![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
কাগজের বইয়ের সময় কি ফুরিয়ে আসছে ক্রমশ! না, একটি তরতাজা বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর আবেদন কখনোই ফুরাবে না। তবে ই-বুক বা পিডিএফ ফরমেটের বইয়ের চাহিদাও বেড়েছে। বই রাখা নিয়ে ঝামেলা যেমন নেই তেমন মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে বসে পড়ে ফেলা যায় সহজেই। একটা মেমোরি কার্ডে রাখা যায় হাজার হাজার বই। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন। সেইসব বইয়ের পোকাদের জন্য দিচ্ছি ফ্রি-বইয়ের খোঁজ। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। আর সমৃদ্ধ করুন জ্ঞানের পরিধি।
১। বইয়ের দোকান: (http://www.boierdokan.com)
২০০৯ সালে প্রথম চালু হলেও টেকনিক্যাল কারণে খুব একটা বেশি বই আপলোড হয়নি । ২০১১ সালে পুনরায় নতুন আঙ্গিকে শুরু হয় বইয়ের দোকান। বইয়ের দোকানের উঠানে গিয়ে দাঁড়ালে উপন্যাস, কবিতা, গল্প, সমালোচনা, নাটক, নন-ফিকশন প্রভৃতি বইয়ের দরজাগুলো দেখাবে। দরজা খুলে ভেতরে প্রবেশ করলেই অজস্র বই। ফ্রি ডাউনলোড করে করতে পারবেন বইগুলো। আর ২০১৩ সালে প্রথমবারের মতো বইয়ের দোকান ই-বইমেলার আয়োজন করেছিলো।
২। আমার বই: (http://www.amarboi.com)
এই সাইটে ফ্রি বই থাকলেও সব বই ফ্রিতে পাওয়া যায় না। প্রতি বছরের জন্য ২৪.৯৯ ডলার ফি দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়ার সুযোগ রয়েছে। প্রিমিয়াম সদস্যদের বই ডাউনলোডের সুযোগ-সুবিধা একটু বেশিই।
৩। সোভিয়েট বইয়ের অনুবাদ: (http://www.sovietbooksinbengali.com)
তলস্তয়, দস্তোয়ভস্কি, নিকোলাই অস্ত্রভস্কি, আর্কিদি গাইদার কিংবা ম্যাক্সিম গোর্কি সহ আর আর রুশ লেখকদের বইয়ের অনুবাদ পাবেন এই সাইটে। রুশ উপকথা বা কিশোর সাহিত্যের দুষ্প্রাপ্য বইগুলোও ইলেকট্রনিক ফরমেটে ডাউনলোড করে নিতে পারেন।
৪। অল বাংলা বুকস: (http://www.allbdbooks.com)
এই সাইটে হাজার খানিকের মতো বই রয়েছে। ফ্রি ডাউনলোড করতে পারবেন গল্প, উপন্যাস, ম্যাগাজিন, রহস্যপত্রিকা এবং সেবা প্রকাশনীর প্রিয় বইয়ের কিছু।
৫। বাংলা ইন্টারনেট: (http://www.banglainternet.com)
বাংলা ইন্টারনেট বইয়ের পাশাপাশি লেখকদেরও সংক্ষিপ্ত প্রোফাইল যুক্ত করা রয়েছে। ফলে শুধু বই-ই না, লেখক সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য আপনি পেতে পারেন বাংলা ইন্টারনেট থেকে।
৬। দ্য বাংলা বুক: (http://www.thebanglabook.com)
দেড় হাজারের মতো বই রয়েছে এই সাইটে। লেখক অনুসারে সাজানো বইগুলো থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এ ছাড়া আছে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকা।
এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজনীয় বাংলা বই। তবে একটা বইয়ের পেছনে লেখকের যেমন মেধা ও শ্রমের বিনিয়োগ থাকে তেমন প্রকাশকের থাকে অর্থের বিনিয়োগ। তাই অবশ্যই বই কিনে পড়া উচিত।
সংগ্রহঃ ফেসবুক থেকে
২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
+++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে হলে আমার নিজের একটা ছোট ব্লগ আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন...।
আমার ব্লগ এর লিঙ্ক।
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৫
(উৎপল) বলেছেন: ভালো পোষ্ট... ভবিষ্যতে অনেক কাজে লাগবে!
+++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে হলে আমার নিজের একটা ছোট ব্লগ আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন...।
আমার ব্লগ এর লিঙ্ক।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভ কামনা রইল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে হলে আমার নিজের একটা ছোট ব্লগ আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন...।
আমার ব্লগ এর লিঙ্ক।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
নিজাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে হলে আমার নিজের একটা ছোট ব্লগ আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন...।
আমার ব্লগ এর লিঙ্ক।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
আধখানা চাঁদ বলেছেন: প্রিয়তে নিলাম। পরে দেখব সাইটগুলো। শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে হলে আমার নিজের একটা ছোট ব্লগ আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন...।
আমার ব্লগ এর লিঙ্ক।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
আমি তুমি আমরা বলেছেন: ভাল কাজ।প্রিয়তে নিলাম
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮
মনিরুল হাসান বলেছেন: আবুল মনসুর আহমেদের বই পাওয়া যাবে কোন ওয়েব সাইটে?