলাম আমার বাচ্চা প্রীতি এর কারণে। তাদেরকে সাইকেল চালানো শিখানো... তাদের সাথে কেক, চকলেট, কোক, পানি ভাগাভাগি কাড়াকাড়ি করে খাওয়া...
মনটাই অনেক ভালো হয়ে যায় আমার। দেখতে দেখতে কখন যে দুইটা ঘণ্টা কেটে গেছে টেরই পাই নাই।
এদের জন্য কিছু করতে না পারলেও অন্তত তাদের কিছুটা হলেও আনন্দ দিতে দিতে পেরেছি এটাই সবচেয়ে সুখের...
সত্যিই অনেক ভালো লেগেছে। দুই তিন দিনের মন খারাপ করাটা এক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে...
পিচ্চিদের সাথে ধুলায় ধূসরিত হয়ে ছুটাছুটি করে বেড়ানো, তাদের সাইকেলে নিয়ে ঘুরে বের হওয়া। তাদের কোলে নিয়া দৌড়াইয়া বেড়ানো... কত্ত কিছু করেছি...
...আমাদের পাশেই কেউ যখন কোন যুগল তার প্রেমিক বা প্রেমিকার হাতে হাত রেখে চোখে চোখ রেখে ভালোবাসার স্বপ্ন বুনে যাচ্ছিলো তখন আমরা করতেছিলাম কি...?
আমরা তখন কিছু স্বপ্নহীন পথশিশুদের সাথে ছুটে বেরাচ্ছিলাম। ধুলোয় মাখামাখি হয়ে তাদের পরম স্নেহে কোলে তুলে নিচ্ছিলাম... তাদের হাতে হাত ধরে সাইকেল চালানো শিখাচ্ছিলাম... তাদের কাছে একরাশ ভালোবাসা বিলাচ্ছিলাম... তাদের চোখে মুখে দেখতে পাচ্ছিলাম ভাললাগার ঝাঁপটা... কে জানো কোন ভালোবাসাটা বেশি ভাললাগার... তবে আমার কাছে মনে হল পিচ্চিদের ভালবাসাটাই সবচেয়ে নিখাদ... i choose them...
তবে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হল পিচ্চিরা আমাদের জোর করে কেক খাওয়াচ্ছিল, চকলেট খাওয়াচ্ছিল, কোক খাওয়াচ্ছিল... মুখে তুলে খাওয়াচ্ছিল...
...জানেন তারা কিভাবে এগুলো আমাদের খাওয়াচ্ছিল? তাদের সঞ্চিত টাকা দিয়ে কিনে এনে খাওয়াচ্ছিল। এর চেয়ে বেশি ভাললাগে আর কি হতে পারে? কি হতে পারে এই চেয়ে নিষ্পাপ ভালোবাসা?
...পিচ্চি পিচ্চি বাচ্চা গুলান... কত আর বয়স হবে? ৪/৫ বছর হবে... এসে ভাইয়া ভাইয়া ডেকে মুখে কেক তুলে দিচ্ছে খাওয়ার জন্য... চিন্তা করেন একবার...
পিচ্চি গুলান প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকে আমাদের জন্য... এখন থেকে আর কখনো মিস করবো না ইনশাল্লাহ...
আসার সময় এক রকম পালিয়েই আসতে হয়েছে আমাকে... আসতে দিবেনা তখনই... একজন তো হেলমেট নিয়া পালায়া গেছিল... বুঝিয়ে সুঝিয়ে পালিয়ে আসতে হয়েছে...
___________________________________________________________
এই সংগঠন আগামী ২৯ আগস্ট এ আয়জন করতে যাচ্ছে Fuchka Bilash - 2014। আশা করি অনেকেই আমাদের সাথে জইন করবেন...
ধন্যবাদ জানাতেই হয় MastuL FoundatioN কে...
__________________________________________________________
=> Hasibul Islam Bappi
©somewhere in net ltd.