নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা। একদিন তিনি পণ করলেন অনেক সম্পদ আয় করতে হবে। এজন্য তিনি এক কাজ করলেন। একটা চেকে এক লাখ ডলার লিখে দেয়ালের এমন একটি স্থানে লিখে রাখলেন, যাতে সবচেয়ে বেশি চোখে পড়ে। ঘুম থেকে উঠেই তিনি ওই চেকটি দেখতেন আর বলতেন আমাকে এই চেকটি পেতেই হতে। তিনি একটা বই লিখেছিলেন। প্রকাশের জন্য প্রকাশকদের দুয়ারে দুয়ারে সেটি নিয়ে ঘুরছিলেন। তবে কেউ সেটি প্রকাশ করতে রাজি হয়নি। বইটি ছিল মোটিভেশনাল ধরনের। সফলদের মোটিভেশন মানুষ শুনতে চায়। কেউ বেকার মানুষের মোটিভেশন শুনতে চায়না। তিনি প্রতিদিন ওই চেকটি দেখতেন আর কল্পনা করতেন। বইটির লাখ লাখ কপি বিক্রি হচ্ছে। তিনি অনেক সম্পদের মালিক হয়ে যাচ্ছেন। একদিন তিনি আরেকজনের সাথে ‘চিকেন স্যুপ ফর দ্যা সোল’ নামে একটি বই লেখার সুযোগ পান। তারপর অলৌকিক ঘটনা ঘটতে থাকে। কিছু দিনের মধ্যে বইটির বিক্রি ৫শ মিলিয়নের অঙ্ক ছুঁয়ে যায়। পরে এই বইয়ের সিরিজ লিখে যান। পরবর্তীতে তার জীবনে অর্থ খ্যাতি সবই এসেছে। একটি চেকেই তিনি এক লাখ ডলার পেয়েছিলেন। তিনি আরেকটি বই লিখেছেন। বইটির নাম ‘দি সাকসেস প্রিন্সিপালস: হাউ টু গেট ফ্রম হোয়ার ইউ আর টু হোয়ার ইউ ওয়ান্ট টু বি’। আপনি যেখান থেকে যে স্থানে যেতে চান সেই সফলতার মূলনীতি। আজকে সেই মূলনীতি নিয়েই কথা হবে।
জ্যাক ক্যান ফিল্ডের ঘটনাটা ব্যাখ্যা করি। তিনি পণ করেছিলেন, তিনি মোটিভেশনাল স্পিকার হবেন। উদ্বুদ্ধকারী বক্তা হিসেবে বই লিখে লাখ লাখ ডলার আয় করবেন। তিনি লক্ষ্য ঠিক করেছিলেন। তার লক্ষ্য ছিলো স্থির। তিনি বিশ্বাস করতেন এই সম্পদ তিনি অবশ্যই আয় করতে পারবেন। বিষয়টা তিনি কল্পনা করতেন। এরপর আইডিয়া উদ্ভাবন করলেন। সবশেষে সুযোগ পেয়ে গেলেন। তিনি যে প্রক্রিয়ার মধ্যে সফলতার সিড়ি বেয়ে উপরে উঠেছিলেন, আসলে এটা একটি থিউরি।
কী সেই থিওরি! কোন জিনিস পেতে হলে সেটাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটি জীবনে আসবে এই বিশ্বাস রাখতে হবে। তাকে বারবার কল্পনা করতে হবে। সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। এতে একটি পজেটিভ ভাইব্রেশন তৈরি হবে। যে জিনিসটা প্রত্যাশা করা হয় সেটারও ভাইব্রেশন রয়েছে। সেও কারো কাছে যেতে চায়। এরপর প্রকৃতি বা অমোঘ বিধিই পরষ্পরকে ম্যাচিং করে দেয়। দুই প্রান্তের চাহিদার ম্যাচ হলেই অবশেষে তাকে পাওয়া যায়। এটাই হলো ল অব অ্যাট্রাকশন।
আপনার জীবনে যা কিছু আসছে আপনি নিজেই তাদের আকর্ষণ করে আনছেন। আপনার মনে ভেতরে যে ছবি আপনি ধরে রেখেছেন তার মাধ্যমেই আকর্ষিত হচ্ছে। আপনি যা চিন্তা করছেন ঠিক সেটাই হচ্ছে। আপনার মনের মধ্যে যা কিছু ঘটছে আপনি তাকেই নিজের কাছে আকর্ষণ করছেন। আসল কথা হলো- আপনার প্রতিটি ভাবনাই হলো সত্য প্রকৃত শক্তি।
