নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় পর্বঃ view this link
আগামীকাল সকাল ৮ টায় এ্যামেসব্যারী যাওয়ার ট্রেন ধরতে হবে। তাই সকাল সকাল ওঠা খুবই জরুরী। ওরা দুজনেই আড্ডা বাদ দিয়ে রাত ১০ টার দিকে শুয়ে পরেছিল। অনেকক্ষণ বিছানায় শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করেছে মাশুক। ঘুম কিছুতেই আসে না। শেষে ধ্যাত্তেরি বলে বিছানা থেকে উঠে পরেছে ও। বারান্দায় এসে দাড়ালো। বাইরে বেশ ঠান্ডা। এখন বাজে মাত্র রাত এগারোটা। কিন্তু চারিদিক এতো নির্জন নিস্তব্ধ যে মনে হচ্ছে যেন গভীর রাত। একেবারে দেশের গ্রামের রাতের মতো। মনে হচ্ছে গাছ থেকে একটা পাতা পরলেও শব্দ শোনা যাবে।
মাত্র ক’দিন আগেই দেশে ছিল। কতো মানুষ, হৈ হুল্লোড়, আড্ডাবাজি! আর এখন এখানে মাত্র ওরা দু’জন। জীবন কিভাবে বদলে যায়! পরিবার, আত্বীয় পরিজন, চেনা দেশ, পরিবেশ ছেড়ে এখন একা বিদেশে। একা একা পথ চলা বোধহয় শুরু হয়ে গেল ওর। চিন্তা করতে করতে ফোস করে একটা দীর্ঘনিঃশ্বাস ফেললো মাশুক। তারপর নিজের মনেই হাসলো। এসব কি চিন্তা করছে? কেউ তো ওর উপর কিছু চাপিয়ে দেয়নি। সব সিদ্ধান্ত তো ওর নিজেরই নেয়া। নাহ, এসব এলোমেলো চিন্তা বাদ দিয়ে ঘুমানো দরকার। বেশী রাত করে ঘুমালে ভোরে ওঠাটা কঠিন হয়ে যাবে।
হোটেলের নাম ফেয়ার লন হাউস। সজীব আর মাশুক বসে আছে রিসেপশান থেকে কিছুটা দুরে পেতে রাখা সোফায়। ওদের চেক-ইনের শেষ সময় ছিল বিকাল ২টা। আর ওরা হোটেলে এসে পৌছেছে সাড়ে তিনটার সময়। লেস্টার থেকে এ্যামেসব্যারী ট্রেনে আসা যতোটা সহজ মনে করেছিল ওরা, বাস্তবে তা হয়নি। চারবার ট্রেন বদলাতে হবে, এটা ওদের জানাই ছিল। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউন্ডে দু’বার যে ভুল ট্রেনে উঠে পরবে, এটা জানা ছিল না। সব ঝামেলা মিটিয়ে যখন শেষপর্যন্ত ওরা হোটেলে এসে পৌছালো, তখন ফ্রন্ট ডেস্কে বসা রিসিপশনিষ্ট মেয়েটা মধুর একটা হাসি দিয়ে জানালো যে, ওদের বুকিং ক্যানসেল করে মাত্র কিছুক্ষন আগে আরেকটা গ্রুপকে ওদের রুম দু’টো দিয়ে দেয়া হয়েছে! মাশুক হতাশ হয়ে বললো,
- তোমাদের আর কোনও রুম নাই?
- সব রুমই বুক হয়ে গিয়েছে। বুঝতেই পারছো, এখন ট্যুরিস্ট সিজন। তোমাদের চেক-ইনের শেষ সময় ছিল ২টা। আমরা তিনটা পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করেছি। ফোন নাম্বারও দাওনি যে কন্ট্যাক্ট করবো!
- এখন আমরা কি করবো? তুমি কোন সাজেশান দিতে পারো? মাশুক হতাশ হয়ে বললো।
- অন্য কোনও হোটেলে চেষ্টা করতে পারো। তবে এই সময়ে বুকিং ছাড়া রুম পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। নয়তো, ম্যানেজারের জন্য অপেক্ষা করতে পারো। সে হয়তো একটা ব্যবস্থা করতে পারবে।
- তোমার ম্যানেজার আসবে কখন?
- এসে পরবে। তোমরা অপেক্ষা করতে চাইলে ওখানে বসো। আর কফি মেশিন ওখানে। ইশারায় একটা দিকে দেখালো। চাইলে কফি খাও, টাইম পাস করো।
তখন থেকে প্রায় এক ঘন্টা ধরে ওরা টাইম পাস করছে। জঘন্য স্বাদের তিন কাপ কফিও খেয়ে ফেলেছে। তবু ম্যানেজার ব্যাটার কোন দেখা নেই!
