নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পর্বে শারীরিক উপকারিতা নিয়ে কিছু কথা বলেছিলাম। এই পর্ব মানসিক উপকারিতার উপর।
আমেরিকার বিখ্যাত Mayo Clinic এ ব্যাপারে তাদের কিছু অবজার্ভেশান প্রকাশ করেছেঃ
হাসির স্বল্পমেয়াদী উপকারিতা: তাৎক্ষনিক মানসিক চাপ কমাতে হাসির কোন বিকল্প নাই, আর উচ্চ মানসিক চাপ কি ক্ষতি করে তাতো আমাদের সবারই জানা। একটা নির্মল হাসির পর আপনার যে ঝরঝরে সতেজ অনুভূতি হবে তা কোন ওষুধই আপনাকে দিতে পারবে না।
হাসির দীর্ঘমেয়াদী উপকারিতা: নিয়মিত হাসি আস্তে আস্তে আপনার বিভিন্ন পেশিকে শিথিল করে তুলবে। মেডিটেশান, যোগব্যায়ামও ঠিক এই কাজটাই করে। মানসিক চাপ কম থাকলে আপনি যে কোনও কঠিন সমস্যাতেও বিচলিত হবেন না। হাসি আপনাকে সামাজিক করে তুলবে, তাতে করে নিঃসন্দেহে আপনার বন্ধু ও সামাজিক যোগাযোগ বাড়বে।
এবার কিছু জোকস, দেখেন হাসতে পারেন কিনা......
এক বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, মানুষ কিভাবে এলো?
বাবা: আদম (আঃ) এবং বিবি হাওয়া বাচ্চা জন্ম দিল, সেই বাচ্চারা বড় হয়ে আবার বাচ্চা জন্ম দিল......এভাবে।
বাচ্চা দৌড়ে অন্য ঘরে তার মাকে গিয়ে একই কথা জিজ্ঞেস করলো,
মা বললো: আমাদের পূর্বপুরুষরা আগে বানর ছিল, পরে আস্তে আস্তে পরিবর্তন হয়ে তারা আজকের মানুষের রুপ পেলো।
বাচ্চা আবার দৌড়ে বাবার কাছে এসে মার দেয়া উত্তর বাবাকে বলে বললো: তুমি কি আমাকে মিথ্যা বলেছো?
বাবা: না বাবা, তোমার মা তোমাকে তার পূর্বপুরুষদের কথা বলেছে!
এক মধ্যবয়সী লোক জীবনে প্রথম গ্রাম থেকে শহরে এসেছে তার বউ আর ছেলেকে নিয়ে। এক শপিং কমপ্লেক্সে বউ দোকানে জিনিস দেখছে, আর লোকটা ছেলেকে নিয়ে বাইরে দাড়িয়ে কমপ্লেক্সের চারদিক দেখছে। হঠাৎ দেখে এক বৃদ্ধা এক দরজার সামনে দাড়ালো, দরজা নিজে থেকেই খুলে গেল। মহিলা ভিতরে যাওয়ার পর দরজা বন্ধ হয়ে গেল। ওই লোকের লিফট সম্পর্কে কোন ধারনাই ছিল না। সে চিন্তা করতে লাগলো যে মহিলাটি কোথায় গেলো!
একটু পর আবার দরজা খুলে গেল আর এক দারুন সুন্দরী বের হয়ে এলো। সুন্দরীকে দেখে তো তার চক্ষু ছানাবড়া; ছেলেকে ফিস ফিস করে বললো, এই যা....তোর মাকে তাড়াতাড়ি নিয়া আয়!
শিক্ষকঃ বলো তো, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দিবেন?
আবুলঃ কোনো টাকাই দিবেন না, স্যার!
শিক্ষকঃ গাধা! এখনো এই অঙ্কই জানো না?
আবুলঃ আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার!
মা-কচ্ছপ আর শিশু-কচ্ছপ হেটে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে।
শিশু-কচ্ছপ মাকে জিজ্ঞেস করলো, মা, আমি একটু রাস্তার ওপারে যাই?
মা-কচ্ছপ: না, খবরদার! ওপারে যাবে না। দু’ ঘণ্টা পরে এই রাস্তা দিয়ে একটা বাস যাবে।
এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিল...হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে হয়ে গেলে এক লোক তাকে নিয়ে একটা খাঁচায় রাখল। একটু পর কবুতরের জ্ঞান ফিরলো, খাঁচার ভিতর নিজেকে দেখে বলল,
হায় আল্লাহ! আমি জেলে....!! গাড়িওয়ালা কি মারা গেছে নাকি...??
