নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একজন মা’বুদ আছে। আর আমি মহান সৃষ্টিকর্তায় বিশ্বাসী একজন মানুষ।

ভগবান গণেশ

আমার একজন মা’বুদ আছে। আর আমি মহান স্রষ্টাকে ভালোবাসি। তিনিই আমাদের সকল শক্তির উৎস।

ভগবান গণেশ › বিস্তারিত পোস্টঃ

আমি ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। আর আমার একজন মা\'বুদ আছেন

১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আমি ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। আর আমার একজন মা'বুদ আছেন

আমার একজন ঈশ্বর আছেন। মানে, আমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন। আরও ভালোভাবে বললে বলা যায়, আমাদের একজন প্রতিপালক আছেন। আর আমার আছেন একজন মা'বুদ। আমি তাঁর দাস মাত্র। আমি ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ।

আমি কখনও নাস্তিক হবো না। আর আমি নাস্তিক হওয়ার জন্য ব্লগে আসিনি। আমি সবসময় আস্তিক থেকেই ব্লগে মুক্তচিন্তাচর্চা করে যাবো। পৃথিবীতে বহু নাস্তিক রয়েছে। বলা যায়, পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন নাস্তিক। তবুও আমি পরের মুখে ঝাল খেতে চাই না। আমি আমাদের পিতামহ-পিতা-গুরুজনদের দেখানো পথেই হাঁটবো। কোনো নাস্তিকের মুক্তচিন্তা কিংবা বিকৃতচিন্তা আমাকে কখনও প্রভাবিত করতে পারবে না। আমি কখনও ধর্মের বিরুদ্ধে নই---আমি সবসময় ভণ্ডের বিরুদ্ধে।

আশা করছি: আমি ধীরে-ধীরে ভালো-ব্লগারদের খুঁজে নিতে পারবো। আর তাঁদের অনুসরণও করতে পারবো।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আচার্য বাঙালি বলেছেন: ভালো লিখেছেন। ব্লগে স্বাগতম। আর শুভকামনা।

১৯ শে মে, ২০১৬ রাত ৮:৩৬

ভগবান গণেশ বলেছেন: শুনে খুশি হলাম। আপনাকেও স্বাগতম। আর ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলা যায়, পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন নাস্তিক
কে কইছে?

১৯ শে মে, ২০১৬ রাত ৮:৩৫

ভগবান গণেশ বলেছেন: ভাই, মানুষের মুখে শুনি। আর মানুষের হাবভাব দেখি তাই।
আপনাকে ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:১৭

বিবেক ও সত্য বলেছেন: যা সত্যে তা গ্রহণে সর্বদা প্রস্তুত থাকা ও চিন্তা জগতে এমন সবকিছু যাই তা হোক যদি তা যৌক্তিক ও গ্রহণযোগ্য তা গ্রহণ করে জীবন যাপন করাই সত্যিকার মানুষের কাজ। অন্ধ বিশ্বাসের চেয়ে, যুক্তি ও বিচার-বিবেচনা শক্তির উপযুক্ত ব্যবহারই সত্যিকার মানুষের কাজ

৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:১৯

বিবেক ও সত্য বলেছেন: স্রষ্টায় বিশ্বাস: কারা সঠিক?
যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের কাছে প্রমান বলতে একমাত্র যুক্তি আছে।অপরদিকে যারা স্রষ্টায় অবিশ্বাসী (নাস্তিক) তাদের কাছেও তাদের কথার স্বপক্ষে যুক্তি আছে। কাদের যুক্তি কি ও তা কতটুকু যুক্তিযুক্ত তা আলোচনার পূর্বে স্রষ্টার পরিচয় সম্পর্কে আলোচনা বেশি গুরুত্বপূর্ণ।
স্রষ্টা ও সৃষ্টি:
১. স্রষ্টা: স্রষ্টার কোন শুরু নেই, শুরু থাকলে তিনি স্রষ্টা নন। কিন্তু শুরু নেই বলা যত সহজ কথাটি বাস্তবে কল্পনা করা বহুগুন কঠিন।যত বিলিয় বছর আগের কথাই বলুন না কেন একটি শুরু তো থাকা মানবীয় জ্ঞান দাবি করে। সুতরাং বিষয়টি বোধগম্য নয়। তবে স্রষ্টা যদি থেকে থাকেন তাহলে তার শুরু আছে কথা কখনই গ্রহণযোগ্য নয়।
সকল সৃষ্টির শুরু আছে এবং থাকতেই হবে। শুরু থাকাটাই সৃষ্টির গুণ।
২. যদি বলা হয় স্রষ্টার জীবন আছে-এ কথাটিও গ্রহণযোগ্য নয়।প্রশ্ন আসে স্রষ্টার জীবন বা জান কে সৃষ্টি করেছে?
সৃষ্টির জীবন আছে যা স্রষ্টা সৃষ্টি করেছে। একটি প্রাণীর মাঝে যতক্ষন তার জান থাকে ততক্ষন জীবন স্পন্দন থাকে। সুতরাং সৃষ্টি জীবনের মুখাপেক্ষি।
৩. স্রষ্টা সর্বশক্তিমান- এ কথাটিও গ্রহণযোগ্য নয়। সর্বোশক্তি বলতে সকল শক্তি বুঝায়। ’সর্ব’ বা ’সকল’ শব্দটি সীমিত কোন কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যদি বলেন অসীম শক্তির অধিকারী তাও যৌক্তিক নয়। কারন স্রষ্টাকে কোন শক্তির অধিকারি হতে হয় না। তিনি তো ‘শক্তি’রই স্রষ্টা কর্তা। ’শক্তি’ নিজেই একটি সৃষ্টি। স্রষ্টা তো উহার মুখাপেক্ষি হতে পারেন না।
৪. স্রষ্টা বিনা উদ্দেশ্য কিছুন করেন কি?
স্রষ্টা বিনা উদ্দেশ্য কিছু করেন না এ কথাও যেমন গ্রহণযোগ্য নয়, আবার উদ্দেশ্য ছাড়া কিছু করেন তাও গ্রহণযোগ্য নয়। সৃষ্টি ’উদ্দেশ্য’র মুখাপেক্ষি, স্রষ্টা নয়। উদ্দেশ্য বলতে কোন লক্ষ্য অর্জন বোঝায়। স্রষ্টার কোন লক্ষ থাকতে পারে না, লক্ষ থাকে সৃষ্টির। যার কোন কিছু প্রয়োজন আছে সেই কিছু অর্জনের জন্য লক্ষ্য নির্ধারন করেন। স্রষ্টা সকল প্রয়োজনের উর্ধ্বে। স্র
আবার স্রষ্টা খেলাচ্ছলে কিছু করেন বললে প্রশ্ন আসে- স্রষ্টা কি বিনোদনের মুখাপেক্ষি?
৫. যদি বলা হয় স্রষ্টার ইচ্ছা হলে অমুক কাজ করেন-প্রশ্ন হল স্রষ্টার কি মন আছে? স্রষ্টার কি ইচ্ছা জাগরিত হয় যেভাবে মানুষের মনে বিভিন্ন ইচ্ছা জাগরিত হয়ে থাকে?মানুষের মনে যখন কোন ইচ্ছা জাগে তখন বলা হয় স্রষ্টা সে ইচ্ছা জাগিয়েছে, কিন্তু স্রষ্টার মনে কে ইচ্ছা জাগায়।যদি বলা হয় স্রষ্টার মনে ইচ্ছা এমনিতেই জাগে কেউ জাগায় না, তাহলে তো এ কথা মানা হবে সৃষ্টিও এমনিতেই হয় কেউ সৃষ্টি করে না।বস্তুত: স্রষ্টার মনে ইচ্ছা জাগে কথাটি স্রষ্টার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

