নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

ঢেল কার্নেগী হবার ব্রহ্মাস্ত্র

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৯

আপনি যার খোঁজে পাগল, কামরূপ কামাক্ষা হতে নীলক্ষেত চষে ফেলছেন, আজ সেই গোপন মন্ত্র শিখিয়ে দিচ্ছি।
একদম ফ্রি।

যেই পেশাতেই থাকুন, সফল হতে গেলে কী করতে হবে?

নাহ, ডেল কার্নেগী বা ওয়ারেন বাফেটের তত্ত্ব খুঁজলে তাতে পাবেন না। গোপন ও এক্সক্লুসিভ ১১টি টিপস আমি দিচ্ছি। মন দিয়ে শুনুন:
১.সর্বপ্রথম আপনাকে যেকোনো বিষয়ে একখানা এমবিএ করতে হবে। পিএইচডি হলে আরো ভাল। জ্ঞানের গভীরতা নিয়ে ভাববেন না। ডিগ্রী নিতে বলেছি, জ্ঞান না।
২.খুব দ্রূত সিভিতে নামের পাশে পিজিডি লাগান, সেটা ক্যাটল গ্রেজিং এ হলেও।
৩.দরকার নিয়ে ভাববেন না। একটি এলএলএম, ISOসহ কয়েকটা স্পেশালাইজ ডিগ্রী করে ফেলুন।
৪.বাংলাদেশের যত বড় বড় বিখ্যাত মানুষ আছে, খুঁজে খুঁজে তাদের অনুষ্ঠানে হাজির হয়ে তাদের সাথে ছবি তুলে আপ করুন। (একদম কোথাও না পেলে তাদের গাবতলীর গরুর হাটে পাবেনই। আর তাও না পেলে ফটোশপ আছে কেন?
৫.মাসে কমপক্ষে ওয়ালে ৭/৮ টা বড় বড় কনফারেন্স/সেমিনারের চেকইন লাগান।
৬.জ্ঞানের তলানি থাকুক বা না থাকুক, প্রতিমাসে ডজনখানেক ”কী স্পিকার” স্ট্যাটাস বাগাতে থাকুন। লাগলে মাগনা সেল করুন।
৭.“আলহামদুলিল্লাহ, আমার প্রথম............বের হলো” (বই/আর্টিকেল আর কি, অন্য কিছু না)” মর্মে ইর্ষনীয় স্ট্যাটাস দিয়ে দিন ঢাকঢোল পিটিয়ে।
৮.”........এর এক্সক্লুসিভ (সান্ডার তেল না আবার) ফরম্যাটটি দিচ্ছি” মর্মে মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিন। মুহূর্তে সেলেব্রিটি হয়ে যাবেন।
৯.নীলক্ষেত হতে কয়েকটা মেডাল আর ক্রেস্ট বানিয়ে আনুন। সেগুলো কাউকে ধরে বেঁধে আপনাকে দেয়ান। ছবি আপলোড করুন। তিনিও বিখ্যাত হবেন, আপনিও সেলেব।
১০.এক সদস্য বিশিষ্ট একটি প্যাডসর্বস্ব কোম্পানী খুলুন আর নামের শেষে, বিজনেস কার্ডে “লিড” আর “সিইও” কথাটা এবার জুড়ে নিন।
১১.আমার মতো “সফলতার ১১টি এক্সক্লুসিভ টিপস দিচ্ছি” এই মর্মে ফেসবুক/লিংকডইন স্ট্যাটাস দিতে শিখুন আর...............দেখুন ম্যাজিক।

ডেল কার্নেগী হয়ে যাবেন। আপনাকে আর কেউ ’দাবায়া’ রাখতে পারবে না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:২২

আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোই তো বলেছেন । এমনটাই হয় জাগতিক মানুষের ভিতরের অভিজ্ঞতা । কাজ থেকে কাজি হওয়া টাই মূখ্য বিষয়।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

বেচারা বলেছেন: যথার্থ বলেছেন। সাথে থাকুন।

২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন।
আপনার পোষ্টের মতো চললে সাময়িক 'ডেল' হয়ে চলায আবে।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

বেচারা বলেছেন: হুম। সত্যি বলেছেন।

৩| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৫

টারজান০০০০৭ বলেছেন: ফর্মুলা ফাটাফাটি হইয়াছে ! তয়, এই ফর্মুলায় ঢেল কার্নেগি হইলে পাটকেল খাওয়ার সম্ভাবনা আছে ! যদিও অনেকেই হইয়া বগল বাজাইতাছে দেখা যাইতেছে !

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮

বেচারা বলেছেন: হা হা হা। বগল বাজাক। ধরা খাবে।

৪| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

এম আর তালুকদার বলেছেন: যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.