নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

নিজেকে নিজের মাঝে হারালাম।
বহুক্রোশ চলে পথ, একটুকু দাঁড়ালাম।
যা কিছু পেয়েছি হেথা, নিজ নহে কিছু তা,
আপন খুশির তরে অপূর্ন কবিতা ।।

যা পেয়েছি পথ মাঝে, কুড়িয়েছি দু’হাতে,
থামিয়েছি তরী, কভু এলে ঝড় সে রাতে।
ভক্তের ভালবাসা, আর পাওয়া সমাদর
অবহেলা, আঘাতে, নেমেছে ভরা ভাদর।

মুক্ত বিহঙ্গ, নিয়ে শুধু আর্তি
অকাল বোধন আজ, ওপাড়ের যাত্রী।
ডেকো নাকো পিছু আর, সায়াহ্ন পথিকে,
চিরকাল অবহেলে, আমারই এ আমিকে।

ভালবেসে যাকে কভূ নাহি দিলে প্রসাদী
তারে কেন স্মরিবে গো, অনন্ত অনাদি?
বিদায়ের আগক্ষণে রচিও না জয়রথ,
মরণোত্তর ফুলে, নাহি ঢেকো মোর পথ।

না দিও প্রণাম তব, নহে গুরু প্রণতি;
ভক্তের পদতলে, সবিনয় আকুতি।
কবি নহি, ওগো আমি, লিপিকার ক্ষুদ্র
বিদায় অস্তাচল, সমূখে সমুদ্র।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


"ওপারের যাত্রী"? কবিতা পড়ে ভয় পেলাম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

বেচারা বলেছেন: আপনি ভয় পান কোনো কিছুকে?

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝি, শুভেচ্ছা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

বেচারা বলেছেন: হা হা হা। আমরা নিজেরা নিজেকেই তো বুঝি না।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: পিছনে ফিরে তাকিয়ে দেখো না- তাহলে পেছনে পড়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.