নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বার্ণিক

বার্ণিক › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত হওয়ার সহজ পন্থা কিনা?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

খবর দেখলাম ‘ইসলাম বিতর্ক’ বইটি লেখা ও প্রকাশ করার জন্য ব-দ্বীপ প্রকাশনীর প্রকাশক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে। বই মেলায় ঐ প্রতিষ্ঠানের ১৯১ নম্বর স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারিনা ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করে এমন বই লিখে দেশের মানুষের কি উপকার হবে? নাকি এদের অন্য কোন উদ্দেশ্য আছে? এরা কারো দাবা খেলার ঘুটি হিসাবে কাজ করছে নাতো? এরা কি দেশটাকে অস্থিতিশীল বানাতে চায়? এদের কি আর কোন বিষয় নিয়ে লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণের ক্ষমতা নেই? নাকি ইসলাম বিরোধী লেখা বিখ্যাত হওয়ার সহজ পন্থা? আমার কাছে তো তাই মনে হয় । এই যে আজ তারা সব মিডিয়াতে আলোচিত হল তা তো ইসলাম বিরোধী লেখার জন্যই। যদি সত্যি এমন হয় তবে তাদের জন্য ঘৃণা জানানো ছাড়া আর কি বলা যায়?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

বীরেনদ্র বলেছেন: If you hate others it is a simple equation that the others will hate you. If the others are Infidels, Kafirs, Malauns, what those cursed people will do?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

বার্ণিক বলেছেন: দাদা ইংরাজি বুঝি না। তয় বইডা প্রকাশ করছে মুসলমান নামধারী লেখক প্রকাশকই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

মহা সমন্বয় বলেছেন: আসলে কিন্তু তা না এবং কেউ খেলার পুতুলও নয়। এখানে ইহুদি নাসারার ষরযন্ত্র খুঁজে লাভ নেই। যার যে চিন্তা ধারা সেই তাই প্রকাশ করছে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

হাইপারসনিক বলেছেন: আমারও বুঝে আসে না ,আসলেই এদের উদ্দ্যেশ্য কি ?খ্রিষ্টান ,ইহূদী বা হিন্দু হলে বুঝতাম যে এদের ধর্ম বা জন্মগত মতলব আছে ।
কিন্তু এদের...?

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

বার্ণিক বলেছেন: আমার মনে হয় তাহারা নিজেদের জন্মপরিচয় সম্পর্কে সন্দিহান।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: লেজকাটা শিয়াল সব সময়ই চায় যে, সব শিয়ালের লেজকাটা থাকুক....
এটা চাচ্ছে ভাই.... :-)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০২

বার্ণিক বলেছেন: লেজকাটা শেয়াল চাইলেই কি আর অন্য শেয়ালেরা লেজ কেটে ফেলবে?

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

সায়ন্তন রফিক বলেছেন: '' নাকি এদের অন্য কোন উদ্দেশ্য আছে?'' - ???

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০৩

বার্ণিক বলেছেন: আমার প্রশ্নও তাই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: আলোচনায় কিংবা বিতর্কে কোন প্রবলেম আছে বলে মনে হয় না

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:১১

বার্ণিক বলেছেন: বিতর্ক আর বিদ্বেষ এক কথা নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.