![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আমাদের দেশে কিছু হোক আর না হোক দালাল জন্ম দিয়েছে প্রচুর। আপনি যদি এখনও দালালের যন্ত্রনা ভোগ না করে থাকেন এর অর্থ এই নয় আপনি ভাগ্যবান, না মোটেও না! আপনি অবশ্যই আগামীতে দালাল দ্বারা যন্ত্রনা ভোগ করবেন এবং এটি নিশ্চিত।
জায়গা জমি বাড়ি গাড়ি এমনকি গরু কিনতেও আছে দালাল। আশা করি গরু দালালের সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। দেশে আছে মানব পাচারের দালাল। আছে চাকরির বাজারের দালাল। আছে সরকারি হাসপাতালে দালাল। এমনকি বেসরকারি হাসপাতালেও দালাল আছে। প্রশ্নপত্র ফাঁসে আছে দালাল, ভালো মন্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যও দালাল আছে। এছাড়া বিয়ে বাজারে দালাল আছে যাকে আমরা ঘটক নামে চিনি! ট্রেনের টিকেট লঞ্চের টিকেটেও আছে দালাল যাকে আমরা ব্ল্যাকার নামে চিনি। ৭০ ও ৮০’এর দশকে যারা সিনেমা হলে সিনেমা দেখেছেন টিকেট করতে হতো ব্লাকের মাধ্যমে! ব্লাক ম্লাক কিছু না উহা আসলে একজন দালাল।
আছে রাজনৈতিক দালাল। গুন্ডা পান্ডা হওয়ার মতো পেশী শক্তি / পারিবারিক শক্তি / ও গোষ্ঠীগত শক্তি না থাকার কারণে এরা হয়ে যায় রাজনৈতিক দালাল। বিএনপির দালাল, জামাত শিবিরের দালাল, আওয়ামী লীগের দালাল। আমার লেখা যারা কম বেশি পড়েছেন তারা অবশ্যই পড়ে থাকবেন “আওয়ামী লীগ, বিএনপি, জামাত” হচ্ছে একটি পূর্ণাঙ্গ দলের তিনটি ভগ্নাংশ মাত্র। প্রতিটি ভগ্নাংশ দলের আবার বহু বহু সিস্টার কনসার্ন আছে। এই তিনটি ভগ্নাংশ দল হচ্ছে বাংলাদেশের ডাস্টবিন। ডাস্টবিনকে বারংবার সংসদে উঠিয়ে আনা হয়েছে! এবং এই ডাস্টবিন সংসদ সরকার আইন প্রশাসনকে নষ্ট করেছে। এর জন্য দায়ী বাংলাদেশের আমজনতার বড় একটি অংশ! - যাদের জন্মই হয়েছে অন্যের দ্বারা প্ররোচিত ও প্রভাবিত হওয়ার জন্য, বায়েস্ট হওয়ার জন্য। এদের ঈশ্বর আল্লাহ ভগবান হচ্ছে - জামাত, বিএনপি, আওয়ামী লীগ! এরা ঈশ্বর আল্লাহ ভগবানের নামে প্রার্থনা করে না, এরা প্রার্থনা করে জামাত, বিএনপি, আওয়ামী লীগের নামে। এই তিন ভগ্ন ডাস্টবিনের কারণে বাংলাদেশে কোনো ভালো রাজনৈতিক দল তৈরি হতে পারেনি।
আমাদের দেশের মানুষ দালালি করে করে যেইভাবে আওয়ামী প্রেম, বিএনপি প্রেম, ও জামাত প্রেমে অন্ধ হয়! তার থেকে মাত্র ১০% যদি নিজ কাজে মনোযোগী হতো তাহলে এই দেশ ভিক্ষার থালা হাতে ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় না। আমেরিকার ট্যাক্স নিয়ে চিন্তা করতে হয় না! দেশে বেকার থাকতে হয় না! প্রবাসেও যেতে হয় না। পেট্রোলিয়ামের দেশ সাউদি আরবে হেন দেশের লোক নাই যারা চাকরি করছে না! আর বাংলাদেশে ছিলো গ্যাস - আর কিছুদিন পর হবে শেষ।
বহু বহু দালাল কার নামে কি আর কতো হ্যাশট্যাগ হবে! কানা’কে কানা বললে রাগ করে, ঠিক তেমনই দালাল’কেও দালাল বললে হ্যাশট্যাগ দিলে রাগ করে। সবচেয়ে লজ্জাকর বিষয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ এ আজ ৫০ বছর হয়ে গিয়েছে। তারপরও দেশ ভরে আছে ভারতীয় দালাল আর পাকিস্তানি দালালে। প্রতিটি মানুষ যেই সমাজে বসবাস করে সেই সমাজে হাজার হাজার মানুষের বসবাস। একজন দালালকে সেই সমাজে দালাল হিসেবেই চিনে। উক্ত ব্যক্তি নিজ নামের অগ্রভাগে নিজেই হ্যাশট্যাগ দিয়েছেন। দালাল হ্যাশট্যাগের জন্য সমাজ, পরিবেশ ও দেশ কেউ দায়ী নন। দায়ী সে নিজে।
পরিশিষ্ট: আমাদের সময়ে সবচেয়ে ঘৃণ্য দালাল ছিলো সিনেমা হলের দালাল আর দেশদ্রোহী দালাল তথা ১৯৭১এর দালাল। পাকিস্তানি দালাল ও ভারতীয় দালাল একই। এরা উভয়ে বাংলাদেশের জন্য নর্দমা। আপনি স্বাধীন মানুষ - এখন আপনার বিষয়, আপনি নর্দমা কি ডাস্টবিনে রাখবেন, নাকি তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখবেন। সম্পূর্ণ আপনার বিষয়। ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঘরের শত্রু বিভীষণ আর মীরজাফর যদি থাকে তাহলে কার দোষ কেনো দিবেন?
২| ০৮ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক।