কথা হলো- বিশ্বের বিখ্যাত ও সফল ব্যক্তিরা এ বিষয়টি জানতেন। তারা সে অনুযায়ী কাজ করে সফল হয়েছেন। তবে তারা সূত্রটা গোপন রেখেছিলেন। আমেরিকায় যে চিন্তাধারা আন্দোলন গড়ে উঠেছিল তার পুরোধা ছিলেন প্রেন্টিস মুলফের্ড৷ তিনি ১৮৮৬ থেকে ১৮৯২ সালে ‘ইওর ফোর্সেস অ্যান্ড হাউ টু ইউজ দেম’ শীর্ষক লেখায় প্রথম ল অব অ্যাট্রাকশনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন। প্রেন্টিস বলেছিলেন, যেসব মহান মানুষরা এসেছিলেন, তারা আমাদের বলে গেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিয়ম হলো- ল অব অ্যাট্রাকশন। ১৯১২ সালে চার্লস হ্যানেল লিখেছিলেন, এই শ্রেষ্ঠ ও অভ্রান্ত নিয়মের ওপর সৃষ্টি ব্যবস্থা নির্ভর করে আছে।
১৯ শতকের গোড়ার দিকে ফিনিয়াস কুইম্বি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন৷ সেসময় যক্ষ্মা রোগের কোন সুচিকিৎসা ছিলনা৷ কুইম্বি শারিরীক কষ্ট দূর করতে ঘোড় দৌড়ে অংশ নেন৷ ঘোড়ায় চড়ার তীব্র উত্তেজনা সাময়িকভাবে তার যক্ষ্মা রোগের কষ্ট উপশম করে৷ পরে তিনি দিনের পর দিন ঘোড়দৌড়ে পুরাপুরি মনোনিবেশ করেন৷ এতে একসময় তার যক্ষ্মা রোগ ভালো হয়ে যায়৷ এভাবে তিনি 'মাইন্ড ওভার বডি' থিওরি আবিস্কার করেন৷ প্রমাণ করেন মন দিয়েই শরীরসহ সব নিয়ন্ত্রণ করা যায়৷ এর ওপর ভিত্তি করে জাপানে একটা হাসপাতালও প্রতিষ্ঠা করা হয়েছে৷ সেখানে সেক্স থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হয়৷ নার্সসহ কোন স্টাফের শরীরে পোশাক থাকবেনা৷ যাতে রোগীদের ভেতরে কামনাভাব জাগ্রত হবে৷ রোগের তীব্রতা সাময়িকভাবে দূর হয়ে গিয়ে ধীরে ধীরে রোগীরা যাতে ভালো হয়ে যান৷
২০০৬ সালে অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপক Rhonda Byrne সাতজন ‘ল অব অ্যাট্রাকশন’ বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়ে টেলিভিশনে একটি ডকুমেন্টারি অনএয়ার করে বিষয়টি প্রকাশ করে দেন। এতে সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়। পরে এটি নিয়ে একটি বই প্রকাশ করেন। বইটির নাম রাখা হয় দি সিক্রেট। সাথে সাথেই ত্রিশ মিলিয়ন কপি বিক্রি হয় এবং বিশ্বের পঞ্চাশটি ভাষায় অনুদিত হয়। এটি সারাবিশ্বে ছড়িয়ে পড়লে চারদিক থেকে ল অব অ্যাট্রাকশনের সফলতার গল্প আসতে শুরু করে।
