নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে যমুনা টিভিতে সেনাপ্রধানের বক্তব্য দেখছিলাম। এক পর্যায়ে উনি খুব সিরিয়াসলি বলেছেন, গুজব না ছড়াতে এবং গুজব ছড়ানোর মাধ্যম হিসাবে ব্যবহৃত না হতে। এটা দেশকে বর্তমান সংকটকালীন অবস্থা থেকে উত্তোরণে সাহায্য তো করবেই না, বরং সংকটকে আরো দীর্ঘায়িত করবে।
আমি এই আন্দোলনের শুরু থেকেই লক্ষ্য করছি, সামুতে প্রচুর গুজব ছড়ানো হয়েছে। আগের কথা যদি বাদও দেই, বর্তমানে আমরা সংকট থেকে উত্তোরণের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। এই সময়ে কোন ধরনের গুজবই সেই উত্তোরণকে কোন সাহায্য করবে না। দেশটা আমাদের সবার। কাজেই সংকট উত্তোরণে সবার অবদান রাখা উচিত। আমি নির্দিষ্ট করে কোন গুজবের উদাহরন দিলে ব্লগারের নিকও সামনে চলে আসবে, তাই দিচ্ছি না। তবে কয়েকটা নিক থেকে প্রতিনিয়ত কোন অথেনটিক সোর্স ছাড়াই বিভিন্ন আপত্তিকর কথা বলা হচ্ছে।
কেউ কোন তথ্য দিলে দয়া করে অথেনটিক সোর্সের লিঙ্ক দিবেন। মনগড়া তথ্য না দিতে উৎসাহিত করার জন্য প্যানেলকে অনুরোধ করছি।
আমাদের এই সামুতে ব্লগার ছাড়াও হাজারের উপর ভিজিটর থাকেন। এই তথ্য প্রযুক্তির যুগে একটা গুজব এক কান থেকে মুহুর্তের মধ্যে হাজারো কানে সঞ্চারিত হয়। ফলে ছোট হোক কিংবা বড়, একটা ইমপ্যাক্ট সমাজে অবশ্যই পড়ে। একটা সামাজিক প্ল্যাটফর্ম হিসাবে সামু'র সমাজে দায়বদ্ধতা আছে। সেটাকে এড়িয়ে যাওয়ার কোন উপায় নাই।
আমিও আমার সামাজিক দায়বদ্ধতা থেকেই মডারেশান প্যানেলকে এই অনুরোধ জানাচ্ছি। আশাকরি, কেউ অন্যভাবে নিবেন না। সবাইকে ধন্যবাদ।
বি.দ্রঃ এই পোষ্টটাকে ''সাময়িক'' আখ্যা দিয়েছিলাম মুছে ফেলার জন্য। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে যেসব ব্লগারগন দেশের ব্যাপারে সত্যিকারের সচেতন, তাদের অনেকেই এই পোষ্টে মুল্যবান মতামত দিয়েছেন। কিছু ছাগলের অতি-ছাগলীয় কর্মকান্ডের প্রতিবাদ করেছেন। তাদের এই প্রতিবাদকে সন্মান জানিয়ে সিদ্ধান্ত নিলাম, পোষ্টটা রেখে দিবো। ব্লগারগন দেখুক, যদিও অল্পকিছু চাটুকারের কারনে দেশে স্বৈরাচারের জন্ম হয়; কিন্তু নৈতিকতাবোধসম্পন্ন মানুষের সংখ্যা বেশী বলেই দেশ থেকে স্বৈরাচারের লজ্জাজনক বিতারিতও সম্ভব হয়। তাই ''সাময়িক'' শব্দটা তুলে দিলাম।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬
ভুয়া মফিজ বলেছেন: আসলে সত্যিই কেউ টাকা পায় কিনা জানি না, তবে এসব করে একধরনের আত্মতৃপ্তি তো অবশ্যই পাওয়া যায়। সেটার জন্য অন্য কোথাও যাক, আমাদের প্রাণের এই প্ল্যাটফর্মটাকে নোংরা করার দরকার কি?
২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭
জটিল ভাই বলেছেন:
ভাই, আপনার এই পোস্টটারে না আবার উহারা গুজব বানাইয়া দেয়
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৯
ভুয়া মফিজ বলেছেন: এইটারে গুজব বানানোর কোন সুযোগ নাই। আমার নিকে ভুয়া থাকলেও আমি তো কোন ভুয়া অনুরোধ করি নাই। কি কন!!!!
