নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তি০০৭

বাসন্তি০০৭ › বিস্তারিত পোস্টঃ

এই মাথা মোটা (সেনা কর্মকর্তা) কে কি কেউ চিনেন?

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৪

এই মাথা মোটা (সেনা কর্মকর্তা) কে কি কেউ চিনেন?







যদি চিনেন তাহলে তাকে ধিক্কার দিন প্রতিবেশী,সহকর্মী ও আত্মীয় হিসেবে। আর দয়া করে তার নাম ও পদ-মর্যাদা টা বলবেন। তাহলে অন্তত আমি একটা .. গালি দিতাম, যে তার মা বাবা তাকে কি শিক্ষা দিলেন।



বিস্তারিত

রাজধানীর হাতিরঝিলে গাড়িকে জায়গা না দেয়ার অভিযোগ তুলে একজন প্রাইভেট কার চালককে বেধড়ক পিটিয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন’ বলে দাবি করেছেন।



ঘটনার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন। শুক্রবার তাদের হাতে থাকা মোবাইল ফোনে ধারণ করা হয় ঘটনার বেশিরভাগ দৃশ্য।



ভিডিওতে দেখা যায়, একজন চালককে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করছেন ওই ‘সেনা কর্মকর্তা’।



তারপর কর্তব্যরত ট্রাফিক পুলিশকে শাসাতে শাসাতে বলতে থাকেন, ‘আমি ক্যাপ্টেন আনিস, যা করার আমি আগে করব, তারপর আপনি দেখবেন’।



ওই ট্রাফিক পুলিশের বুকে লাগানো ফলকে ‘ফিরোজ’ নাম দেখা গেছে। ক্যাপ্টেন পরিচয় দেয়া কর্মকর্তার সঙ্গে সেনা বাহিনীর পোশাক পরিহিত একজন সদস্যও ছিলেন।



হাত জোড় করে ক্ষমা চাইলেও ক্যাপ্টেন ‍আনিস পরিচয়দানকারী ওই ব্যক্তি প্রাইভেট কারের চালকের কলার ধরে তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে এক পথচারী চালকের পক্ষ থেকে ক্ষমা চাইলে তিনি গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।



সেনা সদস্যদের সঙ্গে একটি সামরিক জিপ ছিল, অবশ্য তড়িঘড়ি করেই চলে যাওয়ায় দৃশ্যটি ধারণ করা সম্ভব হয়নি।



ভিডিও লিঙ্কঃ







সূত্রঃ বিডি-নিউজ২৪ডট কম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৫

সৌরভ ওয়াহিদ বলেছেন: sangbadik ra kono protibad na kore recording e basto taja khobor chapanor jonno

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই লোক নিজেরে যেমন ক্ষমতাবান ভাবতেছে, মেজরের উপরের কোনো র‍্যাঙ্ক পাইলেই গ্রুপ বানাইয়া সামরিক ক্যু ঘটানোর চক্রান্ত শুরু করবে। তার ক্ষমতা প্রদর্শনের বাতিক বেশি। মসনদের লোভ তো থাকতেই পারে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

জুয়েল বলেছেন: সেনা সদস্যরা মাঝে মাঝে তাদের ক্ষমতার অপব্যাবহার করে এটা সত্য। তবে সাংবাদিকরা যে প্রতিনিয়ত তাদের ক্ষমতার অপব্যাবহার করে যাচ্ছে এটাও সত্য। খোঁজ নিলে হয়তো দেখা যাবে ড্রাইভারের-ই কোন দোষ ছিল। তবে ঘটনা সত্য হলে তা তদন্তের দাবী জানাই।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

অন্য কথা বলেছেন: জুয়েল বলেছেন: "খোঁজ নিলে হয়তো দেখা যাবে ড্রাইভারের-ই দোষ ছিল।"

