| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্ণ
আমি কবি নই তোমাদের একজন, আমি কবি নই প্রেমিক তোমাদের.....
মেয়েটা এখনো ভালবাসার অভিনয় করে;
ওর চোখে ঠোটে ঘন রং জবজব করে,
এক নিরিহ পুরুষের বুকের ওম নিতে নিতে
আমার সদাসিধে চেহারা দেখে; বলে-
ঘুমুলে তোমাকে অতি ভাল দেখায়।
ওর সাথে আমার কখনো প্রেম হয়নি;
যা হয়েছে তাকে মাত্র ভাল লাগালাগী বলা চলে,
এটুকুতেই দু'ঠোটের মাঝে চুমুর শব্দ তুলে বলেছিল-
আমায় বিয়ে কর, কবি-
তোমাকে জোসনা রাতে গল্প শোনাব।
এখন অন্য পুরুষের বুকের তাপে উষ্ন হয়;
চোখের ইশারায় আমাকে ডাকে
আমি ঠিক বুঝতে পারি না
আগেও পারিনি
জোসনা রাতের গল্প গোলমেলে মনে হয়।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯
বিবর্ণ বলেছেন: চমৎকার মন্তব্য, ধন্যবাদ প্রচেত্য।
২|
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৮
সবুজ বলেছেন:
জোসনা রাতের গল্প গোলমেলে মনে হয়।
+
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫২
বিবর্ণ বলেছেন: খুব কাকতালিয় ভাবে পুরুষটির নাম সবুজ, যার বুকে মেয়েটা উষ্ন হয়.....হাহাহাহাহাহা........
৩|
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫১
অল টাইম সজীব বলেছেন:
এখন অন্য পুরুষের বুকের তাপে উষ্ন হয়;
চোখের ইশারায় আমাকে ডাকে
আমি ঠিক বুঝতে পারি না
আগেও পারিনি
জোসনা রাতের গল্প গোলমেলে মনে হয়।
অসাধারণ।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩
বিবর্ণ বলেছেন: ঘটনা কি দাদা, জোসনা রাইতের গল্প আপনের কাছেও গোলমাইল্যা মনে হইতাচে.....হাহাহা....
৪|
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি ঠিক বুঝতে পারি না
আগেও পারিনি
জোসনা রাতের গল্প গোলমেলে মনে হয়..............সুন্দর হে কবি!!!
ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো ।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৮
বিবর্ণ বলেছেন: চিটি অনেক দিন পরে আমার ঘরে পা রাখলেন.... কেমন আছেন? কবির অবস্থা কাহিল....হাহাহাহাহা.....
৫|
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২২
ফয়সল নোই বলেছেন: ডিজকালার,কেমন কেমন আভাস পাচ্ছি!অতি সম্প্রতি বিপথগামী হয়েছেন নাকি
?
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৯
বিবর্ণ বলেছেন: জি-না ভাই জান, বিপথে আমি যাইনি, পথ আমাকে বিপথে নিয়েছে। আপনি সাংবাদিক মানুষ, শুনেছি অমাবশ্যার ঘুটঘুটে অন্ধকারে আপনি ২২ মাইল পরিস্কার দেখতে পান, নাকের ঘ্রাণ শক্তিও মাশাল্লাহ... তাই কিছু লুকানোর চেষ্টা করলাম না।
দোয়া রাইখেন আমার জন্য, না রাখলে খবর আছে।
৬|
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
ফারহান দাউদ বলেছেন: +
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৩:২১
বিবর্ণ বলেছেন: ভাই'গো হুদাই পিলাচ দিলেন! যাউগ্গা, এখন সময় খারাপ.... এইবা কম কিসে! হাহাহাহাহাহা..... ধব্যবাদ।
৭|
১৪ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯
নিলা বলেছেন: ভালোবাসার অভিনয়ে জোছনা রাতের গল্প গোলমেলে হবারই কথা।
ভালো থেকো
১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২২
বিবর্ণ বলেছেন: আর জোছনা রাইত, তুমি কেমন আছ......!
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭
প্রচেত্য বলেছেন: অভিনয়ে অভিনীত জীবন
আর বাস্তবতায় কবির কবিতা প্রকাশ