মানুষ নাস্তিক কেন হয়?
নাস্তিকেরা দু’টি প্রধান যুক্তির কারনে নাস্তিক হয়। যুক্তি দু’টি হল:
ক)তারা পৃথিবীতে বিদ্যমান কোন ধর্মেই স্রষ্টা, সৃষ্টির কারন ও মহাবিশ্ব ইত্যাদি সম্পর্কে গ্রহণযোগ্য,বিজ্ঞোচিত ও যৌক্তিক জবাব ও নির্দেশনা পায়নি
খ)আর স্রষ্টা সম্পর্কে উল্লেখিত প্রশ্নের মত বহু প্রশ্নের কারনে।
আস্কিক,বিশেষত:মুসলমানদের যুক্তি:
ক)আল কুরআনেই স্রষ্টা, সৃষ্টির কারন ও মানুষের পরিণতি সহ মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে।
খ) স্রষ্টা সম্পর্কে উপরোক্ত প্রশ্ন উত্থাপন করলে তাদের জবাব স্রষ্টা সম্পর্কে এত প্রশ্ন করা ঠিক নয়।
বিশ্লেষণ:
মুসলমানগন কুরআনের পক্ষে কথা বলে এর প্রধান কারন তারা মুসলিম বংশে জন্মগ্রহণ করেছে।কুরআন আসলে স্রষ্টার বিধান হওয়ার যোগ্য কিনা তা কোন মুসলমান মাথায়ও আনে না। তারা শুধু পক্ষের লোকদের থেকে কুরআনের পক্ষের গুনগান শুনতে পছন্দ করে, কেউ সমালোচনা করলে তাকে অপছন্দ করে। নিজের ভূল তো সমালোচক তথা যিনি বা যারা ভূলকে খুজে পেয়েছে তাদের থেকে জানার কথা, তাদেরকে শত্রু মনে করলে সত্যে কখনো জানা যায় না।
এবার আসি স্রষ্টার ব্যপারে। আপনি যখন স্রষ্টার অস্তিত্বের পক্ষে যুক্তির আশ্রয় নেন যে সবকিছু এমনে এমনে সৃষ্টি হতে পারে না, এত সুশৃঙ্খল সৃষ্টি অটোমেটিক হয়েছে তা বিশ্বাস করা অযৌক্তিক ঠিক তদ্রুপ আপনাকে স্রষ্টা সম্পর্কে বাকি প্রশ্নগুলোরও যৌক্তিক উত্তর দিতে হবে। আপনি প্রশ্ন করা থামিয়ে দিতে পারেন না। তাহলে নাস্তিকেরা আপনার প্রশ্ন- এতসুন্দর সুশৃঙ্খল সৃষ্টি স্রষ্টা ছাড়া অটোমেটিক কিভাবে হতে পারে? থামিয়ে দিতে পারে এ বলে যে এ বিশাল সৃষ্টির কাছে আমরা কিছুই নই; সুতরাং এ প্রশ্ন করা ঠিক নয়।আপনি একটি প্রশ্নের যৌক্তিক উত্তর খুজবেন আর অপর প্রশ্নগুলো যেগুলোর উত্তর দিতে গিয়ে আপনি বেকায়দায় পড়ে যান সেগুলোর ব্যপারে প্রশ্ন করা থামিয়ে দেয়ার জন্য বলবেন যে ওসব প্রশ্ন করা ঠিক নয় সেটা গ্রহণযোগ্য নয়।

১৯ শে মে, ২০১৬ রাত ৮:৩৮

ভগবান গণেশ বলেছেন: ভাই, এতো বুঝতে গেলে বিপদ। আমি শুধু ধর্ম মানি। আর আমার ঈশ্বরে বিশ্বাস আছে।
আপনাকে ধন্যবাদ।

৫| ০১ লা জুন, ২০১৬ রাত ১:২০

বিবেক ও সত্য বলেছেন: আমার কথাগুলোর মধ্যে থেকে কোন কথাটি বুঝতে গেলে কি বিপদ তা যদি বুঝিয়ে বলতেন তাহলে আমিও শুধরে নিতাম। আর যদি তা না বলে বলেন যে ’ভাই এতকথা শুনতে গেলে তাল গাছটা হারানোর ভয়, সুতরাং এতকথা শুনতে চাই না, তালগাছটা আমার, আমি শুধু এই বুঝি, তাহলে ভিন্ন কথা।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:৪৬

মহা সমন্বয় বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম !:#P
লেখা চালিয়ে যান আমিও আপনার মত হতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.