নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানাতে চাই ।এই দুনিয়াটা ক্ষণস্থায়ী,দুনিয়া হল আখেরাতের শস্য ক্ষেএ, যা পারা যাই তাই জোগাড় করুণ,মৃত্যু খুবই নিকটে।

সাহেদ সারোয়ার ভুঁইয়া

Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।

সাহেদ সারোয়ার ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের প্রতি প্রশ্ন

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণের জন্য এই post টি যথেষ্ট!
Open challenge, কোন বিবর্তনবাদী ,নাস্তিক, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না!
ধমনী আর শিরার পার্থক্য!!
হৃৎপিণ্ডকে তুলনা করা যায় রক্ত পাম্প করার
মেশিন হিসেবে আর ফুসফুস হল রক্ত বিশুদ্ধকরণ
ফ্যাক্টরি। দূষিত রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ড
হয়ে ফুসফুসে যায় সেখান থেকে বিশুদ্ধ
অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর মাধ্যেমে আবার হৃৎপিণ্ড
হয়ে সারা শরীরে যায়। (ব্যতিক্রম-পালমোনারী ধমনী ও শিরা)
বিঃদ্রঃ আমাদের শরীরে 60 হাজার কিলোমিটার লম্বা শিরা ও ধমনী রয়েছে!
শিরা :
1) শিরা সারাশরীর থেকে রক্তকে উপরে আনে ৷ তাই অভিকর্ষজ ত্বরণ g এর বিরুদ্ধে কাজ করতে হয় ৷ কারন, হার্ট উপরে থাকে ৷ পা থেকে রক্ত উপরে উঠানোর সময় অভিকর্ষজ ত্বরণ g এর বিরুদ্ধে কাজ করতে হয় ৷তাই রক্ত যাতে নিচে পরে না যায়, শিরাতে কপাটিকা বা valve থাকা প্রয়োজন এবং একমুখী অনেক কপাটিকা থাকে ! যা রক্তকে উপরে উঠতে দেয় কিন্তু নিচে নামতে দেয় না!
২)শিরাতে শুধু CO2 যুক্ত দূষিত রক্ত থাকে। তাই, একটু নীলচে বর্ণের রক্ত পরিবহণ হয় ৷
এবার আসি ধমনীতে।
(1) ধমনীতে রক্ত নামবে g এর প্রভাবে + হার্ট পাম্প চাপ দেবে। ফলে, কপাটিকার দরকার নাই এবং কপাটিকা থাকে না!
(2)ধমনী দিয়ে শুধু O2 যুক্ত বিশুদ্ধ রক্ত হৃদপিন্ড হতে বের হয়ে আসে, তাই রক্ত হয় লালচে বর্ণের।
প্রশ্ন হল,
(1) বিশুদ্ধ এবং অবিশুদ্ধ রক্ত রক্ত দুটি ভিন্ন পাইপ লাইন দিয়ে চলার বুদ্ধি শিরা এবং ধমনীর মাঝে কে স্থির করে দিল?প্রথম কখন এটা স্থির করে দিল? কিভাবে করল?
(2) একমুখী কপাটিকা যদি সংযুক্ত করে তবেই রক্ত উপরে উঠানো সম্ভব! এই জ্ঞান শিরা কিভাবে অর্জন করল? মহাকর্ষীয় ত্বরণের জ্ঞান শিরা কিভাবে আয়ত্ব করল?
( 3) কখন প্রথম কপাটিকা সংযুক্ত শুরু হল? কার বুদ্ধিতে শুরু হল? ডাইনোসরের শরীরে কি কপাটিকা সংযুক্ত ছিল? যদি সংযুক্ত থেকে থাকে তবে কিভাবে সংযুক্ত হল? না থাকলে তখন রক্ত কিভাবে উপরে উঠত?
(4) একসাথে শিরায় প্রথম কয়টি valve বা কপাটিকা গঠিত হয়েছিল?কিভাবে ঘটিত হয়েছিল?
(5) একমুখী কপাটিকা না হলে উপরে রক্ত হবে না! কে এই বুদ্ধি শিরার মাঝে ঢুকিয়ে দিল? কিভাবে শিরা, একমুখী কপাটিকা স্থাপন করল? কোন প্রযুক্তি ব্যাবহার করেছিল কপাটিকা স্থাপন করতে?
(6) আমাদের হৃদপিন্ডের একটি valve সংযুক্ত করতে ডাক্তারদের কত ভয়ংকর পরিশ্রম করতে হয় কিন্তু শিরার ভিতরে এতগুলো valve লাগাতে কোন ডাক্তারের প্রয়োজন পরল না? কেন, কোন কারনে দরকার হল না?
(7) প্রথম কোন প্রাণীতে কপাটিকা ঘটিত হয়? তখন কপাটিকা কয় মুখী ছিল?
একক ভাবে কখন হতে শুধু শিরায় কপাটিকা সংযুক্ত হতে থাকল? তখন কি কপাটিকা একমুখী ছিল?
(8) ধমনীতে কি শুরুর দিকে কপাটিকা ছিল?না থাকলে কেনছিলনা?? প্রমাণ সহ উত্তর দেন ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.