সবশেষে ইন্জিনিয়ার বনাম ডাক্তার এর একটা গল্প:
এক ইন্জিনিয়ার কিছুতেই ভালো একটা চাকুরি পেলো না। তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিলো,
''৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করানো হয়, বিফলে এক হাজার টাকা ফেরৎ।''
এক ডাক্তার ভাবলো এক হাজার টাকা রোজগার করার একটা দারুণ সুযোগ!
তো সে সেই ক্লিনিকে গেলো আর বলল,
আমি যাই খাই তাতে কোন স্বাদ পাই না ।
ইন্জিনিয়ার তার নার্সকে বলল, ২২ নাম্বার বক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও ওনাকে। নার্স খাইয়ে দিলো।
রুগী (ডাক্তার) – আরে!!! এটা তো পেট্রোল দিলেন!
ইন্জিনিয়ার – দারুন!!!!!!! দেখলেন তো আমাদের ক্লিনিকের যাদু! আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন। এবার আমার ৩০০ টাকা ফী দিয়ে দেন।
ডাক্তার টাকাটা দিয়ে চলে গেলো আর ভাবল, একে টাইট করতে হবে আর পয়সাটাও উসুল করতে হবে। তাই আবার কিছুদিন পর সে এলো।
ডাক্তার – আমার মেমরী কমে গেছে। কিছুই মনে থাকেনা।
ইন্জিনিয়ার – নার্স, এনাকে ২২ নাম্বার বক্স থেকে ৩ ফোটা খাইয়ে দাও তো!
ডাক্তার –কিন্তু স্যার, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ
ইন্জিনিয়ার – দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমরী ফিরে এসেছে, দিন আমার ৩০০ টাকা।
এবার ডাক্তার খুবই রেগে বাড়ি গেল আরও ৩০০ টাকা দিয়ে।
আবার কিছুদিন পর এসে বলল, স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে। একদমই দেখতে পাচ্ছি না!
ইন্জিনিয়ার – এর কোন ওষুধ আমার কাছে নাই। এই নিন আপনার ১০০০ টাকা।
রুগী (ডাক্তার) – কিন্তু এটা তো ৫০০ টাকার নোট!
ইন্জিনিয়ার – দেখলেন! আপনার দৃষ্টিও ফেরৎ এসে গিয়েছে। দিন আমার ৩০০ টাকা!
ইন্টারনেট থেকে সংকলিত
হাসির উপর ওষুধ নাই - ৩ (শেষ পর্ব)
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: ভবিষ্যতে আরও মগা দিবো....... , আশা রাখি।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বুগতে পারছি। আপনি এত মগা কই থেকে আনবেন?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬
ভুয়া মফিজ বলেছেন: আনুম...........আফনে কুনু ছিন্তা খইরেন না, নেট আছে না!!!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি তো ভুয়া। কেম্নে বিশ্বাস করি এ কথা?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০
ভুয়া মফিজ বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু......তর্কে বহুদুর। নামে কি আসে যায়? পচাঁ সাবানের নাম শুনেন নাই?
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: মজার ছিল।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। হাসি-খুশি থাকুন, সুস্থ জীবন যাপন করুন।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
সামিয়া বলেছেন: হাহাহাহা মজার ছিল
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
ভুয়া মফিজ বলেছেন: এভাবেই হাসতে থাকুন, আর ভালো থাকুন!
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
সনেট কবি বলেছেন:
ভুয়া মফিজের‘হাসির উপর ওষুধ নাই - ২’ পোষ্টে মন্তব্য-
না হেসে পারিনি ভুয়া জেনুইন হাসি
ভুয়ার পোষ্ট পড়ায় কিভাবে বেরুল?
সেটাই ভাবছি বসে চুলকিয়ে মাথা
বেকার কাজের ফাঁকে মন্দ নয় এটি।
পৃথিবী জ্ঞানে বিজ্ঞানে চলছে এগিয়ে
আমারা সেথায় বসে হাসাহাসি করি
থাকতে স্বাস্থ্য ও সুখে চলতে পিছনে
সেথায় প্রত্যহ ঝোটে নতুন সমস্যা।
আমার কথাকে রেখে ভুয়া হিসেবেতে
আশাকরি মনে কোন হবেননা রাগ
খোশমনে আশা করি এড়িয়ে যাবেন।
পরিশেষে ভুয়া এক দিচ্ছি দাওয়াত
আমার বাসায় এসে বেড়িয়ে যাবেন
এ ভক্তের অন্তরের সন্তুষ্টি বিধানে।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
ভুয়া মফিজ বলেছেন: দারুন সনেট.........এবং তাৎক্ষনিক, আপনার তুলনা ভাই আপনিই। দাওয়াত কবুল। ভালো থাকুন নিরন্তর!!!!!!!!!!
