নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী

বিদ্রোহী কন্ঠস্বর

আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি এক চির উন্নত শির

বিদ্রোহী কন্ঠস্বর › বিস্তারিত পোস্টঃ

চুমকি চলেছে একা পথে, ধর্ষণ করবেন তাই বলে কি বারে বারে??

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১২

ধর্ষণ আজকের সমাজে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজ প্রতিনিয়ত যেন ধর্ষণের মাত্রা বেড়েই চলছে। আজ সমাজের কিছু বিকৃত মস্তিষ্কের নরপিশাচ তাদের যৌনক্ষুধার তৃষ্ণা মিটাতে যেন যাকে ইচ্ছে তাকে ধর্ষণ করেই চলছে। এইসব
ঘৃণিত ধর্ষকদের কাছে আজকের দিনে কেউ নিরাপদ নয়। ধর্ষক সে ৫বছরের মেয়ে হলে ধর্ষণ করবে, ৭০বছরের বৃদ্ধা হলে ধর্ষণ করবে, প্রতিবন্দ্ধী হলেও ধর্ষণ হবে। কারণ ধর্ষকদের কাছে নারীর দেহটাই প্রাপ্তি, বয়স তাদের কাছে কোন ফ্যাক্টর না।

-কুকুর চিনেন নিশ্চয়! কুকুর যখন পাগল হয়ে যাই তখন এই সব পাগলা কুকুর সামনে যাকে পাই তাকে কামড় দিয়ে হইতো তার বিষ দাতের শক্তি দেখাতে চাই তেমনি ধর্ষক নামক যৌনক্ষুধায় তৃষ্ণাত্ব খাদক পাগলা
কুকুরের ন্যায় তৃষ্ণাত্ব হয়ে যাকে পাই তাকে ধর্ষণে করে হয়তো তার
পুরুষত্বের শক্তি দেখাতে চাই। কিন্তু কেন এই অবৈধ পন্থা
অবলম্বন? কেন নিষ্পাপ নারীর
দেহভোগের মহড়া?

-আজকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে পত্রিকার দিকে নজর দিলে দেখা যাই ধর্ষণের যত্ত কাহিনী
-ধর্ষক যেখানে ৬০ বছর
ধর্ষিতার বয়স সেখানে ৫ বছর। হয়তো ভাবছেন এটা কি সম্ভব? হ্যা, এই সব বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারা সবই সম্ভব। হয়তো এই সব লোকেরা কিছুদিন পর যৌনক্ষুধা মিটানোর জন্য মুরগি, ছাগল, ভেড়া ব্যাবহার করবে।

ধর্ষণের কারণটা কি বা কোথায় থেকে ধর্ষণের সুত্রাপাত হয় জানেন কি?
-নৈতিকতা শিক্ষার অভাব,
-নিচু মানসিকতা,
-বিভিন্ন ফিল্মে দেখা কাহিনী /
প্রবন্ধের অশ্লীল কাহিনীর প্রতি
আকৃষ্ট হয়ে নিজ জীবনে বাস্ত্ববায়নের চেষ্টা,
-নারীর অশালীন পোশাক ও এর
অন্যতম একটি কারণ।

ধর্ষণ কখন নির্মূল হবে জানেন কি?
-ধর্ষণ তখনি নির্মূল হবে যখন নারী ও পুরুষ তাদের দৃষ্টি সংযত রাখবে,
-নারী শালীনতার পোশাক পরবে,
-পুরুষ তাদের নিছু মানসিকতা পরিহার করতে পারবে।
-সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে
চলবে…
তাহলে নিশ্চয় ধর্ষণ নির্মূল হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.