প্রথমে যে সফলতার গল্পটি বললাম- সেটাও ল অব অ্যাট্রাকশনের একটি ঘটনা। আমার জীবনেও এরকম বহু ঘটনা রয়েছে। এর আগেও আমি কোনো একটি লেখায় বিষয়টি উল্লেখ করেছিলাম। বলেছিলাম, আমার পড়ার টেবিলে রবীন্দ্রনাথের একটি গানের কয়েকটি লাইন লিখে রেখেছিলাম। গানের লাইনগুলো ছিল-নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবেই রবে। ওরে মন, হবেই হবে ॥ তার মানে রবীন্দ্রনাথও ল অব অ্যাট্রাকশনের কথা জানতেন। আর আমি না জেনেই সেটা অনুসরণ করেছিলাম৷
দি সিক্রেট বইতে কী রয়েছে- চলুন জেনে আসি। একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এর মাধ্যমে ভালোকে আকর্ষণ করা যায় আর মন্দকে দূরে রাখা যায়। এজন্য মনের শক্তিটাই আসল। আপনার বর্তমান ভাবনাটাই ভবিষ্যৎ সৃষ্টি করছে। যেটি আপনি সবচেয়ে বেশি ভাবেন, যার প্রতি আপনি সবচেয়ে বেশি নজর দেন, সেটাই একসময় আপনার জীবনে আবির্ভাব হয়। এটি মধ্যাকর্ষণের নীতির মতোই নিরপেক্ষ। ভালোবাসার অনুভূতিটাকেই সবচেয়ে বেশি প্রেরণ করা যায়। আপনি যতবেশি ভালোবাসা অনুভব ও প্রেরণ করবেন তত নিজের শক্তি বাড়িয়ে তুলতে পারবেন।
কথা হলো- এই রহস্যটা কীভাবে প্রয়োগ করবেন। এটা আলাদীন ও তার চেরাগের মতো। প্রদীপ থেকে জ্বিন বেরিয়ে এসে একটা কথাই বলতো- আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। মানুষের জীবনের রহস্যের উন্মোচনটা রাতের অন্ধকারে গাড়ি চালানোর মতো। গাড়ির হেড লাইটের আলোতে সর্বোচ্চ দুইশ ফুট সামনে দেখা যায়। চলতে শুরু করলে পরবর্তী পথ উন্মাচিত হয়। এজন্যই আমি বলতাম, ‘পথে নেমে পড়ুন। পথই আপনাকে পথ দেখিয়ে দেবে’। মার্টিন লুথার কিং বলতেন, ‘প্রথম ধাপটিকে বিশ্বাস করুন। আপনার পুরা সিড়িটা দেখার দরকার নেই। আপনার কাজ প্রথম ধাপে পা রাখা’। এখানে দৃষ্টিভঙ্গিটা আসল। কেউ শরীরের ওজন কমানোর জন্য ওজন কমানোর ওপর মনসংযোগ করবেন না। তার বদলে সুন্দর স্বাস্থ্যের প্রতি নিজেকে ব্যপৃত রাখুন। আকর্ষণের নিয়মে ছোট চাওয়া দিয়ে শুরু করা সহজ। নিজের আকর্ষণের ক্ষমতা বুঝতে পারলে আরো বড় কিছু আকর্ষণের দিকে এগিয়ে যেতে পারবেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সারাদিনের ঘটনার মধ্য দিয়ে যান। যেগুলো আপনার মনমতো হয়নি, আপনার মনমতো যেটা হতে পারতো মনে মনে তার অভিনয় করতে হবে। সুখি অনুভব করাই হলো আপনার জীবনে ধন সম্পদকে কাছে টানার দ্রুততম উপায়।
লেখাটা দীর্ঘায়িত করবোনা। এই থিওরির বহু বিরুদ্ধাচরণ করা হয়েছে। কেউ কেউ এটিকে অপবৈজ্ঞানিক আখ্যা দিয়েছেন। তবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মেডিটেশনের মনের জোর মানুষকে বহুদূরে পৌঁছে দেয়।
কেউ যদি এ তত্ত্বে বিশ্বাস রাখেন তাহলে মনে রাখতে হবে, মানুষ মাত্রই তার প্রয়োজন আছে। আর এই পৃথিবী সবার প্রয়োজন মেটাতে সক্ষম৷ তবে লোভ ভিন্ন বিষয়। কোনো একজনের লোভ মহাবিশ্ব তার সবকিছু দিয়েও মেটাতে সক্ষম নয়।