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
করুণাধারা বলেছেন: ভালো পোস্ট।
এই সময়ে যদি এমন কিছু লেখা হয় যাতে কোন সন্দেহের অবকাশ থাকে, তখন লেখকের উচিত অবশ্যই তার তথ্যসূত্র উল্লেখ করা । কেউ যদি তা না করেন, এবং তাঁর দেয়া পোস্ট দেখে মনে হয় গুজব ছড়াচ্ছেন, তখন যেন ব্লক কর্তৃপক্ষ সেই পোস্ট সরিয়ে দেন,সামু ব্লগের বৃহত্তর স্বার্থে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪২
ভুয়া মফিজ বলেছেন: এই সময়ে যদি এমন কিছু লেখা হয় যাতে কোন সন্দেহের অবকাশ থাকে, তখন লেখকের উচিত অবশ্যই তার তথ্যসূত্র উল্লেখ করা । আমি সেটাই বলতে চেয়েছি আপা। সব জায়গাতে এখন গুজবের ছড়াছড়ি। এসব করে দেশের কোন উপকার তো হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে। কর্তৃপক্ষের নজর দেয়া উচিত। এখন মত প্রকাশে কোন রেস্ট্রিকশান নাই সত্যি; কিন্তু তার মানে এই না যে বিভিন্ন মনগড়া তথ্য ছড়াবো!!!
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: যেসব নিক থেকে ছড়ানো হচ্ছে সেগুলো ব্যান করা শ্রেয়। না হলে এই ব্লগ একটা গুজব পেডিয়া হয়ে যাবে। পরে দফা এক দাবি এক দলের পরিণতি বরণ করতে হতে পারে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৫
ভুয়া মফিজ বলেছেন: ব্যান করাটা বেশী হয়ে যায় সেলিম ভাই, তবে পোষ্ট সরিয়ে দেয়া, মন্তব্য মুছে দেয়া, প্রথমবার সতর্ক করা ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ তো কর্তৃপক্ষ নিতেই পারে। শুরুতে গুজবের পরিমান কিছুটা লিমিটেড ছিল, কিন্তু যতোই দিন যাচ্ছে, পরিমান আর ডায়মেনশান বাড়ছে। দুঃখজনক।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
মেঠোপথ২৩ বলেছেন: সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর
যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৮
ভুয়া মফিজ বলেছেন: লিঙ্ক দিয়া ভালো করছেন, সবার জানা থাকা ভালো। তবে ওইগুলো এক্সট্রিম ব্যাপার-স্যাপার।
গুজবের বিষয়টা নিয়ন্ত্রণের জন্য সামু কর্তৃপক্ষই যথেষ্ট।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
বিষাদ সময় বলেছেন: আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
তবে প্রশ্ন হলো শুধু কি গুজবই ছড়ানো হচ্ছে, না নানা উস্কানিমূলক পোস্ট এবং মন্তব্যও আসছে?
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫০
ভুয়া মফিজ বলেছেন: আমার এই পোষ্ট শুধুমাত্র গুজব নিয়ে। বাকীগুলো নিয়ে বিস্তারিত বলে আপনিও একটা পোষ্ট দিতে পারেন। সবারই দায়িত্ব আছে।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি যে, "বাংলাদেশের পুলিশ ও সেনা বাহিনীর লোকদের জাতিসংঘের শান্ত-বাহিনীতে না'নেয়ার জন্য পিটিশনের লিংক " দিয়েছিলেন, সেটাকে সেনাপ্রধান কিভাবে দেখবেন? উনাকে ও এডমিনকে আপনার লিংকটা পাঠান, ২ জনেই সিগনেচার করুক।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫২
ভুয়া মফিজ বলেছেন: ওইটার অথেনটিক লিঙ্ক আছে। আপনে টেনশান নিয়েন না। ওইটাতে যে কেউ সিগনেচার করতে পারে। আপনে করছিলেন?
