![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।
বিশ্বনবী মুহাম্মাদ (সাঃ) শুধু নবী বা ধর্মগুরুই ছিলেন না, একই সাথে তিনি বিশাল বড় সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন শাসক, বাদশা, সেনাপতি, বিচারক। তাঁর প্রভাব প্রতিপত্তি মানুষদের মধ্যে এমন ছিল যা পৃথিবীতে কখনও কারও ছিল না। তাঁকে মানুষ এতটাই ভালোবাসত যে, যুদ্ধে পরিবারের সদস্যরা শহীদ হলেও দুঃখ না করে লোকে জিজ্ঞেস করত রাসুলুল্লাহর (সাঃ) কিছু হয়নি তো ?! তিনি শাসক ছিলেন কিন্তু তাঁর কোন প্রসাদ ছিল না। তিনি অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করতেন। তিনি মানুষের সাথে খুবই সুন্দর ব্যবহার করতেন। তিনি ছিলেন সহিষনু, নম্র, বিনয়ী। তিনি সকল ধরনের মানুষদের সাথে ভালো ব্যবহার করতেন এবং খোজ খবর নিতেন। এমনকি শিশুদের সালাম দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, কোলে নিতেন, কাঁধে নিতেন। একবার, আবু উমাইর নামক এক শিশুর খেলনা পাখি (নুগাইর) মারা গেলে সে দুঃখিত হয় এবং মন খারাপ করে। তা দেখে বিশ্বনবী মুহাম্মাদ (সাঃ) তার মন খারাপ দূর করার জন্য এবং তাকে খোশ করার জন্য মস্করা করে বললেন, ''এই যে আবু উমাইর! কী করেছে নুগাইর ?'' [বুখারী, মুসলিম, মিশকাত/৪৮৮৪] কত চমৎকার ব্যাপার ভাবুন! একটা বাচ্চা শিশুর মনখারাপের কথাও তিনি গুরুত্ব দিতেন এবং তার দুঃখ ভুলিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন! এই জন্যই তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই জন্যই তিনি সাড়ে চৌদ্দশ বছর ধরে কোটি কোটি মানুষের আদর্শ, ভালোবাসার পাত্র। এবং এত বছর পরেও কোটি কোটি মানুষ তাঁকে নিজ পরিবার এবং সম্পত্তির থেকেও বেশি ভালোবাসে!
©somewhere in net ltd.