১৬ ই মে, ২০২৪ সকাল ১১:১৯
সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। মনের জোর অনেক বড় জোর।
২| ১৬ ই মে, ২০২৪ সকাল ১১:৪১
রবিন.হুড বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। আমিও বিশ্বাস করি মানুষের মন তার শরীরকে নিয়ন্ত্রণ করে।
১৬ ই মে, ২০২৪ দুপুর ১:১৮
সায়েমুজজ্জামান বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ১৬ ই মে, ২০২৪ সকাল ১১:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মূল্যবান একটি লেখা পড়লাম এবং অনেক অজানা বিষয়গুলো জানা হলো। মনের জোড় আসলেও কাজকে গতিশীল করে, শরীরকে ভালো রাখে --
১৬ ই মে, ২০২৪ দুপুর ১:১৯
সায়েমুজজ্জামান বলেছেন: অনেক ধন্যবাদ। মন শরীর এবং ভাগ্যকে প্রভাবিত করে।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
৪| ১৬ ই মে, ২০২৪ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মূল্যবান লেখাটি পড়ে মুগ্ধ হলাম। এমন লেখা সবসময় পাব আশা ব্যাক্ত করছি। ব্লগ পাড়ায় জ্ঞানের প্রদীপ জ্বলতে থাকুক।
১৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। কিছু ব্লগারের অকারণ অব্যাহত আক্রমণের মুখে অনেকদিন ব্লগে ছিলাম না। এবার আলো জ্বালিয়ে দিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে লেখালেখি অব্যাহত থাকবে।
পড়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৫| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৮
জাদিদ বলেছেন: খুব চমৎকার পোস্ট। আপনার লেখার হাত বেশ চমৎকার।
শুভেচ্ছা জানবেন।
১৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
সায়েমুজজ্জামান বলেছেন: আমার লেখার প্রশংসা করেছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একসময় তো লেখালেখিটাই পেশা ছিল। এখনকার লেখালেখিটা ভেতরের তাগিদ।
ভালো থাকবেন। সাথেই থাকবেন।
৬| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৫
নতুন বলেছেন: আমার বেশ ভালো কিছু আইডিয়া নিয়ে কাজ করছি কিন্তু কেন জানি পুরোপুরি সফল হতে পারছিনা। বুঝতে চেস্টা করছি সমস্যাটা কোথায় কিন্তু ঠিক পাজলটা সলভ করে উঠতে পারছিনা।
১৬ ই মে, ২০২৪ রাত ৮:০৩
সায়েমুজজ্জামান বলেছেন: একটা আইডিয়া নিয়ে এগিয়ে যেতে পারেন।
"তুই বারে বারে জ্বালবি বাতি হয়ত বাতি জ্বলবেনা, তাই বলে তো থেমে থাকা চলবেনা, চলবেনা"
শুভকামনা আপনার জন্য।
৭| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৩৯
নয়ন বিন বাহার বলেছেন: আপনি মেডিটেশন চর্চা করেন?
