নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার্ণিক

বার্ণিক › বিস্তারিত পোস্টঃ

চুমু নিয়ে বাড়াবাড়ি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

ভেবেছিলাম আরও পরে পোস্ট দেব। কিন্তু গতকাল ব্লগে প্রকাশ্যে চুমাচুমি নিয়ে এত পোস্ট দেখলাম যে আমারও আঙ্গুলের ডগা শিরশির করছে পোস্ট দেবার জন্য। পোস্ট দেবার জন্য চুমাচুমির অভিজ্ঞতা কিংবা ঐ বিষয়ে পড়াশুনা থাকা দরকার। আমার কোনটাই নাই। তাই যারা এ বিষয়ে পোস্ট দিয়েছে তাদের লেখা পড়লাম। দেখলাম অনন্য আজাদ আর শাম্মী হক নামে দুইজন শাহবাগে পুলিশ পাহারায় চুমাচুমি করার জন্য ডাক দিয়েছে। সেই জন্যই এত লেখালেখি। এই ব্যাপারে আমার কথা হল তারা দুইজন যে দেশে থাকে সেখানে তো প্রকাশ্যে চুমাচুমির অভাব নাই। সেই সব দেখেও তাদের চুমাচুমির দেখার সাধ মিটে নাই। তা না মিটে থাকলে ইউ টিউব থেকে মেলা চুমাচুমির ভিডিও ডাউনলোড করে দিন রাত দেখে খায়েশ মেটাতে তো দোষের কিছু নাই। কেউ বাধাও দেবে না। তা বাদ দিয়ে বাংলাদেশের শাহবাগের মত স্থানে তাদের প্রকাশ্যে চুমাচুমির ডাক কেন? তাদের বলতে চাই যে আমাদের পুলিশেরা অন্য যাই করুক তারা কিন্তু ধার্মিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ধার্মিক। সুতরাং এই সব বেলেল্লাপনা এখানে কোনদিন সম্ভব হবে না। তাই প্রকাশ্যে চুমু নয় বালি মাখানো গুড়ই খেতে হবে। এরপর ইচ্ছা হল চুমাচুমির দুনিয়ায় একটু ঘুরে আসি। উইকিপেডিয়ার দেশে ঘুরে দেখি চুমু নিয়ে বিস্তর লেখা। পশু পাখি মানুষের চুমাচুমির বিস্তারিত বর্ণনা আছে। মানুষের চুমাচুমির বিবর্তনের কথাও আছে। চুমুর বিভিন্ন প্রকার ও অর্থের বর্ণনাও আছে। আমি আর নতুন কিছু লেখার খুঁজে পেলাম না। তাই আপাতত নির্জনে একটা নিবিড় চুমুর আশায় থেকে চুমু বিষয়ের ইতি টানছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত কিছু হয় নি।
যাক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

বার্ণিক বলেছেন: বাংলাদেশে সুদূর ভবিষ্যতেও এমন কাজ অইত নো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.