শেষ পর্যন্ত অতীষ্ঠ হয়ে ওরা যখন ঠিক করলো যে অন্য কোথাও চেষ্টা করবে, তখন দেখলো মধ্যবয়সী একজন ওদের দিকে এগিয়ে আসছে।
- হাই ল্যাডস, আমি এ্যাডাম! ক্যারেন বললো, তোমরা নাকি আমার জন্য অপেক্ষা করছো? তোমাদের সমস্যাটা আমি শুনেছি। আমি আসলেই দুঃখিত। টাইমলি আসতে পারলে না কেন?
- আমরা আসলে এদেশে নতুন। লেস্টার থেকে আসতে গিয়ে দু’বার ভুল ট্রেনে উঠে পরেছিলাম। তুমি কি আমাদের কোন ব্যবস্থা করে দিতে পারো? সজীব বললো।
- আমি আবারও দুঃখিত! স্টোনহেইন্জের সবচেয়ে কাছের হোটেলে যেহেতু তোমরা বুকিং দিয়েছিলে, ধরে নিতে পারি ওটা দেখতেই এসেছো। কিন্তু এই মুহুর্তে ধারে কাছের কোন হোটেলে তোমরা জায়গা পাবে না। দুরে চেষ্টা করতে পারো। আমাদের হোটেলে একটা রুম অবশ্য আছে......সাধারনতঃ আমরা ওটা গেস্টদেরকে দেই না।
- দাও না কেন? সজীব কিছুটা কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলো।
- টু বি অনেস্ট, অনেক গেস্টই কমপ্লেইন করেছে। আমি বা হোটেলের কোন স্টাফ কখনও কিছু দেখিনি তবে কমপ্লেইন হচ্ছে, ওখানে নাকি কিছু প্যারানর্ম্যাল এক্টিভিটি দেখা যায়, কিংবা অনুভব করা যায়।
- তাহলে দরকার নাই ওই রুমের। আমরা বরং.........
মাশুক এতোক্ষণ বসে বসে ওদের কথা শুনছিল। সজীব কথা শেষ করার আগেই জিজ্ঞেস করলো,
- কি ধরনের প্যারানর্ম্যাল এক্টিভিটি?
- ওখানে থাকা সব গেস্টই যে কমপ্লেইন করেছে, বিষয়টা এমন না। তবে ম্যানেজমেন্ট থেকে বলে দিয়েছে ওটা কাউকে না দেয়ার জন্য। কিন্তু তোমরা যদি জেনেশুনে নিতে চাও, আমি চিন্তা করতে পারি।
- কিন্তু কি ধরনের প্যারানর্ম্যাল এক্টিভিটি তা তো বললে না!
- তেমন কিছু না। সাদা পোষাকের এক মেয়েকে নাকি মাঝে-মধ্যে দেখা যায়। তবে সে কোনদিন কারো কোন ক্ষতি করেনি। এখন আসলেই দেখা যায় নাকি মনের ভুল, তা আমি বলতে পারবো না।
- আমাদেরকে দশমিনিট সময় দাও, আমরা জানাচ্ছি। সজীব বললো।
- আরেকটা কথা। যেতে গিয়েও ঘুরে দাড়িয়ে ম্যানেজার বললো। তোমরা যদি সত্যিই ওই রুমে থাকতে চাও তাহলে আমাকে লিখিত দিতে হবে যে, তোমরা সবকিছু জেনে-শুনেই থাকছো। বুঝতেই পারছো, তোমরা যদি সত্যি সত্যিই ভয় পাও আর কমপ্লেইন করো........আমাকে জবাব দিতে হবে তো! শেষে আমার চাকুরী নিয়ে টানাটানি পরবে!
মাশুককে এক কোনায় টেনে নিয়ে সজীব বললো,
- শুনলি তো, ম্যানেজার ব্যাটা কি বললো! এখন বন্ড সই দিয়ে ভয় পেতে হবে! দ্যাখ, এসবে তোর আগ্রহ আছে, আমার নাই। চল অন্য কোথাও ট্রাই করি।
- তুই কি ভয় পাচ্ছিস?
