|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অবাক পৃথিবী অবাক, শুনি কার বানী
কালের স্রোতে ভেসে চলি, জানতে না পারি হায়,
জীবনসীমা ছাড়িয়ে, দিগন্ত পারে বিলীন
মহাসমুদ্র হাতছানি দেয়-
এ শুধু বদলে যাওয়ার দিন
সত্যরক্ষায় ভরে দিয়েছ সব ব্যাকুলতা
এখন আর দীর্ঘশ্বাস ফেলতে চাই না
সুখরাগে, এ আমারই অন্তরভূমি।
হৃদয় মৃদঙ্গ বাজে, চন্দ্রকলায় হার মানি;
চঞ্চল আলোয় তরঙ্গ খেলা, উদবেলিয়া উঠি হায়
জীবন সুধা অমৃত ধারা, অনন্তে উৎসর্গিত হয়,
জীবন কোমল শুভদৃষ্টি মেলে-
নিশিদিন প্রেম-পূর্ণ হওয়া
পথ চলায় বিদায় করেছ সব সংশয়
এখন আমি ক্লান্তিহীনা,
এই আমি মাঙ্গলিকা, আমারই অন্তরভূমি।
দাঁড়াও একটু, একবার ফিরে দেখ
কত অবারিত আমি, অরূপ লীলারঙ্গে
গঙ্গা ভাগীরথী মন্দাকিনী মিলিত সঙ্গমে।
এই আমি আলোক-রেখা, কোমল কল্লোলিত
শুধু তোমার জন্য চিরনতুন
সরল দোলায় হিল্লোলিত।
জীবন তৃষ্ণায় দুর করেছ সব শূণ্য
এই আমার আপন মন-মন্দির, এ আমারই অন্তরভূমি।
এই আমার অন্তরভূমি, প্রণয় শিখায় উজ্জ্বলিত
নতুন অভিসারে উতলা সুললিত
এ প্রাণ-হারা মিলন পুষ্পমাল্য।
এখানে জানালা খুলে মেঘ ভুলে অসীম আকাশ
এখানে হাসি, এখানে অভয়, এখানে সুখের সহচর্য।
এখানে ছায়বীথি, সুখজলে স্বপ্ন-শান্তি-নীড়
এখানেই আমি স্নিগ্ধ শীতল স্বর্ণমায়ার বীন
এখানেই থাক সমাপন, হও প্রকাশিত রাত্রিদিন
এ, আমার রূপমাধুরী, আমারই অন্তরভুমি।
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৮
বিজন রয় বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
শুভকামনা।
২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০১
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০১
শায়মা বলেছেন: সুন্দর!!!
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৯
বিজন রয় বলেছেন: খুশি হলাম আপনার মন্তব্যে।
ভাল থাকুন।
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:০৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১২:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৫
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: ধন্যবাদ এখানে কথা বলার জন্য।
৪|  ০১ লা মার্চ, ২০১৬  দুপুর ১:২৭
০১ লা মার্চ, ২০১৬  দুপুর ১:২৭
ক্ষুদ্রমানব বলেছেন: কথার ধরন গুলো চমৎকার।
  ০১ লা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৪
০১ লা মার্চ, ২০১৬  দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: আপনার প্রশাংসা বাঁধিয়ে রাখলাম।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
৫|  ১৪ ই মার্চ, ২০১৬  রাত ১১:২২
১৪ ই মার্চ, ২০১৬  রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: এখানে ছায়বীথি, সুখজলে স্বপ্ন-শান্তি-নীড়
এখানেই আমি স্নিগ্ধ শীতল স্বর্ণমায়ার বীন
এখানেই থাক সমাপন, হও প্রকাশিত রাত্রিদিন
এ, আমার রূপমাধুরী, আমারই অন্তরভুমি। -- চমৎকার চারটে পংক্তি। ভালো লেগেছে।
  ১৫ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১২
১৫ ই মার্চ, ২০১৬  দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: ভাল লাগার জন্য কৃতজ্ঞ জানবেন। আপনার মতো স্নেহশীল ব্যক্তিত্বের সান্নিধ্যে থাকাটাই পরম পাওয়া।
ভাল থাকুন যুগ যুগ ধরে।
৬|  ১৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:৩৬
১৯ শে মার্চ, ২০১৬  রাত ৮:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: আমাদের বাংলাদেশ
  ২১ শে মার্চ, ২০১৬  সকাল ৯:২৩
২১ শে মার্চ, ২০১৬  সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: বাংলাদেশে, আমার দেশে শান্তি আসুক।
আপনি দেশে আসেন।
৭|  ১১ ই জুন, ২০১৬  দুপুর ২:৩২
১১ ই জুন, ২০১৬  দুপুর ২:৩২
প্রথমকথা বলেছেন: এই আমার অন্তরভূমি, প্রণয় শিখায় উজ্জ্বলিত
নতুন অভিসারে উতলা সুললিত
এ প্রাণ-হারা মিলন পুষ্পমাল্য।   
ভাল লাগল//
  ২৮ শে জুন, ২০১৬  দুপুর ২:৩২
২৮ শে জুন, ২০১৬  দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: আরে এখানে কবে এসেছিলেন!!
জানতে পারিনি।
ধন্যবাদ আর ধন্যবাদ।
৮|  ২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৬
২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৬
বিজন রয় বলেছেন: .
  ২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৭
২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: .
৯|  ২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৬
২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৬
বিজন রয় বলেছেন: .
  ২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৭
২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: .
১০|  ২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:২৩
২৭ শে জুন, ২০১৭  বিকাল ৪:২৩
বিজন রয় বলেছেন: .
১১|  ০৫ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৪৩
০৫ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৪৩
জাহিদ হাসান বলেছেন: জয় বাংলা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
ভালো লিখেছেন।