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১১
সোনাগাজী বলেছেন:
এই ধরণের হাজার লিংক আছে; এইটা ছিলো আমাদের জাতির পুলিশ ও সেনাবাহিনীর বিপক্ষে; এইটা জাতির বিপক্ষে জেনেই আপনি ব্লগে দিয়েছেন। আপনি জাতি-বিরোধী কাজ করেছেন।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২০
ভুয়া মফিজ বলেছেন: আপনে ওইটা নিয়া চাইলে পোষ্টও দিতে পারেন। আমার এই পোষ্ট গুজব নিয়া। সেইসব ব্যাপারে কিছু কওনের না থাকলে প্যাচাল না পাইরা বিদায় হন।
৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
সোনাগাজী বলেছেন:
আপনার দেয়া "জাতি বিরোধী পিটিশনে আমি সিগনেচার করিনি"; আপনি দেশ-বিরোধী কাজ করে যাচ্ছেন সব সময়।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২১
ভুয়া মফিজ বলেছেন: আবার ভাঙ্গা রেকর্ড বাজাইলে মন্তব্য মুইছা দিমু। আপনের মতোন আবালের পিছনে বেশী সময় দিতে পারুম না।
১০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
এক্সম্যান বলেছেন: হাসান কালবৈশাখী, কামাল ১৮, অর্ক এবং আরো কয়েকজন এই কুকর্ম বেশি করে। তারা মনে যা আসে বলে, কোনো অথেনটিক সোর্সের ধার ধারেনা। এদেরকেও সাবধান করে দেয়া উচিৎ। তথ্য দিলে সোর্স সহ দিক, না হলে গুজব ছরানোর দায়ে তাদের বিরোদ্ধে ব্যাবস্থা নেয়া হোক।
সোনাগাজীও করেন, উনিতো গৃহযুদ্ধ ছারা কথাই বলতে পারেন না। উনার রিসেন্ট পোষ্ট "আমাদের অতি কোমলমতি "সাধারণ ছাত্ররা" কি একটু বেশী বেশী কমান্ড দিচ্ছে?" এখানেও মিথ্যা ছরিয়েছেন, সেখানে সোর্স জানতে চাওয়ায় স্বভাবসুলভ ভাবে ত্যানা প্যাচানো শুরু করেছেন।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫
ভুয়া মফিজ বলেছেন: আমি কোন নিক উল্লেখ করতে চাই না। আমি-আপনি-আমরা সবাই সবই দেখছি। আশা করি, মডারেশান প্যানেলও দেখছে। আমি শুধু একটা রিমাইন্ডার দিলাম। বাকীটা কর্তৃপক্ষের কাজ।
যে কোনও গুজবেরই একটা খারাপ প্রভাব আছে। আমাদের সেইটা বুঝতে হবে। আর যারা গুজব ছড়িয়ে সামুর পরিবেশ নোংরা করছে, তাদেরও বুঝতে হবে।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১৫
জুন বলেছেন: এই ব্যাপারটা আমার মনেও পুঞ্জীভূত ক্ষোভ সৃষ্টি করছে ভুয়া। ছাত্র -ছাত্রী থেকে এত এত সাধারণ মানুষদের এত রক্তে রাজপথ রঞ্জিত হলো, এত দুর্নীতি, এত লুটপাট, টাকা পাচার, এত অন্যায় সবই কি জায়েজ হয়ে যায় এদের কাছে? কিছুই কি চোখে পরে না! নৈতিকতা বলেও তো একটা কথা আছে? আমি অবাক হয়ে যাই বিদেশে বসে তারা কি ভাবে গুজবের মাধ্যমে একটা বিশাল জনগোষ্ঠীর আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করছে। কলুষিত করছে এই ব্লগটিকে।
০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১২
ভুয়া মফিজ বলেছেন: এরা, এদের পরিবার কিংবা কাছের লোকজন কোন না কোন ভাবে হালুয়া-রুটির ভাগ পেয়েছে আপা। নিমকহারামী করে কিভাবে? দেশের প্রতি অনুগত থাকলে তো কোন লাভ নাই। দেশ শুধু বলবে, আত্মত্যাগ করো, এই ত্যাগ করো, ওই ত্যাগ করো; কিন্তু বাল (BAL) এর প্রতি অনুগত থাকলে কতো কিছু পাওয়া যায়!!!! নৈতিকতা কি জিনিস? এরা এই শব্দের সাথে পরিচিত না।
আপনের কাছে প্রশ্নঃ এরপরেও সোনামিয়াকে আপনের গেয়ানী মনে হয়, নাকি ধান্ধাবাজ???
