নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্র নাটকসমূহ

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

রবীন্দ্র নাটকসমূহ

মূল নাটক

০১. শারোদৎসব
০২. রাজা
০৩. ফাল্গুনী
০৪. মুক্তধারা
০৫. গৃহপ্রবেশ
০৬. তাসের দেশ
০৭. বাঁশরি
০৮. চন্ডালিকা
০৯. মুকুট
১০. অচলায়তন
১১. গুরু
১২. রক্তকরবী
১৩. নটীরপূজা
১৪. তপতী
১৫. মুক্তির উপায়
১৬. প্রায়শ্চিত্ত
১৭. ডাকঘর
১৮. অরূপরতন
১৯. শোধবোধ
২০. পরিত্রাণ
২১. কালের যাত্রা
২২. ঋণশোধ

প্রহসন

২৩. গোড়ায় গলদ
২৪. বৈকুন্ঠের খাতা
২৫. চিরকুমার সভা
২৬. শেষরক্ষা

হাস্যকৌতুক

২৭. ভমিকা
২৮. অভ্যর্থনা
২৯. ভাব ও অভাব
৩০. আর্য ও অনার্য
৩১. আশ্রমপীড়া
৩২. গুরুবাক্য
৩৩. ছাত্রের পরীক্ষা
৩৪. রোগের চিকিৎসা
৩৫. রোগীর বন্ধু
৩৬. একান্নবর্তী
৩৭. অত্যেষ্টি সৎকার
৩৮. পেটে ও পিঠে
৩৯. চিন্তাশীল
৪০. খ্যাতির বিড়ম্বনা
৪১. সুক্ষবিচার
৪২. রসিক

ব্যঙ্গকৌতুক

৪৩. বিনি পয়সার ভোজ
৪৪. স্বর্গীয় প্রহসন
৪৫. নূতন অবতার
৪৬. বশীকরণ
৪৭. অরসিকের স্বর্গপ্রাপ্তি

গীতিনাট্য

৪৮. বাল্মীকি প্রতিভা
৪৯. মায়ার খেলা
৫০. বসন্ত
৫১. শেষবর্ষণ
৫২. নটরাজ
৫৩. নবীন
৫৪. শাপমোচন
৫৫. প্রকৃতির প্রতিশোধ

নৃত্যনাট্য

৫৬. শ্রাবণ গাঁথা
৫৭. চিত্রাঙ্গদা
৫৮. চন্ডালিকা
৫৯. শ্যামা


কাব্যনাটক

৬০. রাজা ও রাণী
৬১. বিসর্জন
৬২. চিত্রাঙ্গদা
৬৩. মালিনী


নাট্যকবিতা ( কর্ণ-কূন্তি সংবাদ)

৬৪. বিদায় অভিশাপ
৬৫. কাহিনী

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

সকাল রয় বলেছেন: বাহ! দারুন তো

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ সকাল রয়। আমার মনে হয় অাপনার অনেকগুলি পড়া আছে।
আপনি তো ভাল গল্প ও কবিতা লেখেন।

শুভকামনা।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

উধাও ভাবুক বলেছেন: প্রিয়তে রইল। শুভকামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

বিজন রয় বলেছেন: মনে করি এটি একটি ভাল কালেকশান। প্রিয়তে নিয়েছেন, এখন বই জোগাড় করে পড়ে ফেলুন।

ভাল থাকার শুভকামনা রইল।

৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্যোগ। এটা অনেকের কাজে লাগবে বলে মনে করি। ধন্যবাদ, এ প্রয়োজনীয় লেখাটার জন্য।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪

বিজন রয় বলেছেন: আপনি এখানে এসেছিলেন? দারুনতো!!

ব্লগে নিক ওপেন করার পর এই পোস্টি দিয়েছিলাম, এই জন্য অনেকের চোখে পড়েনি।
ভাবছি এটি আবার পোস্ট করবো।

অনেক ধন্যবাদ, শুভকামনা সবসময়ের।

৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, এসেছিলাম। ব্লগে আমি নতুন, এখনও ছয় মাসও হয়নি, তবে প্রিয় কবি-লেখকদের পুরনো লেখার সাথে পরিচিত হতে ভালো লাগে।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

বিজন রয় বলেছেন: ব্লগে আপনার এ্যাকটিভনেস দেখলে বোঝা যায় ব্লগিংটা আপনি বেশ উপভোগ করছেন। আপনার এই ব্যাপারটি আমার খুব ভাল লাগছে।

ব্লগে আমিও বেশিদিন না, সবে একবছর। তাও বেশি পোস্ট করিনি।
এবং প্রকৃত ব্লগিং শুরু করেছি এই ফেব্রুয়ারী থেকে।
তবে এই ব্লগের সাথে পরিচয় অনেকদিনের।

ধন্যবাদ আবার আসার জন্য।
আপনার স্নিগ্ধ হাসিমাখা মুখখানি দেখলে সত্যিই ভাললাগে।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

উদাসী স্বপ্ন বলেছেন: এগুলাই কি সব?

আমি অবশ্য রবী সাহিত্য খুব বেশী পড়ি নাই। তাই দুঃখিত এমন অজ্ঞতাপূর্ন প্রশ্ন করবার জন্য

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: নাটক।

কবিগুরুর সব নাটক। সব আমার পড়া।
আপনিও সময় করে পড়বেন।

৬| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: .

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.