সহমত।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

হেডস্যার বলেছেন:
বাহ !! গর্বে বুক ফুলে উঠলো। X((

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মাথা নষ্ট সিপাহি বলেছেন: জুয়েল এন্ড অন্য কথা ----------- ঠিক আছে ড্রাইভারের ই দোষ তবে আমার মনে হয় না এমন দোষ করছে যার শাস্তি লোকসম্মুখে কেলানো, এটা ঐ কথিত চ্যাপটেন ঠিক করেন নাই। ড্রাইভার অশিক্ষিত কিন্তু ঐ লোকও কি তাই? আসলেই লোকটা পাওয়ার এর দাম্ভিকতায় কাজ টি করেছে ধিক ধিক এধরনের লোক কে, এদের মত লোকের হাতে স্বার্বভো্ম কেমনে সুরক্ষিত বলুন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সরলপাঠ বলেছেন: একটি সমাজে কেউই একক ভাবে অসভ্য হয়না, পুরো সমাজ যখন অসভ্য হয়ে যায় তখন কেউই বাদ থাকেনা।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: অন্যায় করছে ক্যাপতান সাহেবকে লাঠি দিয়ে পেটানোর অধিকার মনে হয় কোন্ আইনই দেয় নাই...

যেই অন্যায় করুক তাকে আইন অনুযায়ী সাজা দিতে হবে... কিন্তু আইনের কামলা বলে আইনের মালিক ভাব নিয়ে রাস্তায় লাঠি পেটা করবেন তা অবশ্যই সাস্তি যোগ্য অপরাধ....

যারা সমথ` করছেন তাদের বলছি ঐ কাপতানের মুড ভাল না থাকলে আপনি যতই আইন মেনে চলেন তার পছন্দ না হলে তিনি আপনার উপরে হাত তুলবেন....

কিন্তু যে আইনের উপরে স্রদ্ধাশীল তিনি অপরাধিকে আইনানুযায়ী সাজা দেবার ব্যবস্হা করবে....

এই ভিডিও ছড়িয়ে দিন এবং আপনার ঘৃনা জানান এই ধরনের মানুষের প্রতি.. যাতে পরের বার এই রকম করার আগে সবাই চিন্তা করে....

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: দেশটা কুকুরে কুকুরে ভরে যাচ্ছে - কেউ মানুষ পোড়াচ্ছে, কেউ পিটাচ্ছে , কেউ নামহীন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেই নিজেকে কেউকেটা ভেবে আমাদের গুণী লোকদের তুচ্ছতাচ্ছিল্য করছে ব্লগে ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

কালীদাস বলেছেন: পুরাটা জানতে পারলে ভাল হত। হাতিরঝিলে একটা রাস্তার কোণা ছাড়া গাড়ির সাইড দেয়ার জন্য হর্ণ দেয়ারও প্রয়োজন পড়ে না, সেটাও দশ পনের গজের বেশি না।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

সাইফ হাসনাত বলেছেন: রাষ্ট্র কি উনাকে নাগরিকদের পিটিয়ে মানুষ করার চাকর বানাইছে? তীব্র প্রতিবাদ জানাচ্ছি- রাস্তায় গাড়ি থামানোর শাস্তি কখনো প্রহার করা হতে পারে না।

এমন অমানবিক আচরণ সেনাবাহিনীর কোনো সদস্যের কাছ থেকে এলে তা ভয়ানক।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

জনাব মাহাবুব বলেছেন: এইরকম লোককেই সেনাবাহিনীর প্রধান করা দরকার। :P :P :P :P :P


উনি দুই নেত্রীকে পিটিয়ে সোজা করে ফেলতেন। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

ড. জেকিল বলেছেন: ড্রাইভার অপরাধ করতে পারেন, তাই বলে সেটার শাস্তির দায়িত্ব উনার কাধে কে চাপালো ?

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

খেয়া ঘাট বলেছেন: সরলপাঠ বলেছেন: একটি সমাজে কেউই একক ভাবে অসভ্য হয়না, পুরো সমাজ যখন অসভ্য হয়ে যায় তখন কেউই বাদ থাকেনা।

ড. জেকিল বলেছেন: ড্রাইভার অপরাধ করতে পারেন, তাই বলে সেটার শাস্তির দায়িত্ব উনার কাধে কে চাপালো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.