১২| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪১
সোহানী বলেছেন: আন্তরিকভাবে সহমত জানাচ্ছি। কিছু নিককে এ মূহুর্তে সাময়িক বিরতি দেয়া উচিত। এরা ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে। তাই যেখানে সেখানে কামড় দেয়ার চেস্টা চালাচ্ছে। নিজের মনগড়া বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেস্টা করছে।
আমি সোনাগাজির পোস্টে প্রতিবাদ করাতে আমাকে বলেছে তার পোস্টে না আসতে। কিন্তু আমি যাবো ও তাকে আবারো ছাগল বলে ভুল ধরায়ে দিবো।
০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
ভুয়া মফিজ বলেছেন: কিছু নিককে এ মূহুর্তে সাময়িক বিরতি দেয়া উচিত। অবশ্যই উচিত। এই নিকগুলোর কারনে আরো বেশ কিছু নিক, এমনকি কিছু ভারতীয় নিক লাফালাফি আর ডিফেইমেশনের সুযোগ নিচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ মনে হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আন্দোলন করে করে মনে হয় খুবই ক্লান্ত। দেখা যাক, কখন ঘুম ভাঙ্গে!!!!
আমি সোনাগাজির পোস্টে প্রতিবাদ করাতে আমাকে বলেছে তার পোস্টে না আসতে। কিন্তু আমি যাবো ও তাকে আবারো ছাগল বলে ভুল ধরায়ে দিবো। অবশ্যই যাওয়া উচিত, বিভিন্ন মন্তব্যে দেখলাম আপনের সুনাম করতেছে!! পারলে আমার পক্ষ থেকে কিছু কাঠাল পাতা উপহার দিয়া আইসেন পিলিজ। কিন্তু যার পুরা শরীরে গোশত নাই, শুধুই মগজ..........তার কতো ভুল ধরবেন???
১৩| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২৮
নতুন নকিব বলেছেন:
সময়োপযোগী পোস্ট। গুজব সৃষ্টিকারীগণ দেশ ও জাতির ভয়ঙ্কর শত্রু। এই ব্লগে হাতে গোনা কয়েকজনকে একের পর এক গুজব ছড়াতে দেখা যাচ্ছে।
সম্মানিত মডারেটর গুজব সৃষ্টিকারী দু'চারজনকে সাময়িক ব্যান করে রাখতে পারেন। দেশের এই ক্রান্তিলগ্নে এই সাময়িক ব্যান দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে বলে মনে করি।
ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
ভুয়া মফিজ বলেছেন: গুজব সৃষ্টিকারীগণ দেশ ও জাতির ভয়ঙ্কর শত্রু। কোন সন্দেহ নাই। এদের কাজই হলো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা।
সম্মানিত মডারেটর গুজব সৃষ্টিকারী দু'চারজনকে সাময়িক ব্যান করে রাখতে পারেন। দেশের এই ক্রান্তিলগ্নে এই সাময়িক ব্যান দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হবে বলে মনে করি। করা উচিত। খুবই ভালো পদক্ষেপ হতো। কিন্তু পুরো প্যানেলই মনে হয় গরমের মধ্যে এসি চালিয়ে শীতনিদ্রায় গিয়েছে!!!!
১৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৩
মেঠোপথ২৩ বলেছেন: লিংকটা দিয়েছি যে, জায়গামত যোগাযোগ না করে ব্লগে পোস্ট দেয়ার মাজেজা কি ? ব্লগ কি আইন শৃংখলা বাহিনী? এদের উদ্দেশ্য খুবই পরিষ্কার। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে দেশকে অশান্ত করা।এরা কারা আমরা সবাই জানি । ব্লগ মাফিয়া ও মিথ্যাচারমুক্ত করার আহবান জানাচ্ছি। সোহানী আপুর সাথে একমত যে ব্লগার সোনাগাজী ইচ্ছেমত মিথ্যাচার করে পোস্ট দিচ্ছে। বাক স্বাধীনতা মানে মিথ্যচারের স্বাধীনতা নয়। কা_ভার এই বিষয়ে একটা দ্বায়িত্বশীল পোস্ট আশা করছি।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪
ভুয়া মফিজ বলেছেন: গুজব ছড়ানোর প্রধান উদ্দেশ্যই হলো চারপাশে যতোটা সম্ভব গজব তৈরী করা। ব্লগে যারা এসব করছে তারা স্বৈরাচারের দালাল। হালুয়া-রুটিতে যে টান পড়বে এখন, সেই চিন্তায় তাদের কুত্তা পাগল অবস্থা। কাজেই কি বলবে, কি করবে দিশা পাচ্ছে না। তবে এদের এসব কথাবার্তায় নিম্নবুদ্ধির লোকজন প্রভাবিত হয়। এটাই হলো সমস্যা। কারন নিম্নবুদ্ধির লোকজনের স্বকীয়তা নাই। এরা সব সময়ে আশপাশ দ্বারা প্রভাবিত এবং পরিচালিত হয়।
সেজন্যেই কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।
কা_ভা একটু পর পর ব্লগে লগইন করে। তারপরে দৃশ্যমান কোন কিছু না করেই আবার লগ-আউট করে। সম্ভবতঃ লগ-ইন, লগ-আউটের মেকানিজম চেক করছে।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯
দি এমপেরর বলেছেন: স্বৈরাচারের পক্ষে যারা ইনিয়েবিনিয়ে সাফাই গেয়ে বর্তমানে দেশের ক্ষতি করার জন্য গুজব ছড়াচ্ছে তারা এ যুগের রাজাকারের দোসর। তাদেরকে রাজাকারের তকমা দিয়ে একঘরে করা হোক।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪
ভুয়া মফিজ বলেছেন: এরা অবশ্যই রাজাকার। এদের আমরা চাইলেই একঘরে করতে পারি। তাদের পোষ্টে না যাওয়া, মন্তব্য না করা কিংবা করলেও তুলু তুলু মন্তব্য না করা........এসবই 'কিছু করা'র মধ্যে পড়ে।
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েকজন ব্লগার ছাত্র আন্দোলনের গৌরবকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, ছাত্রদের কৃতিত্বকে এবং স্বয়ং ছাত্রদেরকেও অপমান করছেন, অপমানজনক ও আক্রমণাত্মক কমেন্ট/পোস্ট লিখছেন। তাদের প্রতি আকুল আবেদন থাকলো এমন অপরিপক্ব ও ষড়যন্ত্রমূলক আচরণ না করার জন্য। এরপরও তারা যদি ক্ষান্ত না হোন, মডারেটরের প্রতি আবেদন থাকবে, এদের স্বৈরাচার ও আক্রমণ তো অনেক সহ্য করলাম, এবার তাদের হাত থেকে ব্লগকে মুক্ত করুন।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
ভুয়া মফিজ বলেছেন: আপনার আকুল আবেদনে কাজ হবে বলে মনে হয় না। এরা কুত্তা-স্বভাবের মানুষ। লেজ নাড়তে না পারলে এরা মানসিক অবসাদে ভুগতে থাকবে। তারপরেও আপনার আহ্বানে যদি কোন মিরাকল ঘটেই যায়...........আলহামদুলিল্লাহ!!!
আসল কথা কি জানেন!! এদের অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই আগুন কোন দমকল বাহিনী নেভাতে পারবে না। একমাত্র মডুরা কিছু করতে পারে, তবে উনারা সম্ভবতঃ ব্যক্তি-স্বাধীনতার দোহাই দিবেন আর আবার আমাকে ব্যক্তি-স্বাধীনতার সংজ্ঞা খুজতে হবে!!!!