- না। ভুত-প্রেত আমি বিশ্বাস করি না, তুই জানিস। সবই মনের ভুল। তবে, মনের ভুলেও আমি ভয় পেতে চাই না।
- শোন, ম্যানেজার আরও কি বললো তাও তো শুনলি। আশে-পাশে কোন হোটেলে জায়গা পাওয়া যাবে না। দুরের ব্যাপারেও কোন নিশ্চয়তা নেই। আর আমরা দু’জন থাকবো। ভয়ের কি আছে? আর যদি সত্যিই কিছু থাকে...... আমি এই সুযোগ হারাতে চাই না।
সজীব জানে এই পরিস্থিতিতে ও মাশুককে ঠেকাতে পারবে না। বললো, ঠিক আছে। তোর যা ইচ্ছা কর। এখন ভালোভাবে লেস্টারে ফিরতে পারলে আমি বাচি। মুচকি হাসি দিয়ে মাশুক রিসেপশান ডেস্কের দিকে এগিয়ে গেল।
রুমে ঢুকে তো মাশুক দারুন খুশী। সুন্দর একটা রুম। চারিদিকে বড় বড় জানালা। লাগোয়া বারান্দায় দাড়ালে দুরে, পাহাড়ের উপর স্টোনহেইন্জ দেখা যায়। চার পাশের দৃশ্যও দেখার মতো। বারান্দায় দাড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে মাশুক বললো,
- সব কিছুরই একটা ফ্লিপ সাইড আছে, কি বলিস? টাইমলি আসলে তো আর আমরা এই এতো দারুন রুমটা পেতাম না!
- তা ঠিক। তবে কপালে কি আছে সেটা তো দিনে বোঝা যাবে না! রাতটা আসুক!
- আসুক। আমরা দু’জন আছি না? ওই জিনিসটা যদি সত্যি সত্যিই আসে তাহলে তোর কিছু বলার দরকার নাই। যা বলার আমিই বলবো। হাসতে হাসতে বললো মাশুক।
সন্ধ্যায় রুম থেকে বের হয়ে টাউন সেন্টার আর আশেপাশের এলাকা ঘুরে দেখলো ওরা। তারপর রাতের খাওয়া-দাওয়া সেরে সাড়ে নয়টার দিকে হোটেলে ফিরে এলো। সারাদিনের ক্লান্তিতে নাকি ভয়ে কে জানে, দশটার দিকে সজীব বললো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। ওই মেয়ে ভুতটা যদি আসে, খবরদার আমাকে ডাকবি না। বলে পাতলা কম্বলটা দিয়ে পুরোটা শরীর ঢেকে লম্বা হয়ে শুয়ে পড়লো। মাশুকও ক্লান্ত। সারাদিনে ধকল তো আর কম যায়নি! বারান্দায় কিছুক্ষন দাড়িয়ে থেকে, আকাশ-বাতাস চিন্তা করে ও-ও শুয়ে পড়লো।
ফটো ক্রেডিটঃ গুগল।
ইচ্ছা পূরণের গল্পঃ পন্চম (শেষ) পর্ব
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: ঠিক ভুতের গল্পও না, অন্ততঃ তথাকথিত ভুতের গল্প না। তবে জানতে ইচ্ছা করছে.....আপনার কাছে কিসের গল্প মনে হয়েছিল?
সামনের পর্ব লেখা শুরু করে দিয়েছি, আশা করি দ্রুতই দিতে পারবো।
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
সনেট কবি বলেছেন: বেশ
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ভুয়া মফিজ বলেছেন: সনেট কবিভাই, আপনার মন্তব্যগুলো কিন্তু 'বেশ'।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
ওমেরা বলেছেন: আশে পাশে কত মানুষ তবু নিজেকে কত একা মনে হয়। প্রবাসে আসলে প্রথম প্রথম এমনই মনে হয়, কত রকম পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যেতে হয়। ভাল লাগল, অবশ্য মাঝখানের দুই পর্ব পড়া হয়নি সময় করে পড়ব। ধন্যবাদ অনেক।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ভুয়া মফিজ বলেছেন: প্রবাসে আসলে প্রথম প্রথম না, কারো কারো সবসময়ই এমন মনে হয়।
এখানে কেউ তো আপন না, অথচ দেশে গলির কুকুরটাকেও অনেক আপন মনে হয়!
সময় করে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
আরোগ্য বলেছেন: মাশুকের সাথে আমারও কিন্তু বেশ কৌতুহল জেগেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
ভুয়া মফিজ বলেছেন: আপনার কৌতুহল মেটানোর ব্যবস্থা করছি, যতো দ্রুত সম্ভব।
বেশী অপেক্ষায় রাখবো না। ভালো থাকুন সবসময়।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: একটি জায়গায় নতুন গেলে অনেক ধরনের পরিস্থিতি হতে পারে ।
ভাইয়ার ইচ্ছে পুরনের গল্পগুলো ভালো লাগে ।
কিন্তু ভাইয়া, সাদা পোশাকের মেয়েটা কি আসবে রাতে ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ভুয়া মফিজ বলেছেন: ইচ্ছা পূরণের গল্প আমার না, মাশুকের। অবশ্য মাশুককে যদি ভাইয়া বলে থাকেন তাহলে ভিন্ন কথা!
সাদা পোশাকের মেয়েটা কি আসবে রাতে? এটাতো আমি জানি না, মাশুক অথবা মেয়েটাই ভালো বলতে পারবে!