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২
সামিয়া বলেছেন: আপনিও ভালো থাকুন
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
ভুয়া মফিজ বলেছেন: আপনাদের শুভকামনাই তো আমার প্রেরণা!!!!
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩
নায়না নাসরিন বলেছেন: হা হা হা অনেক মজা লাগলো ভাইয়া
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে মজা দিতে পেরে আমি যারপরনাই আনন্দিত.......সবসময় এভাবে হাসিখুশি থাকুন।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
হারানোপ্রেম বলেছেন: দিন আমার ৩০০ টাকা
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫
ভুয়া মফিজ বলেছেন: কিল্লাই..........আপনে ডাক্তার নাকি ইন্জিনিয়ার?
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা দেখেই হাসি পেল। লেখাটা পড়ে মজা পেলাম। ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২
ভুয়া মফিজ বলেছেন: হাসির ছবি দেখে / লেখা পড়ে যাদের হাসি পায় তারা নিঃসন্দেহে সুস্থ মানুষ। দিন এবার আমার ৩০০ টাকা......
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ও বাবা তাহলে আমার লিখা যারা পড়ে তাদের টাকা দিবে কে ? হা . হা. হা............... ভাল থাকুন। ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
ভুয়া মফিজ বলেছেন: সেইটা তো আমার বিষয় না, আমার টাকা তো আমারে দিবেন, নাকি!!!!! আপনিও ভাল থাকুন।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ শেষেরটা মজার ছিল।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪
ভুয়া মফিজ বলেছেন: পোস্ট পড়ছেন, মজাও পাইছেন........এতেই আমি ধন্য
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১
যাযাবর চখা বলেছেন: ছবিটা আর শেষেরটায় দারুন মজা পেলাম
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬
ভুয়া মফিজ বলেছেন: আমার ব্লগে আগমনের জন্য আপনাকে ধন্যবাদ।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হা হা হা .......। মজা পেলাম।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
ভুয়া মফিজ বলেছেন: হে হে হে..........আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬
এডওয়ার্ড মায়া বলেছেন: পাইকারী হাসির ইমো দিলাম
ইমুর যথার্থ ব্যবহার
০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬
ভুয়া মফিজ বলেছেন: কোনটা রাইখা কোনটা দেখুম.....
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ফিল্মের ভিলেনদের মতো হাসলাম। এতে আমার শরীরের কী কোন উপকার হবে?
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
ভুয়া মফিজ বলেছেন: হাঃ হাঃ হাঃ হেনাভাই, আমিতো হাসির ডাক্তার না। তবে যতটুকু বুঝি ভিলেনদের হাসি ধান্দাবাজের হাসি, নির্মল হাসি না। উপকারের চান্স কম.......... । ভালো আছেন? পরবর্তী অপারেশান কবে?
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: অসুখ বিসুখ আর পারিবারিক ঝামেলায় হাসতেই ভুলে গিয়েছিলাম ভুয়া মফিজ
আপনার পরামর্শ মত মানসিক উপকারিতার জন্য কৌতুকগুলো পড়ে খুব একচোট হেসে নিলাম
এখন মনটা শান্তি শান্তি লাগছে
+
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
ভুয়া মফিজ বলেছেন: মানসিক চাপ যতো কমবে, ততো শান্তি শান্তি লাগবে আপা। তবে ডরায়েন না, আপনার জন্য পরামর্শ ফ্রি! ৩০০ টাকা ফি দেয়া লাগবে না.... ।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা হা হেসে নিই। সত্যি হাসা যে বড়ই কঠিন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
ভুয়া মফিজ বলেছেন: সত্যি হাসা যে বড়ই কঠিন আজ থেকে অভ্যাস করেন, এটা কোনো কঠিন কাজই না।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
মলাসইলমুইনা বলেছেন: নায়না নাসরিনের "রাত জেগে কাজ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে! "লেখাটা পরে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাই কিনা সেটা নিয়ে ভয়ে ভয়ে আছি তবুও হাসলাম আপনার লেখা পড়ে |অনেকখানি হাসলাম | অনেক ধন্যবাদ |
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪
ভুয়া মফিজ বলেছেন: ক্যান্সারের ঝুঁকি কিসে বাড়ে না সেইটা বলেন, এত হরেক রকম ক্যান্সার আর তার এত হরেক রকম ঝুঁকি, কয়টাকে সামলাবেন? তার চেয়ে আমাদের এই ছোট্ট জীবনটাকে উপভোগ করেন, আর হাসেন.......যতো পারেন!
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা হিহিহিহিহিহিহি ! !
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
ভুয়া মফিজ বলেছেন: হেসেই কুটি কুটি........... !!!