১৬ ই মে, ২০২৪ রাত ৮:০৪
সায়েমুজজ্জামান বলেছেন: চেষ্টা করি। ভালো থাকবেন।
৮| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৫০
করুণাধারা বলেছেন: আপনি লিখেছেন খুব সুন্দর করে, কিন্তু বিষয়টির সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। অনেক সময় আমরা অনেক কিছু প্রাণপণ ইচ্ছা নিয়ে চাই, কিন্তু তা পাই না। আবার কখনো পেয়েও যাই। তাই আমার মনে হয় ল অব অ্যাট্রাকশনের কার্যকারিতা ৫০:৫০ হয়।
১৬ ই মে, ২০২৪ রাত ৮:০৫
সায়েমুজজ্জামান বলেছেন: আপনি যে জিনিসটা চাচ্ছেন তারও আপনাকে চাইতে হবে। একই ভাইব্রেশন না হলে পাওয়া যায়না। ভাগ্যের ব্যাপারটা থেকেই যায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
৯| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৫
আহলান বলেছেন: মোদ্দা কথা হলো পরিশ্রমের বিকল্প নাই। আমাদের জহিরুল ইসলাম বা আকিজের মালিক যার কথাই বলেন দেখবেন শূণ্য থেকে তারা উঠে এসেছেন। তবে সব বেড়ালের ভাগ্যে শিঁকে ছেড়ে না ..... অল দ্যা বেস্ট !
১৬ ই মে, ২০২৪ রাত ৮:০৭
সায়েমুজজ্জামান বলেছেন: তবে পথে নামলেই পথ পথ দেখিয়ে দেয়। আমরা তো পথেই নামতে চাইনা। যারা নেমেছেন; পরিশ্রম করেছেন তারা ঠিকই সফল হয়েছেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
১০| ১৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
ঢাকার লোক বলেছেন: খুব চমৎকার এবং মূল্যবান পোস্ট। লক্ষ্য ঠিক করে পরিশ্রম করে গেলে সাফল্য ধরা দিবে, এটিই প্রাকৃতিক নিয়ম। ব্যাতিক্রম নেই তা নয়, দুই একজন অসফল হবেন, তাতে ঘাবড়ে গিয়ে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না !
আপনার লেখার মান বেশ ভালো, আগের কয়েকটা লেখাও পড়লাম, ভালো লিখেছেন !
১৬ ই মে, ২০২৪ রাত ৮:০৮
সায়েমুজজ্জামান বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন। আশা করছি সাথেই থাকবেন।
১১| ১৬ ই মে, ২০২৪ রাত ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: ল অব অ্যাট্রাকশন এর মাধ্য্যমে আপনি মুলত উইলপাওয়ার বাড়ানোর কথা বলেছেন। সব মোটিভেশনাল স্পিকাররাও এই একই কথা বলেন। বিষয়টা আমার কাছে ভাঙ্গা রেকর্ডের মত মনে হয় । এর চাইতে বরং ইয়োগা ও মেডিটেশনের মাধমে কিভাবে উইলপাওয়ার বাড়ানো সম্ভব সেসব কন্টেন্ট বেশি উপকারী বলে মনে হয়। তবে বরাবরের মতই লেখা ভাল হয়েছে।
১৬ ই মে, ২০২৪ রাত ৮:৪২
সায়েমুজজ্জামান বলেছেন: আসলে পৃথিবীর শুরু থেকে যত মোটিভেশন রয়েছে তা ওই উইল পাওয়ার কেন্দ্রিক। ল অব অ্যাট্রাকশনের বৈশিষ্ট্য হচ্ছে দুই পক্ষের ভাইব্রোশন। এটা ঠিক যে, উইল পাওয়ার থেকে ভাইব্রেশন পাওয়া যায়। তবে এ তত্ত্বে নূতন এটাই যে চাহিত জিনিসেরও ভাইব্রেশনের প্রেষণা পাবেন। ফলে আরো মোটিভেশন পাবেন। কারণ আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটাও আমার কাছে আসতে চাচ্ছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:০০
কামাল১৮ বলেছেন: মানুষের ইচ্ছা শক্তির সাথে কর্মশক্তি যোগ করতে হবে এবং লক্ষে পৌছতে দৃড় থাকলে সফল হবেই।