১৭| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
জুন বলেছেন: উহার গিয়ানের কথা আর কি কমু, তবে তার মিথ্যাচারিতায় আমি হতবাক। আম্রিকা যাওয়ার আগে নিউইয়র্ক বাসী ব্লগারদের সাথে একটু দেখা করার খায়েশ হইছিল। এইডা জানাইতেই কাকু কইলো তার চোখে সমস্যা কিছু দেখেনা শুইনা আমার কি যে খ্রাপ লাগলো, যারে কয় হৃদয় ভারাক্রান্ত
এখন আমার প্রশ্ন হলো তার এই চোখের সমস্যা যা নিয়ে মানুষ দেখা যায় না সে কি করে মিথ্যা গার্বেজ পোস্ট দিনে তিনটা করে দিচ্ছে! ছাত্রদের আত্মত্যাগের কোন মুল্য নেই তার কাছে। তাদের জীবন দান, তাদের বাবা মায়ের আজীবনের সকল কষ্ট যেন তার কাছে মূল্যহীন। ক্রমাগত এ নিয়ে সে তুচ্ছতাচ্ছিল্য করে লিখেই চলেছে যা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা সাথে মডারেশনের একশন নেয়া উচিত।
০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৯
ভুয়া মফিজ বলেছেন: এইটা যে কি মাল তা আমি ব্লগিং শুরু করার আগে যখন পাঠক হিসাবে ব্লগে আসতাম, তখন থিকাই জানি। মিথ্যাচারিতা তো কিছুই না, যতো রকমের নেগেটিভিটি একটা মানুষের থাকতে পারে, এইটার আছে। অতি-উচ্চমাত্রার হিপোক্রেট আর সাইকোপ্যাথ। নার্সিসিজমও এর মধ্যে উচ্চ মাত্রায় বিদ্যমান। আপনে একজন টিপিকাল সাদাসিধা বাঙ্গালীর মতোন সবই ভুইলা যান। এইবার এইসব মনে রাইখেন পিলিস!!!!
মডারেটরদের শীতনিদ্রা কবে ভাঙ্গবে, কে জানে?
১৮| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
অক্পটে বলেছেন: আমার বিস্বাস এরা কখনোই মানুষ হবেনা। এই মুহুর্তে কিছু গার্বেজারকে মন্তব্য করতে না দেয়া উচিত। এত রক্তপাত এত মৃর্ত্যু ওরা কেমন নির্বিকারভাবে হায়েনালীগদের সাপোর্ট করে যাচ্ছে। ভাবলে অবাক লাগে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৭
ভুয়া মফিজ বলেছেন: আসলে এরা সবাই চেতনা ব্যবসায়ী। এই ব্যবসা করেই এরা এদের পেট চালায়। কাজেই মিষ্টি কথায় এরা এদের কার্যক্রম বন্ধ করবে না। এদের জন্য দরকার কষে পশ্চাদ্দেশে লাথি। তাহলে যদি এদের মুখ দিয়ে ল্যাদানো খানিকটা কমে!!!
সমস্যা হলো, লাথি মারার ক্ষমতা আমাদের নাই আর মডু সম্প্রদায় গভীর ঘুমে আচ্ছন্ন!!!!
১৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা স্থায়ী করার জন্য ধন্যবাদ। আপনার পোস্টের বক্তব্যের সাথেও পুরোপুরি একমত।
এখন যারা গুজব ছড়াচ্ছে বা ছাত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করছে এরা হাসিনার হিংস্র কর্মকাণ্ডের নির্লজ্জ সমর্থক। এদেরকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। হাসিনা এখন উদ্বাস্তুর মত থাকার আশ্রয়স্থল খুজছে। আমার ধারণা আশ্রয়স্থল পাওয়ার পরেই সে তার কলের গান চালু করে দেবে অনলাইনে। নাকের পানি আর চোখের পানির সাহায্যে মানুষের সহানুভূতি অর্জন করার চেষ্টা করবে। যেমনটা করছে বর্তমানে ধর্মঘট করা পুলিশেরা। হাসিনার কান্না বা হুঙ্কারে কেউ যেন প্রভাবিত না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৪
ভুয়া মফিজ বলেছেন: হাসিনার এই রকমের সন্ত্রাসী ডাইহার্ড সমর্থক গোষ্ঠিই ভরসা। এরা কিংবা এদের ভাই বেরাদাররাই দরকারমতো হেলমেট পড়ে অস্ত্রহাতে সাধারন মানুষ নির্যাতনে রাস্তায় নেমে পড়ে। ব্লগেও এরা এদের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমার এই পোষ্টটা তাদের কর্মকান্ডের প্রতিবাদ আর মডু প্যানেলের নিষ্ক্রিয়তার একটা উদাহরন হিসাবে আর্কাইভড হয়ে থাকবে। সেজন্যেই সিদ্ধান্ত বদলালাম।
