নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার্ণিক

বার্ণিক › বিস্তারিত পোস্টঃ

কী লিখব?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

ব্লগে নিবন্ধিত হয়েছি কয়েকদিন হল। কত ব্লগার কত পোস্ট! পড়ি আর ভাবি আমি কী লিখব? সবাই কত জ্ঞানী! আমি মূর্খই রয়ে গেলাম। অবশেষে একটা বিষয় দৃষ্টি কাড়ল। আর তা হল মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা। বেশ বিতর্ক চলছে। আমি ভাবলাম আমিও এ বিতর্কে যোগ দেব। কিন্তু এ বিষয়ের বিভিন্ন পোস্টে নানা বক্তব্য নানা মন্তব্য পড়ে আমার সে ইচ্ছে অবদমিত হল। নিজেকে একজন আকাট মূর্খ হিসেবে আবারও আবিষ্কার করলাম। নিজের মূর্খতাকে নিজের কাছেই আড়াল করার জন্য মুখ দিয়ে বেরিয়ে এল-“ এ মাস তো ভাষার মাস। মার্চ মাস হচ্ছে মুক্তিযুদ্ধের মাস স্বাধীনতার মাস। তখন না হয় এ বিষয়ে লিখব।” ততদিন আমি বইপুস্তক পড়ে আমার এ বিষয়ে মূর্খতা ঘুচানোর চেষ্টা করি। সেই সাথে অন্যদের বিচিত্র পোস্ট পড়ে নিজেকে সমৃদ্ধ করি। ব্লগার বন্ধুরা কেমন হল পোস্টটা?

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

দরবেশমুসাফির বলেছেন: আপনাকে স্বাগতম। এটি খুবই ভালো যে আপনি মুলত জ্ঞানচর্চার উদ্দেশ্যে লেখালেখি করতে চাচ্ছেন। তবে কথায় আছে " যতটুকু লেখালেখি করবেন পড়বেন তার চেয়ে দশ গুন বেশি "। নইলে লেখালেখি শুধু সস্তা খ্যাতি অর্জনের উপলক্ষ ছাড়া আর কিছুই হবে না। পরিশেষে, আপনার উন্নত মানসিকতার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ হোক আপনার জ্ঞানচর্চার প্রচেষ্টা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

বার্ণিক বলেছেন: আপনার পরামর্শ মনে রাখব।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

রুদ্র জাহেদ বলেছেন: লেখা এবং পড়া চলতে থাকুক...
শুভ ব্লগিং

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

বার্ণিক বলেছেন: চলবে। তবে দরবেশ ভাইয়ার পরামর্শমত পড়া লেখার দশগুণ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

আরণ্যক রাখাল বলেছেন: স্বাগতম ব্লগে। হ্যাঁ বই পুস্তক ঘেঁটে আমাদের মাথা ঘুরিয়ে দেয়ার মতো একটা পোস্ট লিখুন।
এই পোস্ট ক্যামন হলো বলব না। আসল পোস্টে জানাব, আপনি কেমন লিখেন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

বার্ণিক বলেছেন: কী যে বলেন !

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

সায়ন্তন রফিক বলেছেন: ভালো হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

বার্ণিক বলেছেন: তাই। ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

শুভ ব্লগিং...
ব্লগ ভ্রমণ আনন্দের হোক ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

বার্ণিক বলেছেন: ব্লগে এসে কয়েকদিনের মধ্যেই জনম দাসী ব্লগার বিষয়ক ঝামেলা দেখে বুঝতে পারছি না কেমন হবে। এ পর্যন্ত যে দুজনের লেখা ভাল লেগেছে তার একজন আপনি । আপনাদের দুইজনকেই অনুসরণ করছি। আপনি আমার প্রথম পোস্টে মন্তব্য আমি আনন্দিত।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

বার্ণিক বলেছেন: দরবেশ মুসাফিরের লেখা কঠিন লাগল । তবু আজ থেকে অনুসরণ করব।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টে এসে সুস্বাগতম জানিয়ে গেলাম। ব্লগে বিচরণ দীর্ঘ হোক, আনন্দদায়ক হোক, স্বচ্ছন্দ হোক!
আর এটা টেস্ট পোস্ট হিসেবে হয়তো ঠিক আছে, তবে সামনে আরো সারবস্তু সমৃদ্ধ লেখা দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.