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭
ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩
আরিফ রুবেল বলেছেন: হাসি চলুক
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮
ভুয়া মফিজ বলেছেন: চলতেই থাকুক, হারিয়ে যেন না যায় আমাদের জীবন থেকে!
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
এম আর তালুকদার বলেছেন: যে আছো যত মন কষ্টে
হেসে যাও পড়ে ভুয়া মফিজের পোষ্টে।
পোষ্ট পড়ে ভাল হলে মন
আমার ব্লগে রইল নিমন্ত৾ন।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩
ভুয়া মফিজ বলেছেন: এমন একটা কমপ্লিমেন্টের পর নেমন্তন্ন কবুল না করে উপায় আছে? কিন্তু খাওয়াইবেন কি? আমি কিন্তু ঝাল খাই না, খালি মিষ্টি খাই!
২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: হুম, মজা পেলাম।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
ভুয়া মফিজ বলেছেন: যেভাবে হুম বললেন প্রথমে তো ভয়ই পেলাম। যাইহোক, মজা পেয়েছেন দেখে আশ্বস্থ হলাম।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো আছেন? পরবর্তী অপারেশান কবে?
আমি ভালো আছি ভাই। আমার পরবর্তী অপারেশনও হয়ে গেছে। এখন আমি দুই চোখেই ঝকঝকা, সরি, ফকফকা দেখতে পাচ্ছি। হাঃ হাঃ হাঃ। এটা সুস্থ হয়ে উঠার হাসি। এতেও কী আমার কোন উপকার হবে না?
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮
ভুয়া মফিজ বলেছেন: আলহামদুলিল্লাহ। এইবারের হাসিটা জেনুইন, উপকারের সম্ভাবনা ১০০০%।
২৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
ভুয়া মফিজ বলেছেন: বড় দেরি করে এলেন!!!! আপনারে তো ভাই আরো আগে আশা করেছিলাম। যাইহোক, better late than never....
২৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
তারেক ফাহিম বলেছেন: হাসলাম।
শেষেরটা বেশি ভালো লাগলো।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২
ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ। হাসি-খুশি থাকুন সবসময়!
২৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১
জুনিয়ার ব্লগার বলেছেন: একটু জোড় করে হাসলাম!!
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬
ভুয়া মফিজ বলেছেন: কেন? জোড় করে কেন? প্রানখুলে হাসুন! ইমো তো দিলেন প্রানখোলা হাসির......
৩০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
অরন্য সামির বলেছেন: ভাল লেগেছে ভাউ।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১
ভুয়া মফিজ বলেছেন: সেজন্যে আমার খুব খুশি লাগছে ভাউ!!!!!
৩১| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
মিরোরডডল বলেছেন:
কবুতর, কচ্ছপ, লিফট সবগুলো দারুণ!!
শেষেরটা বেস্ট
ভুম, এরকম জোকস পোষ্ট আরও চাই।
আরেকটা ঘটনা বলি হাসি যখন বিব্রতর কারণ হয়।
পরিচিত একজন মারা গেছে শুনে একজন দেখতে গেছে।
যিনি মারা গেছেন উনি একজন হিন্দু বয়স্ক বৃদ্ধা।
বয়স হলে ওরা অনেকে চুল একদম ছোট করে ফেলে, অনেকটা কদম ফুলের মতো।
তো সেই ডেডবডি চাদরে ঢাকা কিন্তু চাদরের মধ্যে দিয়ে ছোট ছোট দাঁড়ানো চুল বের হয়ে এসেছে।
সেই দেখে মৃত বাড়িতে হাসি কন্ট্রোল করতে পারেনি।
এই পরিস্থিতিতে হাসি খুবই আপত্তিকর এবং বিব্রতকর
২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০
ভুয়া মফিজ বলেছেন: এরকম পোষ্ট দিতে বহুৎ খাটুনি করতে হয়। প্রচুর জোকস পড়ে তারপরে সিলেক্ট করতে হয়। চান্স কম, বাট আই'ল ট্রাই মাই বেস্ট।
এই রকমের বিব্রতকর আর আপত্তিকর হাসির ব্যাপার আরো আছে। একটা কমন হলো, কেউ যদি আছাড় খায় বা পিছলে পড়ে। অন্যরা হেসে গড়িয়ে পড়লেও যে পড়ে, তার খবর হয়ে যায়। আরেকটা কাজ আমরা করতাম ছোটবেলায়। রাস্তায় ''মরিচ বাতি পটকা'' নামে এক ধরনের ক্র্যাকার ব্যবহার করতাম, লোকজনকে ভয় দেখাতে। খুবই বিপদজনক ছিল সেটা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মগা পেলুম।