হাসিনা দেশ থেকে চলে গিয়ে আমাদের মুক্তি দিয়ে গেছে ভাবলে ভুল হবে। সে কোথাও থিতু হতে পারলেই এইসব সন্ত্রাসীদেরকে দিয়ে বিভিন্ন স্থানে আবার অরাজকতা সৃষ্টি করবে। এই রক্তলোভী খুনীর হাত থেকে পুরাপুরি নিস্তার পাওয়া কঠিনই হবে। একে আইসিসি'র মাধ্যমে বিচার করা ছাড়া অন্য কোন উপায় নাই। এই সরকারের প্রায়োরিটির মধ্যে বিষয়টা থাকা দরকার।
২০| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪
আরোগ্য বলেছেন: সোশ্যাল মিডিয়া হইসে পাঁচমিশালি শাক। যে যা কইরা মজা পায় তাই করে, বিবেক খাটানের টাইম পায়না।
১০ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৫
ভুয়া মফিজ বলেছেন: এইটা আসলে খালি মজার মধ্যে সীমাবদ্ধ না।
এইসব গুজবের কিন্তু সূদূঢ়প্রসারী ইমপ্যাক্ট আছে। এই ব্লগে হাজার হাজার ভিজিটর আসে। এরা তাদের পছন্দমতো গুজব আরো হাজার হাজার কানে ছড়াবে। এই কারনে এইটার একটা কিউমুলেটিভ এফেক্ট আছে। এইভাবেই ভবিষ্যতে আরো নেগেটিভ প্রোপাগান্ডা আর সন্ত্রাসী কর্মকান্ড অধিকতর মোটিভেটেড হবে।
২১| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৩২
নতুন বলেছেন: ফেসবুক, টুইটাররে গুজবের মেলা চলছে। বর্তমানে হিন্দুদের উপরে আ্ক্রমনের কত শত ভিডিও সবাই ছড়াচ্ছে।
ভিডিও সার্চ করে তার সোর্স বের করার কোন পথ আছে কি? ইমেজ সার্চের মতন ভিডিও কবে ইন্টারনেটে এসেছে সেটা বের করা দরকার।
আমাদের হাকা ভাই তো ফেসবুকে ফাটিয়ে দিচ্ছেন। ভুয়া ভি্ডিও বা ছবি সেয়ারকরাও যে মিথ্যা প্রচার করলে অনেক আয়ামী নেকি অর্জন করছেন তিনি।
ব্লগার হিসেবে সমালোচনা করার অধিকার সবারই আছে, যে কোন মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকার আছে।
কিন্তু মিথ্যা প্রচারনা গুজব ছড়িয়ে ছড়ালে সে আর নিজেকে ব্লগার দাবী করার মতন নৈতিক অধিকার রাখে না।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৪
ভুয়া মফিজ বলেছেন: হিন্দু নির্যাতনের ভিডিওগুলো বেশীরভাগ ভারত থেকে আপলোড করা আর বাকীটা এদেশের ভারতীয় দালালদের। এই ব্যাপারে ভারতীয় ইউটিউবার আকাশ ব্যানার্জির একটা ভিডিও আছে, দেখতে পারেন। বিবিসিও একটা ফ্যাক্টচেক রিপোর্ট দিয়েছে। সব মিলিয়ে আওয়ামী দালালেরা হণুমানের মতো লম্ফ-ঝম্ফই করতে পারবে। কাজের কাজ কিছু হবে না।
সব গুজবকারীর পশ্চাদ্দেশে আগুন লাগিয়ে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়া এখন সময়ের দাবী।
২২| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
রাফখাতা- অপু তানভীর বলেছেন:
এর আগে কোন দিন বিহারি মুক্তিযোদ্ধা দেখছেন?
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২
ভুয়া মফিজ বলেছেন: না, বিহারী মুক্তিযোদ্ধা দেখি নাই, শুনিও নাই। তবে যার শরীরে কোন গোশত নাই, শুধুই মগজ; তার কাছ থিকা রাজাকারের নয়া ডেফিনেশান দেখছি। আপনে এইরকমের ডেফিনেশান কোথাও দেখছেন?
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৩
নয়া পাঠক বলেছেন: আসলেই কিছু কিছু ব্লগারের প্রপাগান্ডা সীমা ছড়িয়ে যাচ্ছে। জানিনা তারা এসব করতে কত টাকা করে পান। কিভাবে তারা নিজেদের শিক্ষাকে বিপথে ব্যবহার করেন।