দালাল সর্বত্র।
০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আফসোস! এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কাকে বলে বলতে পারেন?
৩| ০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৭
রাসেল বলেছেন: ১০০% সহমত প্রকাশ করছি। যোগ করছি, যারা দালালির প্রতি ঘৃণা প্রকাশ করে মুখে ফেনা তুলে অনেকক্ষেত্রে তারাও দালাল। আশা করি আপনি এই ব্লগেও তা চিনতে পেরেছেন।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কি আর লাভ, যা হওয়ার হয়ে গিয়েছে। তারপরও দালাল চিনেছি দালাল কতো প্রকার ও কি কি? ভবিষ্যতে আরও চিনবো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৪| ০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত ও পাকিস্তানের দালাল ব্যতীত আরো এক শ্রেণীর দালাল বাংলাদেশে আছে।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
অসংখ্য দালাল। দালালে দালালে সয়লাব দেশ। রাজাকার হচ্ছে রাজাকার। রাজাকার হচ্ছে নষ্ট নর্দমার কীট।
৫| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: দালালদের আমি ভয় পাই।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভয় পাওয়ার কিছু নেই। দালাল দেখতে মানুষের মতোই। হাত পা চোখ নাক মুখ সব মানুষের মতো।
৬| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: চাঁদগাজিকে ব্যান করা হয়েছে। তাকে ছাড়া ভালো লাগে না। তাকে আনার ব্যবস্থা করুন। প্লীজ।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি চাঁদগাজী সাহেব কে অনেক অনেক বুঝানোর চেষ্টা করেছি, যেনো তিনি: -
১। নিজ পোস্টে বা ভিন্ন কারও পোস্টে - ব্লগের কাউকে নিয়ে যেনো ভালো মন্দ কোনো কথা না বলেন।
২। অন্যের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
সমাজ দেশ রাজনীতি নিয়ে নিজের পোষ্ট লিখুন। ব্লগারদের বলার কিছু নেই, ব্লগার রসগোল্লা খাবেন নাকি নর্দমা খাবেন সেই চিন্তা তো চাঁদগাজীর হওয়া উচিত না। তিনি এই কথা বুঝতে পারেননি, হয়তো আমার কথা হিব্রু ভাষা ছিলো, আর তাই তিনি বুঝতে অক্ষম। চাঁদগাজীর বিষয়ে আমি কাল্পনিক ভালোবাসা’কে অনুরোধ করেছি, তিনি সেই অনুরোধ রেখেছেন। কিন্তু চাঁদগাজী আমার অনুরোধ রাখেননি। আমার অনুরোধের কোটা শেষ। - এখন আর কি করতে পারি? এখন বাদবাকি জীবন চাঁদগাজী অন অফ হতে থাকবেন। বাত্তি অন / বাত্তি অফ - এটি চাঁদগাজীর নিয়তি, মনে হয়।
আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। দয়াকরে চাঁদগাজী বিষয়ে আমাকে অনুরোধ করবেন না। চাঁদগাজী দেশে আসলে আপনাকে জানাবো, আপনি সপরিবারে চলে আসবেন। আপনার জন্য অবশ্যই অবশ্যই সাত পদের রান্না থাকবে এবং সাথে থাকবে টক দই।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৭| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭
মোগল সম্রাট বলেছেন:
সচিবালয় থেকে পতিতালয় সব যায়গাই দালালময়।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
দালাল দেখতে মানুষের মতোই। হাত পা চোখ নাক মুখ সব মানুষের মতো। “ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়। বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়। মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো।” - আমার অত্যন্ত প্রিয় সিনেমা “দস্যু বনহুর” ছবির গান।
ধন্যবাদ।
৮| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪২
মোগল সম্রাট বলেছেন:
সচিবালয় থেকে পতিতালয় সব যায়গাই দালালময়।
০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
১০০ ভাগ সঠিক কথা বলেছেন। ২য় বিষয়টি আমি ইচ্ছে করেই লিখিনি, আপনি লিখে দিয়েছেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৯| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৯
কিরকুট বলেছেন: এই দুই দালাল গোষ্টি কে বস্তায় ভড়ে সাত চক্কর লাগিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়া যায় না?
