![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A student of BUTex(Bangladesh University of Textiles)love very much for net surfing and blogging.
এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলো।
সে যখন স্বর্গে ঢুকবে,তখন দেবতা তাকে বলল,
”স্বর্গে কিছু সংস্কার চলছে;তুমি ২দিন শুধু নরকে ঘুরে আসো;এরপর স্বর্গে ঢুকো”
মন্ত্রী রাজি হল।নরকে শয়তান তাকে সাদর আমন্ত্রণ জানালো। এরপর সে তাকে নরকে ঘুরে দেখাতে লাগলো।
মন্ত্রী অবাক হয়ে দেখতে লাগলো যে নরক অনেক সুন্দর।খুবই আরামের ব্যবস্থা,সুন্দর সুন্দর প্রাসাদ থাকার জন্য।খেলাধুলার জন্য পুল,গলফ মাঠ আরও অনেক কিছু।
অনেক সুস্বাদু পানীয়,খাবার দাবারের ব্যবস্থা।আর অসংখ্য সুন্দরী অপ্সরা রয়েছে।
মানুষ অনেক আরামে আছে ওখানে।
তো ২ দিন পর দেবতার কাছে মন্ত্রী বলল যে সে নরকেই থাকতে চায়।
দেবতা অবাক হয়ে জিজ্ঞেস করলো,”তুমি সত্যি ওখানে থাকতে চাও?’
মন্ত্রি -”হ্যাঁ”
মন্ত্রীর কথা শুনে দেবতা রাজি হল।
কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল যে নরক পুরো অন্যরকম।কোন সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা।
মানুষজনকে শুলে চড়ানো হচ্ছে।
দৈত্যরা মানুষজনকে শাস্তি দিচ্ছে।অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে;খুবই কুৎসিত আর জঘন্য জায়গা।
মন্ত্রী অবাক হয়ে শয়তানকে জিজ্ঞেস করলো, “নরকের এই হাল কেন? আগে আমি কি দেখলাম !! আর এখন এই অবস্থা!!”
শয়তান হেসে বললো,
" আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বোঝার কথা ছিলো।”
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: হে হে হে
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
আম আদমি বলেছেন:
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন:
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: এভাবে লেখা ঠিক না, কেউ যদি রেগে যায়, তবে কিন্তু খারাপ হতে পারে, আমি সামহোয়ারের কোন খারাপ চাই না,
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: নাহ। কেউ খেপবে না। খেপার সুযোগ নাই।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
রক্তিম দিগন্ত বলেছেন: আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বোঝার কথা ছিলো।
শয়তানের সাথে কি আর শয়তানী করে কেউ পারে?
তবে নরক আসলেই শয়তানের নিয়ন্ত্রণে কিনা সেইটা জেনে লিখা দরকার ছিল। হোক স্যাটায়ার - তবুও স্বর্গ-নরক বিষয়গুলো স্পর্শকাতর।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: বুঝতেই ত পারতেছেন যে এটা আসলে স্যাটায়ার.। সো প্রব্লেম নাই আশা করি
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
Biniamin Piash বলেছেন: যথার্থ বলেছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শয়তান হেসে বললো,
" আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বোঝার কথা ছিলো।”