![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের দাবি মেনে টানা দ্বিতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মুশফিকের অসাধারণ ব্যাটিং আর মুস্তাফিজের বিদ্ধংসী বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হেসে খেলে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার টিকেট পেলো বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস শুরু হতেই ১২ রানে ৩ উইকেট হারিয়ে সংশয় শুরু হয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু উদ্বোধনী ম্যাচেও শ্রীলঙ্কা বিপক্ষে যে জুটি উদ্ধার করেছিল বাংলাদেশকে সেই মুশফিক আর মিঠুনের জুটিই আবার জয়ের পথ দেখালো।
দুঃখজনকভাবে ১ রানের জন্য এশিয়াকাপের তৃতীয় সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলেও বাংলাদেশের ২৩৯ রানের ইনিংসে সবচেয়ে বড় অবদান তাঁরই। অন্যদিকে মিঠুন করেছেন ৬০ রান। মুশফিক মিঠুনের ১৪৪ রানের বিশাল জুটির পর ধারণা করা যাচ্ছিলো বাংলাদেশ হয়তো ২৭০-২৮০ তে গিয়ে থামবে। কিন্তু ৫ উইকেটে ১৯৭ রান করার পরও মুশফিক মিঠুনের আউট হওয়ার পর বাংলাদেশ যেন যাওয়া আসার মধ্যেই ছিল। বাকি ৫ জনের মধ্যে মাহমুদুল্লাহ যা একটু চেষ্টা করেছিলেন কিন্তু বাকিরা কিছুই দিতে পারেননি। শেষ ৫ ওভার যেন বাংলাদেশের জন্য হতাশার কালো ছায়া। ৭ বল বাকি থাকতেই ২৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
তবে ম্যাচের শুরুতেই পাকিস্তানের মনোবল ভেঙে দিতে বাংলাদেশের বোলাররা যা করেছেন তা অতুলনীয়। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে পাকিস্তান পড়েছিল অথই সাগরে। সাকিবের অভাবটা যেন কোনোমতেই বুঝতে দেননি মাহমুদউল্লাহ-সৌম্যরা। ১০ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়ে মাহমুদউল্লাহ পেয়েছেন ১ উইকেট অন্যদিকে ব্যাটিংয়ে চরমভাবে পার্থ হলেও ৫ ওভার বল করে সৌম্য সরকার পেয়েছেন ১ উইকেট। শাকিব তামিমের অনুপস্থিতিতে দলে জায়গা পেলেও ব্যাটিংয়ে ভালো কিছু করে দেখতে পারলেননা সৌম্য। ৫ বলে শূন্য রান করে আউট হন তিনি।
পাকিস্তানকে ধ্বসিয়ে দিতে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান মুস্তাফিজের। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশের জয়ে কাটা হয়ে যাওয়া এমাম উল হককে আউট করেন মাহমুদউল্লাহ। বাবর, সরফরাজের মতো গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন মুস্তাফিজ। ম্যাচের শুরুতেই ফখর জামানের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মিরাজ।
সব শেষে বলতে হয় পাকিস্তানের বিপক্ষে কিছু ভুল ত্রুটি ছাড়া এই ম্যাচ বাংলাদেশের জন্য একটি পরিপূর্ণ টীম ওয়ার্ক। এখন দেখার বিষয় সর্বশেষ চার এশিয়া কাপের তিনবারই ফাইনালে ওঠা বাংলাদেশ এবার কি পারবে সকল বাধা ভেঙে ভারতে বিপক্ষে শিরোপা জিততে!
সূত্র: বিডি স্পোর্টস নিউজ
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
পড়লাম, মোটামুটি অনুসরণ করতে পেরেছি
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
সনেট কবি বলেছেন: এবার কাপটা পেলে বড় ভাল হয়। কিন্তু তারা যে এবার এখনো হারেনি!
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
সৈয়দ ইসলাম বলেছেন:
এখন দেখার বিষয়, ফাইনাল! যেন এ ফাইনাল প্রতিবারের মত না হয়!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ফাইনালে একটু বুদ্ধি দিয়ে খেললে জেতা সম্ভব।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
মাকার মাহিতা বলেছেন: ভরত বধ কাব্য রচনার পালা এবার!
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: কদিন আগেই অনেকেই এটা বিশ্বাস করেনি।
তারা আজ কোথায়?
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
নজসু বলেছেন: সাবাস বাংলাদেশ।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
নীল আকাশ বলেছেন: ইনশাল্লাহ এবার কাপ আমরাই আনবো।
সাবাস বাংলাদেশ, ভরত বধ কাব্য রচনার পালা এবার!
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পারবে ইনশাআল্লাহ।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: তা, সা, নাই। টপ অর্ডার নাই। তবুও জয়হোক আশা রাখি ভরসা ছাড়া
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
সূর্যালোক । বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মুস্তাফিজের পাচ উ ইকেট নেয়া হলো না। দা ফিজের বলে দু দুটো ক্যাচ মিস হলো। ফিজ মন খারাপ করো না । ফা ইনালে পাঁচ
উইকেট নিয়ো আর মুশফিক করো সেঞ্চুরী। বাকীরাও ভালো খেল। আমরা চ্যাম্পিয়ন হতে চা ই আমাদের নিরাশ করো না।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
রাকু হাসান বলেছেন: ফাইনালে ভালো কিছুর প্রত্যাশা । শুভকামনা টিম বাংলাদেশ ।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
আলআমিন১২৩ বলেছেন: ক্রিকেট এ জ্ঞ্যান রাখেন এমন একজন ভালো মনস্তত্ববিদ প্রয়োজন বাংলাদেশের টীমের জন্য। এছাড়া ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক ব্যক্তি বাদ দিয়ে একজন আর্মীর সিনিয়র লেভেলের কর্মকর্তাকে বিসিবি পরিচালনার দায়িত্ব দেয়া উচিৎ। বাইরের কোচ না এনে ভাল বাংলাদেশি কোচদের নিয়োগ দেয়া উচিৎ। ক্রিকেটারদের মাসিক বেতন না দিয়ে প্রতি খেলার Performence এর উপর Honourarium সিষ্টেম করলে ভাল হবে।
বাংলাদেশের ক্রিকেটের স্হায়ী(sustainable) উন্নতি চাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৮
মামুন ইসলাম বলেছেন: ইনশাল্লাহ এবার কাপ আমারাই আনবো ।