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সব গুলো পর্ব চমৎকার।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
ভুয়া মফিজ বলেছেন: যাক, উড়াধুড়া মন্তব্য করেন নাই। সেজন্যেই আপনার একটা ধন্যবাদ পাওনা হলো।
অনেক ধন্যবাদ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালোই হলো। সময়ে পৌঁছালে এমন ঘর পাওয়া যেতনা। সাদা পোষাকের মেয়েটির জন্য আমিও মাশুক আর সজীবের সঙ্গে অপেক্ষা করছি। মধ্যবর্তী সময়ের মধ্যে বরং কম্বল মুড়িয়ে একটু ঘুমিয়ে নিই।
শুভকামনা প্রিয় মফিজভাইকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
ভুয়া মফিজ বলেছেন: ঘুমালে তো দেখা পাবেন না! দেখতে হলে জেগে থাকতে হবে।
আপনাকেও অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন, সব সময়।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন:
সকল পথেই শান্তি আছে। দেরি হলেও সে ধরা দেয়!
ভাল লাগলো, প্লাসের বন্যা...
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৪
ভুয়া মফিজ বলেছেন: প্লাসের বন্যায় ভাসিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
জুন বলেছেন: সামনে জম্পেশ একটা ভুতের আগমন পর্বের অপেক্ষায় ভুয়া মফিজ
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
ভুয়া মফিজ বলেছেন: জম্পেশ হবে কিনা, কে জানে! তবে ২/১ দিনের মধ্যেই পাবেন।
আপনাকে বেশীদিন অপেক্ষায় রাখার দুঃসাহস তো আমার নাই!!
১০| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০
করুণাধারা বলেছেন: ভেবেছিলাম বিদেশে বাংলাদেশী ছাত্রদের জীবন যাপন নিয়ে গল্প। এখন মনে হচ্ছে ভুল ধারণা ছিল। গল্প নিয়ে আমার ভাবনা ভুল হতে পারে, গল্প কিন্তু চমৎকার হচ্ছে। খুব আগ্রহ নিয়ে পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬
ভুয়া মফিজ বলেছেন: গল্প আপনার কাছে চমৎকার লাগছে জেনে মনে হচ্ছে, লেখাটা একেবারে খারাপ হয়নি, কি বলেন!
শেষ পর্বটাও দিলাম। পড়ে, আন্তরিক মতামত দিলে ভবিষ্যতে গল্প লিখতে সুবিধা হবে।
ধন্যবাদ আর ভালো থাকবেন।
১১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আখেনাটেন বলেছেন: পর্বের শেষে একটা চমক থাকলে ভালো হত। এই ধরুন, রুমের সেই প্যারানর্মাল এনটিটিটি দেখা যাওয়ার মুহূর্ত।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ভুয়া মফিজ বলেছেন: এটা নিয়ে আমিও চিন্তা করেছিলাম।
আমার উদ্দেশ্য ছিল, দু'জনকে শুইয়ে দিয়ে পাঠককে টেনশানে রাখা....ভুত আসলো কি আসলো এই নিয়ে!
আপনার আইডিয়াটাও ভালো। এতে দারুন একটা চমক হতো। নেক্সট গল্পে চমকের ব্যাপারটা মাথায় রাখতে হবে।
আইডিয়ার জন্য ধন্যবাদ। আর সবগুলো পর্ব একটানে পড়ে ফেলার জন্য আন্তরিক মোবারকবাদ!
১২| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশ! এমন মুহুর্তে ব্রেক!!!!!!!
পুরাই টিভি চ্যানেলের সিস্টেমে ঝুলায়া দিলেন ভায়া!
রোমাঞ্চকর অপেক্ষায় রইলাম
+++
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫
ভুয়া মফিজ বলেছেন: সাসপেন্স...বুঝলেন, সাসপেন্স!
টিভি চ্যানেলগুলা তো এই কইরায় খায়। আমিও একটু চেষ্টা করলাম, আরকি!
ধন্যবাদ আর শুভকামনা।
১৩| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৪:৪১
ইসিয়াক বলেছেন: রাত পরীর অপেক্ষায় নেশা ধরে গেল তো......
২৯ শে মে, ২০২৩ দুপুর ১:০১
ভুয়া মফিজ বলেছেন: নেশা ধরা ভালো। মাত্রাতিরিক্ত না হলেই হলো।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: প্রথম থেকে যে ভাবে গল্প এগিয়েছিল তাতে মনে হয়নি এটা ভুতের গল্প।
যায় হোক অনেক দিন ভুতের গল্প পড়া হয়নি।যদিও ইদানিং ব্লগে বেশ কিছু ভুতের গল্প পোষ্ট হয়েছে।
বেশ আগ্রহ জাগিয়ে রাখতে পেরেছেন।দেখি সামনের পর্বে কি হয়।তবে পরের পর্ব কিন্তু দ্রুত চাই।