নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

আবছাঁয়ার অবগুন্ঠনে

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

সহস্র বছর পথ হাঁটা হলেও
কখনো কখনো, মেলেনা পথের খোঁজ
তবু আমি হেঁটেছি কত নাম না জানা পথ।
আঙুলের শক্ত বাঁধনে
হাতে হাত রেখে পথ চললেও
মনের মিলন ঘটেনা। কখনো।
তবু আমি খুঁজেছি হৃদয়ে অন্ত্যমিল।
মিল অমিলের স্বরলিপি-একাকীত্বের দিনলিপি
স্বপ্নের মাঝে ঘুরে ফিরে আসে-চুপি চুপি।
বিষন্ন বিধুঁর রাতগুলো বড় একঘেয়ে
নিঃসঙ্গ বাদুড়ের ডানায়, দু’চোখ ঢেকে পথ চলে।
ঘুমহীন রাতে গাঢ় নিশ্বাসে
ক্ষয়ে যাওয়া ল্যাম্পপোষ্টের অস্পষ্ট আলোয়
ঝুলে থাকে তার অতৃপ্ত দীর্ঘশ্বাস।
তবু সেই পাথর সময়ে
মিলবে বিকেল রোদে। হালকা তরল উচ্ছাসে
নীল মেঘ আবছা রঙে, আকাশের তরুণ ক্যানভাসে
আনাড়ি হাতের একটানে
সবটুুকু লুপ্ত প্রাণশক্তি সবলে টান মারে
ঝাপসা ক্ষয়িত সভ্যতার অবয়বে
প্রান জাগে আমার বিবর্ণ অস্তিত্বে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


"সহস্র বছর পথ হাঁটা হলেও "

-কবি জিবনান্দ দাস "হাজার বছর" কথাটা লিখে, সমস্যার সৃষ্টি করে গেছেন।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বেচারা বলেছেন: জীবনানন্দ আমার খুব প্রিয় একজন। খুব বেশি তার পড়ার সুযোগ এখনো হয়নি। যেটুকু পড়েছি তাতেই মাত। যে দিক দিয়েই লিখতে যাই হয় রবি ঠাকুর নয়তো জীবনানন্দ এসে পড়েনই।

২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

ওমেরা বলেছেন: সুন্দর !!!!

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বেচারা বলেছেন: ধন্যবাদ। অদ্ভুৎ নাম-ওমেরা। অর্থ কী?

৩| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

তপোবণ বলেছেন: সুন্দর কবিতা। পড়তে পড়তে মনে হচ্ছিল কবিতার অলংকার হিসেবে দূরে কোথাও হালকা অথচ মৃদু কোন মিউজিক বাজছে। কবিতা পড়া শেষ, এর রেশ মনে বাজছে। ভালো।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

বেচারা বলেছেন: শুকরিয়া। আমাকে একজন সুহৃদ মৃদু বকে দিয়েছিলেন, যে কেউ মন্তব্য করলে তার উত্তরটুকু দিতে। তবে আপনাকে সেই দায়রক্ষায় রিপ্লাই করছি না। আপনার মন্তব্যটাও বেশ একটা কবিতা বানানো যায়।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভালোলাগাটুকু রেখে গেলাম........
ভালো থাকুন অবিরত......

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বেচারা বলেছেন: ধন্যবাদ। আপনার কাব্যটা অসমাপ্তই থাক। তবে ২১ টা অসমাপ্ত কাব্য? আমাকে পাঠাবেন সেগুলো?

৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

৬| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯

বেচারা বলেছেন: ধন্যবাদ। মন্তব্যও সুন্দর হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.