০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাকে ধারণা দিন, ১০০ কিলোগ্রাম ধারণ ক্ষমতা সম্পন্ন কতো কোটি ছালার বস্তা লাগতে পারে? আপনি এই প্রশ্নটি আপনার বন্ধু বান্ধবকেও করতে পরেন।
১০| ০৯ ই আগস্ট, ২০২৫ রাত ২:২০
ক্লোন রাফা বলেছেন: দালালী কিন্তু একটি পেশা/ দালালি করতে পারাটাও এক প্রকার প্রতিভা । উন্নত বিশ্বের প্রচুর মানুষ এই পেশায় জড়িত। এমন কোন সেক্টর নাই যেখানে তারা কাজ করে না।
আপনি যা বলতে চেয়েছেন সেটা হলো অন্ধের দেশে আয়না বিক্রি করা। সেটা খুবই বিপজ্জনক পর্যায়ে চলে গেছে ৫৪ বছরের বাংলাদেশে।
চাঁদ গাজী আসলে চায় যা সেটাই তাঁর ব্লগিং পদ্ধতি । উনার উচিত নিজে একটি ব্লগ সৃষ্টি করে সেখানে লেখা লেখি করা।তাহলে কেউ তাকে ব্যান করতে পারবে না। সামাজিক মাধ্যমে লিখতে হোলে , যেখানে লিখছেন তার নীতিমালা মেনেই লিখতে হবে। আপনার আমার ভালো না লাগলেও।
ধন্যবাদ॥
০৯ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজাকার বাংলাদেশের প্রধান সমস্যা না ! - রাজাকার হচ্ছে বাংলাদেশের একমাত্র একমাত্র শুধুমাত্র একমাত্র প্রধান সমস্যা। মিসলিডিং আর মিসগাইড যে কি পরিমাণ বিপর্যয় আনতে পারে তার বড় নমুনা বাংলাদেশে দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি।
চাঁদগাজী যদি ফেসবুকে লেখালেখি করতেন বা ইউটিউবে ভিডিও ব্লগিং করেতন তাহলে এই ব্যক্তি ইন্টারন্যাশনাল চরিত্র হতে পারতেন। তাতে আমার কোনো সন্দেহ নেই।
আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।
১১| ০৯ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ কুতুব বলেছেন: রাজাকার বাংলাদেশের প্রধান সমস্যা না ! - রাজাকার হচ্ছে বাংলাদেশের একমাত্র একমাত্র শুধুমাত্র একমাত্র প্রধান সমস্যা। মিসলিডিং আর মিসগাইড যে কি পরিমাণ বিপর্যয় আনতে পারে তার বড় নমুনা বাংলাদেশে দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি।
এই শিরোনামে লেখাটা আমার ছিলো । আমাকে সরাসরি বলতে পারতেন কেন এমন লিখেছি ? আমি চাদগাজি যা বলেছেন তাই বলেছি। ।
১১ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী যা লিখেছে - আমি তাই বলেছি। আপনি কি লিখেছেন তা আমি পড়িনি।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৫
কামাল১৮ বলেছেন: দালাল শব্দটি পঁচেগেছে।যুত্সই একটি প্রতিশব্দ চালু করতে হবে।
আমরা হয়েগেছি বৃহত শক্তির পুতুল।সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে শিক্ষা দরকার তা আমাদের নাই।দেশ প্রমের বড় অভাব।