নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনাস মাহমুদ

আনাস মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের শাস্তি সম্পর্কে আল কোরআন যা বলে।

০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪



ﻭَﻟَﺌِﻦْ ﺳَﺄَﻟْﺘَﻬُﻢْ ﻟَﻴَﻘُﻮْﻟُﻦَّ ﺇِﻧَّﻤَﺎ ﻛُﻨَّﺎ ﻧَﺨُﻮْﺽُ ﻭَﻧَﻠْﻌَﺐُ ﻗُﻞْ
ﺃَﺑِﺎﻟﻠﻪِ ﻭَﺁﻳَﺎﺗِﻪِ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪِ ﻛُﻨْﺘُﻢْ ﺗَﺴْﺘَﻬْﺰِﺋُﻮْﻥَ. ﻻَ ﺗَﻌْﺘَﺬِﺭُﻭْﺍ ﻗَﺪْ
ﻛَﻔَﺮْﺗُﻢْ ﺑَﻌْﺪَ ﺇِﻳْﻤَﺎﻧِﻜُﻢْ ﺇِﻥْ ﻧَﻌْﻒُ ﻋَﻦْ ﻃَﺎﺋِﻔَﺔٍ ﻣِﻨْﻜُﻢْ ﻧُﻌَﺬِّﺏْ
ﻃَﺎﺋِﻔَﺔً ﺑِﺄَﻧَّﻬُﻢْ ﻛَﺎﻧُﻮْﺍ ﻣُﺠْﺮِﻣِﻴْﻦَ
‘আর যদি তাদেরকে জিজ্ঞেস কর, তবে
তারা বলে দেবে-আমরা তো শুধু আলাপ-
আলোচনা ও হাঁসি-তামাসা করছিলাম; তুমি
বলে দাও, তবে কি তোমরা আল্লাহ, তাঁর
আয়াতসমূহ এবং তাঁর রাসূলের প্রতি হাসি-
তামাসা করছিলে? তোমরা ওযর-আপত্তি
পেশ কর না, তোমরা তো ঈমান আনার পর
কুফরী করছ; যদিও আমি তোমাদের কতককে
ক্ষমা করে দেই, তবুও কতককে শাস্তি দিবই,
কারণ তারা অপরাধী ছিল’ (তওবা ৯/৬৫-৬৬)
। অন্যত্র তিনি বলেন,
ﺇﺎَﻤَّﻧِ ﺟَﺰَﺍﺀُ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻳُﺤَﺎﺭِﺑُﻮﻥَ ﺍﻟﻠﻪَ ﻭَﺭَﺳُﻮْﻟَﻪُ ﻭَﻳَﺴْﻌَﻮْﻥَ ﻓِﻲ
ﺍﻟْﺄَﺭْﺽِ ﻓَﺴَﺎﺩًﺍ ﺃَﻥْ ﻳُﻘَﺘَّﻠُﻮْﺍ ﺃَﻭْ ﻳُﺼَﻠَّﺒُﻮْﺍ ﺃَﻭْ ﺗُﻘَﻄَّﻊَ ﺃَﻳْﺪِﻳْﻬِﻢْ
ﻭَﺃَﺭْﺟُﻠُﻬُﻢْ ﻣِﻦْ ﺧِﻼَﻑٍ ﺃَﻭْ ﻳُﻨْﻔَﻮْﺍ ﻣِﻦَ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺫَﻟِﻚَ ﻟَﻬُﻢْ
ﺧِﺰْﻱٌ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﻟَﻬُﻢْ ﻓِﻲ ﺍﻟْﺂﺧِﺮَﺓِ ﻋَﺬَﺍﺏٌ ﻋَﻈِﻴْﻢٌ.
‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ
করে, আর ভূ-পৃষ্ঠে অশান্তি (ফিতনা) সৃষ্টি
করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে,
তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো
হবে। অথবা একদিকের হাত ও অপরদিকের পা
কেটে ফেলা হবে, অথবা নির্বাসনে পাঠানো
হবে। এটা তো ইহলোকে তাদের জন্য ভীষণ
অপমান, আর পরকালেও তাদের জন্য ভীষণ
শাস্তি রয়েছে’ (মায়েদা ৫/৩৩) ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.