| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষক দিবস...
ভোর নয়টা!!
টিউশনিটা পেয়েছি প্রায় দেড় বছর।
২০১৭ এর প্রথম দিকে কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক হিসেবে চাকরিটা পাবার পর জনগণ, পাড়া-প্রতিবেশী খানিক চোখ গোল গোল করে আজকের দিনে যে এতো ছোট, দেখতে বাচ্চার মত হয়েও শিক্ষকের চাকরি পাওয়া যায় সেইটা প্রতিপন্ন করার চেষ্টা করলেন। কেউ কেউ পেছনে গালমন্দ করে ক্ষান্ত হলেন। কিন্ত শুরুতেই এলাকার ই কেউ কেউ টিউশনির আবেদন জানালো। আমিও কিছু না ভেবেই শুরু করলাম টিউশনি আর স্কুলের শিক্ষক জীবন। সেই থেকে একজন দুজন করে বেড়েই চলেছে
©somewhere in net ltd.