নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা না করা হিটস্ট্রোক দ্রুত মস্তিষ্ক, হৃদপিন্ড, কিডনি এবং পেশীগুলি ক্ষতিগ্রস্ত করতে পারে। চিকিৎসা না করলে ক্ষতি আরও বেড়ে যায়, মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

হিটস্ট্রোকের লক্ষণ :

104 F (40 C) বা তার উপরে দেহের তাপমাত্রা, রেকটাল থার্মোমিটার দিয়ে প্রাপ্ত, হিটস্ট্রোকের প্রধানতম লক্ষণ। এছাড়া
পরিবর্তিত মানসিক অবস্থা বা আচরণ, কথায় জড়তা, বুদ্ধিলোপ, বুঝতে না পারা, অজ্ঞান হয়ে পড়া ইত্যাদি হিটস্ট্রোকের প্রধান লক্ষণ।

গরম আবহাওয়ার কারণে হিটস্ট্রোক হলে ত্বক গরম এবং শুষ্ক অনুভূত হবে।
বমি বমি ভাব হতে পারে।
দেহের তাপমাত্রা বাড়ার সাথে ত্বক লাল হয়ে যেতে পারে।
শ্বাস প্রশ্বাস দ্রুত হতে পারে।
দেহ শীতল রাখতে হৃদপিণ্ডের কাজ বেড়ে গিয়ে পাল্স অত্যন্ত বেড়ে যেতে পারে।
মাথা ব্যাথা হতে পারে।

তাৎক্ষণিক করণীয় :
যদি আপনি মনে করেন যে কোনও ব্যক্তির হিটস্ট্রোক হয়েছে, তবে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নিন বা স্থানীয় জরুরী সেবা নম্বর কল করুন।

চিকিৎসক বা অ্যাম্বুলেন্স আসার আগেই রোগীকে ঠান্ডা ছায়ায় নিয়ে আসুন। অতিরিক্ত জামাকাপড় থাকলে খুলে ফেলুন। ঠান্ডা পানি গায়ে ঢালুন, ভিজা তোয়ালে গায়ে জড়িয়ে দিন, বাতাস করুন।

রেফারেনস: মায়ো ক্লিনিক হোম রেমেডিস




মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৪ রাত ১০:২০

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশে মানুষের আইন কে যেমন সঠিক কাজে লাগায় না, রোগ ও না বুঝে আসে,

২| ০৩ রা মে, ২০২৪ রাত ১১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিটস্ট্রোকে লোক মরল, এখন মরছে বজ্রপাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.